নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সংস্কার কি?

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

সংস্কার:
পুর্বে যা ছিল তার নব্য প্রয়োগিক বাস্তব সম্মত পরিমার্জন ই সংস্কার।
ইহা দু' প্রকার। যথাঃ
১. কু-সংস্কার: যে সকল সংস্কার প্রয়োগিকভাবে মনগড়া সমাধান ত দিয়ে দেয় কিন্ত তার কোন যথাপযুক্ত দর্শন থাকে না, তাকে কু-সংস্কার বলে।
এই যেমন- চোখ লাফানো বিপদের লক্ষন! (কু-সংস্কার)


২.সু-সংস্কার : যে সকল সংস্কার মানুষ অনুসরণ করুক কিংবা না করুক তাতে প্রয়োগিকভাবে একটি যুক্তি এবং সু-গঠিত দর্শনের চাদর থাকে, তাকে সু-সংস্কার বলে।
এই যেমন- চোখের সাথে সাধ নেই, মানুষের ক্রিয়া-কর্মের প্রতিবিম্ব স্বরুপ বিপদের ঘন-ঘাট লক্ষনীয়। (সু-সংস্কার)

সু-শীল এবং বিজ্ঞজনদের গ্রহণীয় সংস্কার হল “সু-সংস্কার”।

আমি মুসলীম,
আপনি হতে পারেন হিন্দু কিংবা বৈদ্ধ, খৃষ্টান ।
ধর্ম অনুসরণ করা আপনার নিজস্ব অধিকারে রয়েছে কিন্ত বিবেকের বিরুদ্ধাচারন প্রকৃত শিক্ষায় নাই।
বর্তমান কু-সংস্কারের দোহায় দিয়ে একদল ধর্মের বিপরীতে হাঁটছে,
অন্য কোন দল, লোক-বলের জোড়ে নিজস্ব রাজ কায়েম করছে।
কিন্ত কেন ?
বাপ-দাদার কু-সংস্কারে যদি আপনি মুর্খ থেকে যান তবে সেখানে দায়ী কে ?
স্রষ্টা বিবেক দিয়েছেন বলে, কৃতকর্মে আপনি নিজেই।
সুতরাং সু-সংস্কারের পথে আসুন!
কুরআনের আইন এমন ই এক সংস্কার যেখানে প্রতিটি স্তরের প্রতিটি মানুষ পায় ইনসাফ।

রাত-দিনের তারতম্য স্রষ্টা ছাড়া উত্তম আর কে বলতে পারে ?
*জাহান্নামের ভয় থাকলে পৌরুষ হৃদয়ে ধর্ষকদের জন্ম হয় না!
* পর্দা এবং আদর্শ শিক্ষা ইসলামের ছায়াতলে পুরুষ কিংবা নারী অসম্মানিত হয় না।
* ইসলামের সংবিধান বাস্তবায়িত হলে তনুরা হয় স্বাধীন! কারন ইসলামের ছায়াতলে স্বামী এবং পিতা ছাড়া সমস্ত পৌরুষদের বনে যেতে হয় তনুদের ভাই।

অপরদিকে কু-সংস্কারের পাল্লায়-
*নারী উলঙ্গ হয়, পোষাকের ওজনে তার শরীরে সৃষ্টি হয় জ্বলন!
*ছিনেমার গানে পৌরুষের কোণায় গা ঘেঁসিয়ে মিষ্টি বচনের উন্মাদনায় সৃষ্টি করে আসন।
*পুরুষ নিজেদের শ্রেয় ভাবতে শুরু করে।
* অবাধ যৌন-লীলায় নারী-পুরুষের জীবনযাত্রায় প্রস্ফুটিত হয় পশুত্বের যাযাবর বিশৃঙ্খলতা ।


মনুষ্য বিবেক চাই সংস্কার কিন্ত তা কেমন হওয়া উচিত ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮

মুচি বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.