নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(টালিগঞ্জের বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ)
ভারতের বাংলা চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মারা গেছেন প্রখ্যাত এই চলচ্চিত্রকার। বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৭টায় কলকাতায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তার মৃত্যুর খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম।
জীবনে ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেন ঋতুপর্ণ ঘোষ, যার ১২টিই বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। ঋতুপর্ণ ঘোষের পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হীরের আংটি, অন্তরমহল, আবহমান, রেইনকোট, উনিশে এপ্রিল, নৌকাডুবি, চিত্রাঙ্গদা প্রভৃতি। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে তার। ‘আবহমান‘ চলচ্চিত্রের জন্য সর্বশেষ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন চোখের বালি, নৌকাডুবির মতো আলোচিত বেশি কয়েকটি চলচ্চিত্রের এই নির্মাতা। তার মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
কোবিদ বলেছেন: ক্ষনিকের মানব জীবনে সবচেয়ে সত্যি আর সবচেয়ে চিরন্তন কথা
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে" অথচ সবচেয়ে সত্যি
এই কথাটিকে আমরা বিস্মৃত হয় পলে পলে। চিত্র পরিচালকের মৃত্যুতে
আমরা শোকাহত।
২| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫১
খেয়া ঘাট বলেছেন: Wht!!!!!!!!!
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪
কোবিদ বলেছেন:
Yes it is!
৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
ৈজয় বলেছেন: তার চোখের বালি ছবিটি, চোখে লেগে আছে।
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫
কোবিদ বলেছেন: শুধু চোখের বালি নয়
তার প্রতিটি ছবিই মনে রাখার মাতো।
আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত
৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
চলচিত্র নির্মান কে শিল্পের পর্যায় যারা নিয়ে যায় তাদের একজন খসে পরলো -
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১১
কোবিদ বলেছেন:
রূপালী আকাশের উজ্জল নক্ষত্রের পতন,
চলচ্চিত্র শিল্পের জন্য অপূরনীয় ক্ষতি।
৫| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪
ইউরো-বাংলা বলেছেন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শোকবার্তা চাই।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭
কোবিদ বলেছেন:
সহমত
৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এজন্য আমাদের রাস্ট্রীয় ছুটি ঘোষনা করা হোক।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
কোবিদ বলেছেন:
একটু বাড়াবাড়ি হয়ে যাবে মনে হয়!!
৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: একজন গুণী ব্যক্তির অকাল প্রয়াণ হলো ।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯
কোবিদ বলেছেন:
চলচ্চিত্র শিল্পের জন্য অপূরনীয় ক্ষতি।
৮| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪
ক্ষুধিত পাষাণ বলেছেন: খবটা শুনে খুব দুঃখ পাইলাম।মনে হচ্ছে কোবিদের আব্বা মারা গিয়েছে
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
কোবিদ বলেছেন: আপনাদের মতো মহৎজনদের মৃত্যু হলে আবার ও শোক প্রকাশ করবো।
৯| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৩
ধুমধাম বলেছেন: ক্ষুধিত পাষাণ বলেছেন: খবটা শুনে খুব দুঃখ পাইলাম।মনে হচ্ছে কোবিদের আব্বা মারা গিয়েছে
মানে কি? মসকরা না করলে হয় না?
৩০ শে মে, ২০১৩ দুপুর ১:০৭
কোবিদ বলেছেন:
কোন সমস্যা নাই, মস্তিস্ক বিকৃত লোকের কাছ
থেকে এর চেয়ে বেশী কিছু আশাকরা বাতুলতা।
১০| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৭
ডি মুন বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষ কেন যে আসে এই ধরায়,,,আবার কেন যে চলে যায়,,,,,,,,!!!
চলচিত্রের জন্য এক অশনি সংকেত,,,,,,,,,,,,,,,,,,,,,,
আসলেই
১১| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
দূরে থাকা মেঘ বলেছেন: আমার বাবার বড়ো পছন্দের মানুষ তিঁনি।
আমার ও ভালো লাগে। বাবা এখন ও জানেন না। কেমনে যে জানাই।
১২| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: রেস্ট ইন পিস ঋতুপর্ণ
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষ কেন যে আসে এই ধরায়,,,আবার কেন যে চলে যায়,,,,,,,,!!!
চলচিত্রের জন্য এক অশনি সংকেত,,,,,,,,,,,,,,,,,,,,,,