নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মানব আচরণে দর্শন

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১১

মন খারাপ হয় না,
বরং তার উপড় মন্দ প্রভাব চাপিয়ে দেয়া হয়।

জন্ম থেকে কেউ প্রভুত্ব অর্জন করে না,
বরং সময়নুপযোগী যুক্তি, দর্শন এবং তার সঠিক ব্যবহার ই সাফল্যের প্রতিফলন ঘটায়।

ইসলাম বহির্ভূত রাজনীতির বাজারে,
রাজ করতে গেলে প্রথমে মস্তক অবনত হয়! পরবর্তী সময়ের পালাবদলে হয়ত মস্তক সম্মুখে তাকাতে পারে কিন্ত তখন অনেক দেরী হয়ে যায়, রাজ করা আর হয়না কারণ একটাই, প্রজার অভাব।

পুটি মাছের প্রাণে ক্ষুদ্রতা নেই
কারণ
জিবনের মূল্য সমানে সমান।
সাধারণ দৃষ্টিতে আলবার্ট আইনস্টাইনের জিবন অন্যসব সাধারণের চেয়ে বেশী, কিন্ত নিজস্ব গন্ডি থেকে তার জিবনের মূল্যও সমানে সমান।

অভিজ্ঞতার দর্শন
ছোট-বড় সবার কাছ থেকেই সম-পর্যায়ভুক্ত,
যদিও স্বাভাবিক ভাবে বায়ো-বৃদ্ধদের কাছ থেকেই অভিজ্ঞতার পাকা-পোক্ততা বাঞ্চনীয় কিন্তু চঞ্চলা শিশু-কিশোরদের আচরণবোধের দর্শন পরিপূর্ণ নদীর জোয়ারের মতই তরঙ্গিত।

এই যেমন, সে দিন ছবি তোলার পর বুঝলাম আমাদের সঙ্গে ৪ জন বুড়িও ক্যপচারে বন্দী
হয়েছিল।

জিবনের পরিসর বৃদ্ধিকল্পে
ক্ষুদ্র ক্ষুদ্র মানব আচরণে নিজেকে বিলিয়ে দেয়ার মানেই হল সুস্থ পরিমন্ডলের মানবীয় দর্শনচর্চা।

আমি একজন অর্থনীতির ছাত্র!
দর্শন সম্পর্কে তেমন কিছু পড়ি নি, যুক্তি বিদ্যাও তেমন পাঠস্ত করিনি কিন্ত এই দর্শন ও যুক্তিই আমাকে মুক্তি দেয়!
তাই আমি শিশুদের হাসি, বৃদ্ধদের অভিজ্ঞতা মূখর গল্প চাষি!

ভূল হলে, যেজন দেখায় পথ তারে ভালোবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.