নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নামে নয় কর্মে পীড়/ সুফি

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

গর্ত যখন জলের অভ্যন্তরে ডুবন্ত থাকে তখন তাতে মাছ থাকে!
গর্ত যখন স্থলে দৃষ্টিমেয় হয় তখন তাতে সাপ, ইঁদুর থাকে!
গর্ত যখন বৃক্ষ ডালে ক্ষুদিত থাকে তখন তাতে বিহঙ্গ আবাস পাতে!
বিশেষ্য এক হলেও ভিন্ন বিশেষণে তিনটি বস্তুর রুপ পরিবর্তীত। কার্যক্ষেত্র যাইহোক না কেন, তার ব্যবহার ই মূল প্রতিপাদ্য বিষয়।
সুতরাং
মসজিদে শিরক বিদয়াতে পরিপূর্ণ থাকলে তার নাম “মসজিদ” হলেও বিশেষণে তা শয়তানের আবাস স্থলে পরিপূর্ণ হয়!
এই যেমন আল্লাহর ঘর “মসজিদুল হারাম” এ ও এক সময় ৩৬০ টি মূর্তি ছিল যা আদৌ গ্রহণসম্যতায় ছিলনা।
সুতরাং বিশেষ্য এক হলেও তার বিশেষণ কিংবা ক্রিয়াপদ ভিন্ন হতে পারে।

তাই ওহে মুসলিম ভাই-বোন,
হুজুর বিশেষ্য নিলেই কেউ কামেল হয়ে যায় না!
নিজেই নিজেকে পীড়/সুফি ঢোল পিটাইলে আল্লাহ ভীরু হয়ে যায় না!
খানকা শরীফ স্থাপন, ওরশের আয়োজনে কামেলত্ব অর্জিত হয় না।
মুরীদ ত শয়তানের ও আছে, তাই বাইয়াত নিলেই সারগিদ হওয়া যায় না।
সুতরাং
বিশেষ্য কিংবা নামে নয়,
আমল ও কর্ম সম্পাদনেই প্রকৃত পরিচয়।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

ওসেল মাহমুদ বলেছেন: একমত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.