নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'জ্ঞানাঞ্জন\'

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪১




বৈপ্লবিক আদর্শে পরিপার্শ্বিক অবস্থায় পরিবর্তন আনার জন্য বিপ্লবসাধক হতে চেয়ে জনেছি, প্রজ্ঞা হলো তত্ত্বজ্ঞান উপলব্ধির শক্তি, নিস্তরণের জন্য হতোস্মি জপে কেউ পাবে না মুক্তি। অনুভূতিহীন তত্ত্বজ্ঞ ব্যক্তিরাই আত্মদর্শী। নির্দায় নির্দোষরাই নিষ্পাপ এবং আশীর্বাদধন্য হতে চায়। শান্তিস্বস্ত্যয়ন নষ্ট করে গোঁড়ামি, সভ্যতানাশক জীবাণুর নাম মূর্খামী, কুসংস্কার এবং ধর্মান্ধতা দূর করার জন্য শিক্ষা এবং তপস্যার প্রয়োজন, অজ্ঞানরূপ অন্ধকার দূর করে জ্ঞানাঞ্জন। তপোধনের জন্য তপোনিধিরা তপোবনে বসে তপস্যা করেন। শিক্ষায় মোক্ষলাভ হলে পাপমোচনে হবে স্বর্গলাভ, জপতপ তপস্যায় হয় পাপক্ষয়, রাজরোগ নিরাময়ের জন্য নিরামিষাশী হতে হয়।




অবশেষে সত্যাসত্য ব্যক্ত করতে হচ্ছে, ব্লগার চাঁদগাজী'র লেখা পড়ে এবং মন্তব্যে অনুপ্রাণিত এই গদ্য পোস্ট করেছি।

Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



ভারতে কলোনিয়েল যুগে, ইংরেজরা বলতো, পরিবারের পয়সা আছে পড়; ফলে, যখন বেশীর ভাগই নেংটি পরছিলো, তখন ভারতের মানুষ লন্ডনেও পড়েছে; পাকিস্তান আমলেও একই নিয়ম, পরিবারের পয়সা আছে পড়; তা'হেল কলোনীর থেকে বের হওয়ার স্বার্থকতা কি?

বাংলাদেশ আমলে শেখ সাহেবের ছেলেমেরা পড়েছে, তাজুদ্দিন সাহেবের ছেলেমেয়েরা পড়েছে; আবার উনাদের বাসায় চাকরাণীও ছিলো; এরা কি বিদ্যান ছিলেন? আধুনিক শিক্ষা থেকে বাংগালীদের বন্চিত যারা করেছে, সবাই অপরাধ করেছে।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্যি বলছি, আপনারা মন্তব্যের শেষে এসে আমার কলিজায় কিছু কামড়ে ধরেছিল।

আহ! এই সর্নাশের জন্য ওরা দায়ি যারা দায়ভারকে দূরে ঠেলে নির্দায় হতে চায়।

বিলিয়ান ট্রিলিয়ান ডলার কাউকে অমর করতে পারেনি, সামান্য মানবপ্রেম, দয়া এবং ঔদার্য পাষাণকেও মানবপ্রেমিক বানিয়েছে।

২| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন। বিবেকবান মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যার বোধশক্তি নেই তাদের এমন বার্তা কিছু আসেনা।
শরীরের যত্ন নিন। ভালো থাকুন সবসময়।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনি কেমন আছেন? কদ্দিন আগে এক মন্তব্য করে কই হারিয়েছিলেন?

যাক, জি আমি কাজ ছেড়ে বেকার হয়ে ঘরে বসেছি। অকারণে বেরোলে মাইর দেবে। আপনিও সাবধানে থাকবেন। জীবাণু নয়, এটা জীবননাশক!

৩| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


জ্ঞান ও বুদ্ধিমত্তার উৎস হলো শিক্ষা; করোনামুক্ত হওয়ার জন্য আজকে যেভাবে বিশ্ব ব্যাকুল, মানুষকে শিক্ষিত করার জন্য এইরূপ ব্যাকুলতার দরকার ছিল সব সময়।

২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার হয়তো কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত হবে। সমস্যা হলো পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করতে হয় যা কেউ স্বেচ্ছায় করতে চায় না।

৪| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। মাঝে প্রচণ্ড ব্যস্ততার জন্য দিন দশেক ব্লগে ঢোকার সময় পাইনি। এই মুহূর্তে সেই ব্যস্ততা নেই কিন্তু আতঙ্ক প্রতিটি মুহূর্তে গ্রাস করেছে। প্রচুর এনআরআই দেশে ফিরে গা ঢাকা দিয়েছেন। কয়েক জায়গায় জনতার মারমুখী আক্রমণে লোকাল পুলিশ তাদেরকে হসপিটালাইজড করলেও বেশীরভাগ ক্ষেত্রেই তারা অধরা। আর এখানেই আমাদের আতঙ্ক। ভয়ঙ্কর অবস্থার দিকে চলেছি। জানিনা এর শেষ কোথায়।

২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চক্রান্ত হলে এই চক্র সহজে অন্ত হবে না।
জীবাণু নয় এটা জীবননাশক শক্তি, যা চৈতন্যশক্তিকে নিস্তেজ করে নিজে শক্তিশালী হয়।

আমিতো গাড়ি ফিরিয়ে দিয়ে ঘরে বসেছি, জানি না কতদিন এভাবে কাটবে। কী হচ্ছে কেউ জােন না। সরকাল বলাবলি করছে ১২ সপ্তায় ঠিকঠাক হবে, এর মানে আগামী বছরে যাবে গড়িয়ে।

৫| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ আমিও খুশি হয়েছি।

৬| ২২ শে মার্চ, ২০২০ রাত ১০:১৮

নেওয়াজ আলি বলেছেন: মোল্লারা আছে থানকুচি নিয়ে।

২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদেরকে গাঁথনি দেওয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.