নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যের পথে, সংস্কৃতির রথে

কবি আব্দুল্লাহ আল মাহমুদ

কবিতা এবং সাহিত্যের ছাত্র

কবি আব্দুল্লাহ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দ্য রেইপ অব লুক্রিস/ লিউকিরিস- উইলিয়াম শেক্সপিয়ার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

পতিব্রতা নারী লিউকিরিস (Lucrece) এর স্বামী ছিল কলেটাইন (Collatine)। যিনি তার সুন্দরী স্ত্রীর প্রশংসা করেছিলেন রোমান সেনাদের জেনারেল এবং রোমান রাজার পুত্র টেরিকুইন (Tarquin) এর নিকট।
অতঃপর পরের দিন টেরিকুইন তার কিছু সৈন্য নিয়ে লিউকিরিসের নিকট গমন করে তার পরিচয় দেয় এবং তার স্বামী কলেটাইনের যুদ্ধ ক্ষেত্রের বিরত্বমূলক কর্মকান্ডের বর্ণনা দিয়ে তার বিশ্বাস অর্জন করে।
ধীরে ধীরে টেরিকুইন তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তার (লিউকিরিস) সাথে শারিরীক সম্পর্ক স্থাপনের বাসনা পোষণ করে আবার পরক্ষণেই চিন্তা করে তাকে বিয়ে করবে কিন্তু সমগ্র রোমানিদের মাঝে সুন্দরি হলেও ত সে বিবাহিত।
সকল চিন্তার শেষে, বিশ্বাসের মাত্রা বাড়িয়ে টেরিকুইন সেদিন কলেটাইনের ঘরে থেকে যায়। সবায় যখন ঘুমের ঘোরে সম্পূর্ণ ডুবে আছে তখন লিউকিরিস তার স্বামীর জন্য অপেক্ষার চিন্তায় অন্যমনস্ক হয়ে থাকে। এমন সময় কলেটাইনও জেগে রয়েছে তার উগ্র বাসনা বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আবার সে ভাবছে তার সম্মান এবং সততা নিয়ে।
একটি সময় সে সব চিন্তা পিছনে ফেলে লিউকিরিসের নিকট যায় এবং তার মুখ চেপে ধরে, এতে লিউকিরিস ভয় পেয়ে যায়।
অতঃপর টেরিকুইন তাকে তার বাসনা জানালে লিউকিরিস তীব্রভাবে তার প্রতিবাদ করে। ফলস্বরুপ হত্যা করে তার কলঙ্ক ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে জোড় পূর্বক টেরিকুইন লিউকিরিসকে ধর্ষণ করে।
-
ধর্ষণ শেষে টেরিকুইন তার ভূল বুঝতে পারে এবং অনুতপ্ত ও লজ্জায় পালিয়ে যায়।
অপরদিকে লিউকিরিস আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, পরক্ষণেই ভাবে স্বামীকে জানানোর পরই সে আত্মহত্যা করবে। অতঃপর স্বামীকে পত্রযোগে খবর পাঠিয়ে ডেকে এনে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে কিন্তু ধর্ষকের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করে।
-
কলেটােইন যখন তাকে শক্তভাবে আবদার করে তখনও সে ধর্ষকের নাম গোপন রাখে। অতঃপর কলেটাইন তার সকল সেনা সঙ্গিদের একত্রিত করে প্রতিশোধ নেয়ার প্রত্যয় গ্রহণ করলে লিউকিরিস ধর্ষকের নাম প্রকাশ করে এবং ছুড়ি দিয়ে আত্মহত্যা করে।
-
লিউকিরিসের মৃত্যুতে কলেটাইন একেবারে ভেঙ্গে পড়ে এবং সেও
আত্মহত্যা করতে চায়। কিন্তু তার বন্ধুরা তাকে বাধা দেয় এবং বদলা নেয়ার জন্য তাকে অনুপ্রাণিত করে।
অতঃপর কলেটাইন ও তার বন্ধুরা লিউকিরিসের মৃত দেহ নিয়ে রোমের অলিতে-গলিতে বিচারের দাবিতে আন্দোলন করলে, লোকজন তাদের সঙ্গে যুক্ত হয়ে টেরিকুইন ও তার পরিবারকে রোম থেকে তাড়িয়ে দেয়।
-----------------
------------------The Rape of Lucrece (1594) is a narrative poem by William Shakespeare


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

মাহমুদুর রহমান বলেছেন: এখানেই কি শেষ নাকি চলবে?

২| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মর্মান্তিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.