নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কী, কত প্রকার এবং কী কী?

১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৮



ধর্ম [ dharma ] বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতিত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্থান। [সং. ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ক্ষেত্র বি. পুণ্যস্থান, তীর্থ। গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। গ্রন্থ, পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্থ; 2 স্মৃতিশাস্ত্র। ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ঘটি বিণ. ধর্মঘটকারী। চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ত, (বর্জি.) তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্থান। ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. দ্রোহ, দ্রোহিতা। ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতিত্বনাশ। নিষ্ঠ বিণ. ধার্মিক। নিষ্ঠা বি. ধার্মিকতা। পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. পরায়ণতা। পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। পিতা (-তৃ), বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. প্রবণতা। প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. প্রাণতা। বিদ, বিদ্ (-বিৎ) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্থা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ভীরুতা। ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ভ্রাতা (-তৃ), ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্থ। মত বি. ধর্মীয় বিশ্বাস। যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতিত্ব রক্ষা। রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্থান। শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্থ; স্মৃতিশাস্ত্র। শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। শীল বিণ. ধার্মিক। সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। সংস্থাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। সংস্থাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্থ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্থ। সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত বা আয়োজিত সভা। সম্মত বিণ. ধর্মসংগত। সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। স্থান বি. 1 দেবতার স্থান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্থান। হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা। ধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্থান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠা। ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উৎসর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকা। ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।

অধর্ম [ adharma ] বি. ধর্মবিরুদ্ধ কাজ বা আচরণ; পাপ; অন্যায়। বিণ. পূণ্যহীন; ধর্মবিরুদ্ধ। [সং. ন+ধর্ম]। অধর্মাচরণ বি. পাপ কাজ; ধর্মবিরুদ্ধ কাজ। .চারী (-রিন্), অধর্মী (-র্মিন্) বিণ. পাপ কাজ করে এমন, পাপী; ধর্মবিরুদ্ধ কাজ করে এমন, অন্যায়কারী। অধর্ম্য বিণ. ধর্মবিরুদ্ধ; পাপজনক।

স্বধর্ম [ sbadharma ] বি. 1 নিজের বা পৈতৃক ধর্ম; 2 নিজের জাতির বা সমাজের ধর্ম; 3 স্বজাতির আচার; 4 নিজের স্বাভাবিক বৃত্তি বা পেশা। [সং. স্ব + ধর্ম]।

পর-ধর্ম [ para-dharma ] বি. 1 অপরের ধর্ম; 2 নিজের সংস্কার জাতি সমাজ বা প্রকৃতির বিরুদ্ধ ধর্ম। [সং. পর3 + ধর্ম]।

উপ-ধর্ম [ upa-dharma ] বি. 1 অপ্রশস্ত বা অপকৃষ্ট ধর্ম; 2 ধর্মের অঙ্গীভূত কুসংস্কার, ধর্মের নামে চলে এমন কুসংস্কার; 3 লৌকিক ধর্ম। [সং. উপ + ধর্ম]।

ধর্মের কারণে মারামারি হয়নি, ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য মারামারি হয়, হবে এবং হয়েছিল।

নিচের ছয়টা নিয়ন্ত্রণ করতে পারলে সহজে ধর্মাত্মা হতে পারবে। মনে রাখবে, ধর্মাত্মারা মারামারি করে না, খালি মাইর খায়।

ষড়-যন্ত্র [ ] বি. কারও বিরুদ্ধাচরণের জন্য গুপ্ত মন্ত্রণা, সংঘবদ্ধ চক্রান্ত। [সং. ষট্ + যন্ত্র]।

ষড়্-রস [ ] বি. লবণ কষায় কটু তিক্ত অম্ল ও মধুর -এই ছয় প্রকার রস বা স্বাদ। [সং. ষট্ + রস]।

ষড়-রিপু [ ] ষড়্-রিপু [ ] বি. কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য-শরীরস্থ এই ছয় শত্রু। [সং. ষট্ + রিপু]। ষড়্-বর্গ বি. ষড়রিপু -র অনুরূপ।

এতসব জেনে কেউ খামোখা মারামারি করবে না, পেট ভরে খাওয়ার জন্য দিনরাত কাজ করতে হয়। শুধু বোকা এবং বেকাররা খামোখা মারামারি করে। আমাকে মারলে আমি দাঁড়িয়ে থাকব না। কম হলেও একটা মারব। আপনাকে মারলে আপনি আমাকে আশীর্বাদ না করে অভিশাপ দেবেন সাথে লাথি ঘুষি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি মারামারি না করে কেমনে সুখ এবং শান্তির সাথে বাঁচা যায় তা নিয়ে ফন্দিফিকির করলে সকলের লাভ হবে। রোগে মানুষ মরে, মরেছে এবং মরবে।

ছবিতে আমার টেবিল লেম্প এবং তসবি।

তথ্য এনেছি Biswas Samsada Bangala abhidhan থেকে
Biswas, Sailendra. Samsada Bangala abhidhana. 7th ed. Calcutta, Sahitya Samsad, 2004.
Copyright © 2004 by Shishu Sahitya Samsad.

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: বিরক্তকর একটি পোষ্ট।
শিরোনামে আপনি নিজের দ্বিধাহীন। প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন।

আধুনিক পৃথিবীতে আধুনিক এবং শিক্ষত মানুষেরএকটাই ধর্ম।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি পোস্টে প্রশ্ন ছিল, এবং আপনি যে ধর্মের কথা বলছেন তা আমার কাছে ঠালের আমসত্ত্ব।

২| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কোন্‌ অভিধান থেকে তোলা? বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে আরো বিস্তারিত আছে, যদ্দূর মনে পড়ে।

৩| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকটা কথা পলাশ ভাই, এরকম পোস্টে মূল বইয়ের রেফারেন্সটা দেয়া আবশ্যক। জাস্ট উদাহরণ হিসাবে দেখতে পারেন, এই পোস্টটা কীভাবে লেখা হয়েছিল। প্লিজ ক্লিক করুন এখানে

ভবিষ্যতে কঙ্ক্রিট পোস্ট পাব, এই শুভ কামনায়।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যে বিষয় ধরেছেন তা আমার কল্লায় কুলায়নি।

রেফরেন্স যোগ করেছি।
Biswas Samsada Bangala abhidhan
Biswas, Sailendra. Samsada Bangala abhidhana. 7th ed. Calcutta, Sahitya Samsad, 2004.
Copyright © 2004 by Shishu Sahitya Samsad.

৪| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৫| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৫

নেওয়াজ আলি বলেছেন: বেশ, ভালো থাকুন।

১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.