নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন\'

২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩



এই জীবাণু প্রথম গুপ্তঘাতক ছিল এখন মারাত্মক আকারে মড়ক হয়েছে। সংক্রমণ অনিয়ন্ত্রিত হলে ক্রমবর্ধমান জনসংখ্যা অর্ধার্ধি হবে। ন্যায়সংগত অথবা যুক্তিসংগত তর্ক আমাদেরকে উদ্ধার করতে পারবে না, সাধুকে সাবধান করেও লাভ হবে না। রাজা-উজির মারা মার্কা প্রতিপত্তিশালীর বার্তায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়োজন নেই, যথেষ্ট তথ্য দিলেই উদ্বাস্তুরা সন্তুষ্ট হবে, অন্তত উপোস করে হলেও অপমৃত্যুর হাত থেকে নিস্তার পাবে। এই নরান্তক ব্যাধির প্রতিষেধক পদার্থ তৈরী করে অনেক গবেষকের নামের সাথে অপদার্থ শব্দ যোগ হয়েছে। প্রতিষেধনের জন্য প্রতিষেধকের প্রয়োজন কিন্তু প্রতিষিদ্ধের জন্য নিষিদ্ধ পদার্থে প্রতিষেধক হবে না। আরজ আরজির জন্য হুজুররাও আজুরা আদায় করতে শুরু করেছেন, বিধায় হাঁইহুই না করে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা সমিচিন হবে।

"হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সূরা বাকারা আয়াত নং ১৫৩)

বিশুদ্ধ বিশ্বাস এবং ধৈর্যের সাথে গবেষণা করলে সত্বর প্রতিষেধক আবিষ্কৃত হবে।

মনে রাখবেন, রোগের বাড়াবাড়ি, মারণমন্ত্র এবং আচরণে সীমালঙ্ঘন কেউ পছন্দ করে না।

Copyright © by Mohammed abdulhaque

ছবি নেট থেকে

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১০

পদাতিক চৌধুরি বলেছেন:
আশাকরি ভাল আছেন ভাইয়া।
আমারো বিশ্বাস খুব শীঘ্রই এই রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হবে।
এখন উপরওয়ালার ভরসা।‌

ভালো থাকুন সবসময়।

২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি দাদা, এখন আমাদেরকে ধৈর্য আস্থার সাথে প্রার্থনা করতে হবে।

২| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬

বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো............মোহাম্মাদ আব্দুলহাক (পলাশ মিয়া ?) ভাই।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমার আরেকটা নিকের নাম "পলাশমিঞা"

পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০০

মুক্তা নীল বলেছেন:
ভাই ,

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ---
আপনার পোস্টের শিরোনাম পড়েই মনে প্রশান্তি আসছে,
আল্লাহ্ ভরসা । ভাল ও নিরাপদে থাকুন ।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাই, ভয়ের কারণ হলো আমরা ভেকধারী হয়েছি। ধৈর্য এবং বিশ্বাস শব্দের অর্থ আমরা ভুলতে শুরু করেছি। করনা নিকরুণ হয়ে চোখে আঙুলি দিয়ে বলছে, ঔ দেখ আল্লাহ তোদের দিকে তাকিয়ে আছেন, সাহায্য চাইলে নিশ্চয় এবং সত্বর সাহায্যপ্রাপ্ত হবে।

মসজিদ মাদ্রাসায় শধু গড়গড় মুখস্ত পড়া হয়, গবেষণা হয় না।

৪| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নেওয়াজ আলি বলেছেন: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

৫| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো পোস্ট।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি বলছি বাইরে তাকাতে ভয় হচ্ছে :(

৬| ২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


শুধু উচ্চ-শিক্ষিত, জ্ঞানী মানুষেরা টিকা, ঔষধ ইত্যাদি তৈরি করে আসছেন যুগে যুগে; এখন, উন্নত দেশে ঔষধ তৈরি হলেও, যথেষ্ট পরিমাণ পরীক্ষা করে, উহা মানুষের উপর কোন খারাপ প্রতিক্রিয়া না করলে, সেটা ব্যবহারের অনুমতি পা্য, ইহা ধৈর্যের ব্যাপার; আবিস্কারের জন্য মানুষের অপেক্ষাও ধৈর্যের ব্যাপর।

দু:খের বিষয়, বাংলাদেশের মানুষ কোন "আবিস্কারের" জন্য "ধৈর্য" ধরে অপেক্ষা করছেন না; তাদের ধৈর্য কিসের অপরক্ষায়?

আবিস্কার ও অপেক্ষা, এর মাঝে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো স্বপ্নাদেশ, শকুনজ্ঞের ভবিষ্যদ্বাণীর জন্য।

ইত্যাবসরে আমরা জেনেছি বাবার তাবিজ, পীরের পানিপড়া, গুরুর অগ্নিমন্ত্র, বিশপের আশীর্বাদ করনার কিচ্ছু হচ্ছে না। সংক্রমণে সংক্রমিত হয়ে বহুজন পরপারে চলে গিয়েছেন।

৭| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: করোণা মানুষের সাথে পারবে না।
মানুষের জয় হবেই।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি ঠিক বলেছেন। নিরাপদ দূরত্ব শুধু মানুষই বজায় রাখতে পারে।

৮| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে কোন সন্দেহ নেই।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ কবি সাহেব।

৯| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৪

সিগনেচার নসিব বলেছেন: সংকটপূর্ণ সময়ে ধৈর্য সহকারে বিশেষ ভূমিকা পালন করার বিকল্প নেই। কোন কিছুই স্থায়ী নয়

২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ধৈর্যের সাথে সতর্কতা অবলম্বন করতে হবে।

১০| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:০৬

সুপারডুপার বলেছেন: মানুষ তার কৃতকর্মের ফল পাবে। একজনের ভালো কর্মের জন্য যেমন কোটি মানুষ সুবিধা ভোগ করতে পারে, একজনের খারাপ কর্মের জন্য তেমন কোটি মানুষ অসুবিধা ভোগ করতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। করোনাভাইরাসকে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগারে তৈরি করা হয়েছে বলেই ধারণা করা হয়। কন্ট্রোল করতে পারে নি বলে ছড়িয়ে পড়েছে ও দূর্ঘটনা ঘটিয়ে চলছে । অদৃশ্য তেজস্ক্রিয়তাও নিয়ন্ত্রণ করতে না পারলে, একই রকম দূর্ঘটনা ঘটবে।

বিশ্বের মোড়লরা পর্দার আড়ালের ঘটনা জানে বলেই, প্রতিষেধক আবিষ্কারের চেয়ে নিয়ন্ত্রণের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মন্তব্য পড়ে বুঝলাম আরো বড় বিপদ ধেয়ে আসছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.