নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বৈষ্ণব পদাবলীগুলো সত্যি অন্যরকম

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে।
পরাণ পীরিতি লাগি থির নাহি বান্ধে।।
----- বৈষ্ঞব কবিতার অন্যতম মহাকবি জ্ঞানদাসের কবিতাটি পড়ে সত্যি হতভম্ভ হতে হয়।
তিনি বলছেন-
তোমার রূপ দেখার জন্য চোখ আমার আকুল
তোমার প্রতিটি অঙ্গের জন্য আমার অঙ্গ ব্যকুল
মনের পরশের জন্য মন কাঁদে
হৃদয়ের প্রেমের জন্য দেড়ি আর সয়না।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বেনামি মানুষ বলেছেন: জ্ঞানদাসের এটা ও ব্যাখ্যা করুন:
সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু অনলে পুড়িয়া গেল
অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।

ভালো লাগলো আপনার ব্যাখ্যা।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুখের জন্য এই ঘর বান্ধিলাম, যা আগুনে পুড়িয়া গেল
অতি মধুর সাগরে গোসল করতে গিয়ে হায়, সব বিষ হয়ে গেল।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ষোল শতকের পদাবলী সাহিত্যের অন্যতম সেরা কবি জ্ঞানদাস মঙ্গল ঠাকুর বা মদনমঙ্গলা নামেও পরিচিত ছিলেন । সিউড়ী ও কাটোয়ার অন্তর্বর্তী কাঁদরা নামক গ্রামে ১৫৬০ সনে মঙ্গলাখ্য বিপ্রবংশে তাঁর জন্ম । তাঁর জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা জায় না তবে সেকালের বটপত্রে জ্ঞানদাস সম্পর্কে সামান্য কিছু তথ্য আছে বলে সুকুমার সেন উল্লেখ করেছেন । জ্ঞানদাস একজন উৎকৃষ্ট পদাকার ছিলেন তাঁর রচিত স্মরনীয় পদাবলির মধ্যে একটি আপনার পোষ্টে যথা রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর অপর একটি উপরের এই মন্তব্যের ঘরে যথা সুখের লাগিয়ে এ ঘর বান্ধিলুঁ তুলে ধরা ধরা হয়েছে দেখতে পাওয়া যায় । পদাবলীর গুণ ও মান বৃদ্ধিতে জ্ঞানদাস সহ আরো কতেক বিশিষ্ট বৈষ্ণব কবি যথা চন্ডীদাস বা বিদ্যাপতির অবদানের কারণে ষোল শতককে পদাবলীর স্বর্ণযুগ বলা হয়ে থাকে ।

ধন্যবাদ সুন্দর এই বিষয়টি নিয়ে একটি পোষ্ট দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: অাপনার মতামতে আমার লেখায় প্রাণ যুক্ত হল। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যাদি সংযুক্ত করার জন্য।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ, গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপনের জন্য।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: এটা কি গান?? না কবিতা?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: এগুলো পদাবলি, যার বাংলা প্রতিশব্দ গীতিকবিতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.