![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।
অবশেষে সত্যর জয় হলো । প্রিয় সকল "সামু"র ব্লগার বন্ধুরা গত ২৫ তারিখে আমার নিজের লিখা "বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে খুলনার অবদান" শীর্ষক(Click This Link) লিখাটি খুব দ্রুত ব্লগার বন্ধুদের মধ্যে প্রশংসিত হয়। কিন্তু লিখাটি পোস্ট করার ১০ মিনিটের মাথায় আশিকুর রহমান জিতু "নীরব যোদ্ধা" নামক এক ব্লগার আমাকে না জানিয়ে এবং কোন অনুমতি না নিয়ে সম্পূর্ণ লিখাটি কপি পেস্ট করে তার নিজের ব্লগে তার নামে পুনরায় প্রকাশ করে। যা নিয়ে আমি ও আমার ব্লগার বন্ধুরা ক্রমাগত প্রতিবাদ করতে থাকি। সেই লিখাটি নিয়ে আমি ও আরও অন্যান্য বন্ধুরে 'সামু' কে রিপোর্ট করতে থাকে। শেষ পর্যন্ত আজ সেই লিখাটি "নীরব যোদ্ধা" র ব্লগ থেকে সরিয়ে/ মুছে ফেলা হয়েছে। এ জন্য আমি 'সামু'র মোডারেটর ও আমার পাশে দাঁড়ানো সকল ব্লগার বন্ধুদের কাছে কৃতজ্ঞ ও তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে প্রমানিত হলো যে আমরা সবাই যদি সত্যর পাশে দাঁড়াই তাহলে একদিন তার জয় হবেই। অপরাধী সে যত বড়ই হোক না কেন তাকে সে একদিন মাথা নত করবেই। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য 'সামু" র মোডারেটর কে সতর্ক থাকতে অনুরোধ করছি এবং আমাদের সবার লিখা যেন নিরাপদ থাকে এই নিশ্চয়তা রক্ষা করার জন্য 'সামু'র মোডারেটর এর কাছে এই কামনা করছি।
ধন্যবাদ আমার সকল বন্ধুদের যারা আমার পাশে ছিলেন।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৪
কবি ও কাব্য বলেছেন: @বাদশাহ ভাই ধন্যবাদ। আমারও একই প্রশ্ন!
২| ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৯
বেঈমান আমি বলেছেন: সত্যের জয় হবেই।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩
কবি ও কাব্য বলেছেন: @বেইমান আমি ভাই ধন্যবাদ। আপনার জন্যই আমি চোরটারে ধরতে পেরেছি।
৩| ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫২
শফিউল আলম চৌধূরী বলেছেন: চুর মুক্ত বাংলা ব্লগিং চাই। আর তাতে সবার সহোযোগীতা লাগবে। আমরাই পারি এই চুরদের ঠেকাতে।
টিটি ব্লগেও দেখলাম এই কাম করার মত লোক জুটছে।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪২
কবি ও কাব্য বলেছেন: শফিউল আলম চৌধূরী বলেছেন: চুর মুক্ত বাংলা ব্লগিং চাই, @ধন্যবাদ শফি ভাই।আপনার সাথে একমত
৪| ২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫৬
আমি বর্ষণ বলেছেন: আচ্ছা ভাই, বুঝলাম তো আপনি একটা জোস লেখা দিয়েছিলেন এবং সেটা চুরি করা হয়েছিল... কিন্তু তাই বলে সেইটা নিয়ে একটু বেশী কথা বলা হয়ে গেলো না ??? বারবার বিভিন্ন জায়গায় একই লেখার লিঙ্ক দিচ্ছেন... মনে হচ্ছে আপনি লেখার বিজ্ঞাপন করছেন... ভুল বলে থাকলে মাফ করবেন...
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৭
কবি ও কাব্য বলেছেন: ফয়সাল ভিভ্ বলেছেন: আমি বর্ষণ আপনে একটা ফাউল। @বর্ষণ আপনার বুঝার ক্ষমতা দেখে আমার কথাটাই ফয়সল ভাই বলে দিয়েছেন। মনে হচ্ছে চোরটা আপনার বন্ধু ছিল!
৫| ২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৪
ফয়সাল ভিভ্ বলেছেন: আমি বর্ষণ আপনে একটা ফাউল।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৮
কবি ও কাব্য বলেছেন: @ফয়সল ভাই ধন্যবাদ। আমরা চোর মুক্ত সামু ব্লগ চাই!
৬| ২৭ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
চাটিকিয়াং রুমান বলেছেন: মডারেটরদের ধন্যবাদ এই ধরনের ব্যবস্থা নেয়ার জন্য।
২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৮
কবি ও কাব্য বলেছেন: রুমান ভাই আপনাকেও ধন্যবাদ
৭| ২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫১
আমি বর্ষণ বলেছেন: অত্যন্ত সুন্দর বলেছেন ভাইয়া, আপনার কথার বিরুদ্ধে কথা বলেছি তার মানে তো এই না যে আমি আপনার শত্রু... এই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে...
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৬
শাহ আলম বাদশাহ বলেছেন: নিজে লেখার মুরোদ নেই, অন্যের লেখা চুরি? কেন বাবা লেখাটা ভাল লেগে থাকলে লেখকের নামেই কপিপেস্ট দিতেই বা ক্ষতি কী??