![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর একমাত্র জাতি আমরা, যে মাতৃভাষা দিবসের জন্য জীবন দিয়েছি। জীবন কি আমরা ইংরেজি ২১শের জন্য দিয়েছিলাম? আমার মাথায় কাজ করে না এই বিষয় । যেখানে আমাদের সপ্তাহের ৭ দিনের বাংলা নাম আছে। বারোটা মাসের বাংলা নাম আছে, বাংলা সুন্দর একটি পঞ্জিকা আছে, সেখানে ২১ শে ফেব্রুয়ারিতে কেন মাতৃভাষা দিবস পালন হবে? ২৫ ডিসেম্বর বড় দিন কিংবা ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস কি অন্য জাতির দিন পঞ্জিকা দেখে নির্ধারিত হয়? ঐ দিন যে জাতির যে দিন পরে, সেই দিনেই পালিত হয়। তাই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হওয়া উচিত ৮ ফাল্গুন সেটা যে জাতির যে তারিখে পড়ুক না কেন। কোন যুক্তি থাকলে আমাকে দেখান যে, এই যুক্তিতে ২১ শে ফেব্রুয়ারিতে মাতৃভাষাদিবস পালিত হবে। সে দিন তো ২১শে ফেব্রুয়ারি ছাড়া আরবি,ফার্সি, উর্দুসহ অনেক পঞ্জিকার দিন তারিখ ছিল, আমরা কি তাদের দিন তারিখ পালন করি? তাহলে ২১শে ফেব্রুয়ারিতে মাতৃভাষাদিবস পালন করতে হবে?
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ২১শে ফেব্রুয়ারি আর ৮ই ফাল্গুন অনেক পুরনো বিতর্ক। একটা কঠিন সত্য হলো, আমাদের ভাষাসৈনিকেরা কর্মসূচি ঘোষণা করেছিলেন ২১ফে ফেব্রুয়ারি হিসাবেই।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভাষার জন্য শুধু আমরাই আন্দোলন করিনি। ওপরের লিঙ্কটা দয়া করে দেখবেন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬
চোরাবালি- বলেছেন: ঘটনা কিছুই না সবই শাসকের পুঁজি
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮
গেম চেঞ্জার বলেছেন: ২১শে ফেব্রুয়ারি হলে অসুবিধে কী?
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
"আমার মাথায় কাজ করে না এই বিষয় । "
-মাথা কাজ না করলে কোন কিছুই পরিস্কার হবে না
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১
ধানক্ষেতের ইঁদুর বলেছেন: জানি না। তবে জহিরের "আরেক ফাল্গুন" পড়তাছি। উদ্বোধন হিসেবে ৬ পৃষ্ঠা পড়ছি। বাকিটা রাতে।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
জোয়ান অব আর্ক বলেছেন: বাংলা সন বলে আলাদা কিছু নেই। ১৪ই এপ্রিল আমরা যে নববর্ষ পালন করি, তার সাথে বাঙালি সংস্কৃতির দূরটম কোন সম্পর্কও নেই। হিজরি বছর অনুযায়ী খাজনা আদায় করতে অসুবিধা হওয়ায় সম্রাট আকবর ফসলী সন চালু করেছিলেন - আর বাংলা মাসগুলোর কোনটাই বাংলা শব্দ নয়। উত্তর ভারতের জ্যোতির্বিদদের দেওয়া বিভিন্ন নক্ষত্রের নাম অনুযায়ী বাংলা মাসগুলোর নামকরণ হয়েছে।
এবার আপনার প্রশ্নের জবাবে আসি। ৮ই ফাল্গুন বাংলাদেশের হিসেব অনুযায়ী ২০ ফেব্রুয়ারিতে পড়ে যায়। এজন্য ভাষা দিবস হিসেবে ৮ই ফাল্গুনকে বিবেচনায় আনা হয়নি।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
গেম চেঞ্জার বলেছেন: পৃথিবীর একমাত্র জাতি আমরা, যে মাতৃভাষা দিবসের জন্য জীবন দিয়েছি। জীবন কি আমরা ইংরেজি ২১শের জন্য দিয়েছিলাম? আমার মাথায় কাজ করে না এই বিষয় । যেখানে আমাদের সপ্তাহের ৭ দিনের বাংলা নাম আছে। বারোটা মাসের বাংলা নাম আছে,
ইংরেজি ২১?
ভাষা নিয়ে আপনার ভাল জ্ঞান আছে দেখছি বৈকি! যতদুর জানি এটা খ্রিষ্টীয় সাল বলা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার বললে যেটা ঠিক বলা হবে। যদিও এটা খ্রিষ্ট ধর্মের সাথে জড়িত কিন্তু এখন তো সারা বিশ্ব এটাই অনুসরণ করছে।
সপ্তাহ/মাসের নাম তো বাংলাদেশের কারো দেওয়া না! এগুলো তো ভারতের অন্যান্য জৌতিষীদের দেওয়া!
আসলে সমস্যা হচ্ছে সংকীর্ণমনতায়! আপনারা জ্ঞানকে আপন করে নিতে পারেন না। এটা আমার ওটা ওদের হিসেব করে বিভ্রান্তিতে পড়েন। এইসবের পেছনে না দৌড়িয়ে মুক্তভাবে মনোনিবেশ করেই দেখেন, জ্ঞানের দরজা খুলে যাবে।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
বাকরখানি বলেছেন: গেমু ভাই@, এই হেলাল মাম্মায় কখনও কমেন্টের রিপ্লাই দেয় না। হেলালমাম্মার যখন খুব বেগ চাপে, ব্লগে আইস্যা একবার লাদিত্যাগ কৈড়া কয়েকদিনের জন্য গায়েব হয়া যান। আপনের প্রশ্নের উত্তর দেওনের হেডেম নাই হেলালমাম্মার।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৪
কালীদাস বলেছেন: যেই লোক প্যারাগুয়েতে থাকে সে বাংলা মাস বুঝবে? সারা দুনিয়ায় চালু হওয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে এরকম অর্থোডক্স লোকাল ক্যালেন্ডারে কনভার্ট করলে দিবসটা যে সার্বজনীন থেকে কান্ট্রি-স্পেসিফিক হয়ে যাবে সেটা বুঝছেন না কেন?
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link