নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রভাবপ্রতিপত্তি আজীবন থাকে না। প্রতারকরাও প্রতিরিত হয়। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতাসীনের কী হবে? কবর অথবা শ্মশানে প্রতিদিন মৃতসৎকার হয়। ©_Mohammed Abdulhaque [www.mohammedabdulhaque.com]

মোহাম্মাদ আব্দুলহাক

অন্তত একবার সত্যকে তার সম্বন্ধে কিছু বলতে দাও। আমরা কে কী, অন্যরা তা জানতে এবং দেখতে পারবে।

মোহাম্মাদ আব্দুলহাক › বিস্তারিত পোস্টঃ

\'বিকল্পাত্মক চিন্তা\'

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫০



#innocent_killing #deforestation #whale_killing_festival

'বিকল্পাত্মক চিন্তা'

ভারপ্রাপ্ত উচ্চপদস্থের তুচ্ছতাচ্ছিল্য এবং প্রকৃতির প্রাতিকূল্যে নগন্য জীবাণু জীবননাশক হয়েছে। আজাব গজব বলে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে কেউ নিস্তার পাব না। ধর্মগুরু, বকধার্মিক, ধর্মাত্মা এবং ধর্মান্ধরা এখন নাজেহাল, সাধুসন্তরাও সমাক্রান্ত হওয়ার দরুন সাধু সাবধান সংলাপ চিঁড়েচ্যাপটা হয়েছে।

হাবভাবে প্রভাব, প্রাকৃতিক প্রতিভায় প্রতিপত্তিশালী হতে চাই, কিন্তু প্রকৃতির সেবা করতে চাই না।

প্রাকৃতিক সৌন্দর্য সকলে প্রছন্দ করি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমরা চাই না।

মাত্রাধিক প্রাণনাশে (মানুষ এবং পশুর অভিশাপে) বাতাস হয়েছে বিষাক্ত, নিষ্পাপের রক্তে পানি হয়েছে দূষিত।

অরণ্যবিনাশে (deforestation) পরিবেশ হয়েছে বিপর্যস্ত।

সর্বসাকুল্যের অসাংবিধানিক কার্যকলাপে প্রকৃতি হয়েছে প্রতিকূলতাপূর্ণ।

সত্বর মৃত্যুর জন্য কেউ প্রস্তুত নই এবং অত্বর মৃত্যুর জন্য ব্যতিব্যস্ত হতে চাই না, বিধায় নিঃসঙ্গ হওয়ার জন্য অপারগ এবং বাধ্য হয়ে নিঃসঙ্গতাকে সাথি করতে হবে।

আত্মিকসাধনায় প্রাকৃতির সাথে সম্পর্কস্থাপনের জন্য কমপক্ষে চোদ্দদিন সময় আমরা পেয়েছি।

সংযোগসাধনের জন্য প্রকৃতির ভাষা আমাদেরকে শিখতে হবে।

যোগশাস্ত্রোক্ত প্রণালী অনুসারে বীরাসনে বসে প্রাণারামের জন্য প্রাণায়ামকালে দীর্ঘশ্বাস টানার সময় বিষাক্ত বাতাস নিশ্বাসের সাথে ফুস-ফুসে প্রবেশ করলে কী হবে?

এখন সময় হয়েছে, প্রকৃতিবিজ্ঞানীদের সাথে পরামর্শ করে সর্বকার্যকুশলে প্রাকৃতির সাথে পরিস্থিতির সামঞ্জস্যসাধনে পৃথিবীকে সকলের জন্য বাসোপযোগী করতে হবে, নইলে হাঁসফাঁসে সকলের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হবে।

বাইরে করনা আছে, মোটামাথার মত বেরোলে ফুস-ফুস নষ্ট করবে।

Copyright © by Mohammed abdulhaque

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: করোনা শংকায় বাংলাদেশ ছাড়ছেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা।
কেন? আমেরিকা থেকে কি আমাদের করোনা পরিস্থিতি খারাপ? মানে কি?

৩০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উনারা অনিরাপত্তায় ভোগছেন।

২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.