নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক, লোক সাহিত্যের গবেষক ও সংগ্রাহক কবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪১



চল্লিশ ও পঞ্চাশের দশকের অন্যতম কবি রওশন ইজদানী। বর্তমানে আমাদের সাহিত্য পরিমন্ডলে রওশন ইজদানী এখন প্রায় বিস্মৃত একটি নাম। অথচ তিনি কেবল বহুমাত্রিক কবিই ছিলেননা, তিনি জসীম উদ্‌দীনের অনুসরনে সে সময়ে পূর্ব বাংলার লোক সংস্কৃতি অবলম্বনে নতুন শিল্প-সৃষ্ঠির স্বপ্নও দেখেছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই কবি সাহিত্যের সকল শাখায়ই বিচরনণ করেছেন। রওশন ইজদানী সৃজনে ও মননে এদেশের লোক-সাহিত্যের সম্পদ সম্পর্কে যে প্রীতি ও মমতার পরিচয় দিয়েছেন তা অবিস্মরনীয়। বিস্মৃত প্রায় এই কবির আজ মৃত্যুদিন। ১৯৬৭ সালের ২০ জুন তিনি এই মহান কবি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে আজ শ্রদ্ধার সাথে তাঁকে স্মরন করছি।



প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক, লোকসাহিত্যের গবেষক ও সংগ্রাহক রওশন ইজদানী ১৯১৭ ইং সাল, বাংলা ১৩২৪ সালের ১৫ ফাল্গুন ময়মনসিংহ জেলার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম শেখ আলী কবির। পিতা শেখ আলী কবিরের পেশা ছিলো কবিরাজি চিকিৎসা। ১০ বছর বয়সে পিতার মৃত্যু হলে স্থানীয় ওল্ড স্কিম মাদ্রাসায় রওশন ইজদানীর বিদ্যাশিক্ষার হাতে খড়ি। পরে আশুজিয়া হাইস্কুলে ভর্তি হন রওশন ইজদানী। এ স্কুলে দশম শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করেন তিনি। ১৮ বছর বয়সে মাতৃ বিয়োগ হওয়ার কারণে তাঁর পড়া লেখাপড়ায় ছেদ পড়ে। মাতৃবিয়োগের পর উদাসীন হয়ে বাউলদের প্রতি ঝুঁকে পড়েন ইজদানী এব

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:০১

ইলেভেন্থ আওয়ার বলেছেন: +++ এবং প্রিয়তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.