নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ, জাতি, ভাষা, ধর্ম..আমাদের গর্ব

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।

কবির চৌধুরী

"হায়রে হৃদয় - তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"

কবির চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আজ "পাহাড়ের কান্না" র জন্ম দিন !:#P !:#P !:#P !:#P

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৫১



আজ "পাহাড়ের কান্না " র জন্ম দিন।।



আমার ব্লগীয় জীবনে যাদের কবিতা/ছড়া পরে সবচেয়ে মজা ;) পাই তাদের মাঝে সবার আগে নাম আসবে পাহাড়ের কান্নার নাম। ছন্দময় নির্ভেজাল আনন্দ। Witty humor এর গুরু। B-))

জিনিয়াস গাই।। ;) :#)

আর ওর পোস্টের হিট আর মন্তব্য দেখে লোকে ঈর্ষা না করে পারে না /:):((



জানেন নিশ্চয় ওর বিবাহ বিষয়ক আছে জটিল কিছূ জটিলতা ;) :P

সবচেয়ে মজা পাই ওদের কবিতা যুদ্ধ! :-* ব্লগীয় কালচারে এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে। ইতিহাস হয়ে থাকবে।:)

আমার পড়তে ভাল্লাগেনা

বলিউড নায়িকার ভীড়ে!! মোটকী ময়ূরী কি করে??X((X((X( হালকা ১৮+)

অন্য কারো পোস্টে:

আসুন গরম কফি খাই (খোঁচা সিরিজ-৩)

পাহাড়ের কান্না স্পেশাল রেসিপি

এই কবিতা যুদ্ধে সামিল থাকে,

গরম কফি, লালসালু আর আমাদের সবার প্রিয় টান্জু ওরফে টানজিমাB-)

আসলে লিংক দিতে হলে পুরা পাহাড়কে কাধে তুলে নিয়ে আসতে হবে এই পোস্টে। :|



ওর হয়তো অন্য কোন কষ্ট লুকানো আছে হৃদয়ের কোন কোনে, জানা হয়নি!



যাহোক,

জন্মদিনে কেক ছাড়া চলে, এটা হইলো? (পাকার কমন ডায়ালগ) B-)



আর এটা দেতো হাসি ;):P মার্কা,





শুভ জন্মদিন পাকা (পাহাড়ের কান্না)।।

মন্তব্য ৬১ টি রেটিং +২১/-১

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: পাকা'রে জন্মদিনের শুভেচ্ছা। হেও দেহি স্কর্পিও B-)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৮

মিরাজ is বলেছেন: শুভ জন্মদিন পাকাদা...... ভাল থাকুন নিরন্তর......

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১১:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: শূভ লেংটু দিবস পাকা ভাই। :D

৪| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০১

নতুনছেলে বলেছেন: পাকা ভাইয়ের জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা !:#P !:#P , আর কেক গুলা সেইরাম হইছে। B-)) B-))

৫| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০২

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: হেপি বাড্ডে পাকা ভাই! !:#P !:#P !:#P

৬| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৩

মাহবু১৫৪ বলেছেন: শুভ জন্মদিন

৭| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৪

আহাদিল বলেছেন: পাকা'রে জন্মদিনে শুভেচ্ছা। :#)

৮| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৬

আমি সুখ পাখি বলেছেন: জন্মদিন শুভহোক পাহাড়ের কান্নার।

আজ নামটা পাহাড়ের হাসি হলে ভাল হতো ;)

৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৭

মাসুদ চৌধুরী বলেছেন:

১০| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৮

রাইসুল সাগর বলেছেন: শুভ জন্মদিন

১১| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৩

শিমুল আহমেদ বলেছেন: হেপি বাড্ডে পাকা ভাই! !:#P !:#P

১২| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৪

পাহাড়ের কান্না বলেছেন:
হামা ভাই,
মেরাজ,
নতুন,
রক্তিম কৃষ্ণচূড়া,
মাহবু, আহাদিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

পাহাড়ের কান্না বলেছেন: আমি সুখ পাখি বার্থডে শেষ আবার তাইলে কান্না হয়া গেলাম :(

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৯

কবির চৌধুরী বলেছেন: শুভকামনা শেষ হয় নাই,
রেশটা থাকবে আজীবন। :)

১৪| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৬

পাহাড়ের কান্না বলেছেন: মাসুদ ভাই ধন্যবাদ কিন্তু বেয়াদপটায়তো উলটা কইরা ধইরা রাখছে X(

১৫| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৭

যূথিকা বলেছেন: জন্মদিন শুভ হোক!

১৬| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৯

নষ্ট ছেলে বলেছেন: পাহাড়ের কান্না পাহাড়ের হাসি হয়ে উঠুক :)

১৭| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৮

পাহাড়ের কান্না বলেছেন: কবির ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না। জন্মদিনের একেবারে শেষ মুহূর্তে এসেও এখন মনে হচ্ছে আবার নতুন করে শুরু হল।

কেক পছন্দ হইছে। তবে পোস্টে যেই হারে বাড়ায়া বলছেন লজ্জাই লাগতাছে। :#> এজন্যই মুরুব্বীরা বলে সামনা সামনি প্রশংসা করতে নাই :!>

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১১

কবির চৌধুরী বলেছেন: এক বর্ণ বাড়ায়ে বলি নাই Bro.. :#)

১৮| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩৯

ডেইফ বলেছেন: শুভ জন্মদিন পাহাড়ের কান্না।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৬

কি নাম দিব বলেছেন: শুভ হেপী বাড্ডে। !:#P !:#P

২০| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:০০

তীর জোক বলেছেন: শুভ জন্মদিন পাকা (পাহাড়ের কান্না)।।

প্রথম ফুঁক্কি মারা ফুডুডা কার? B:-)

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১২

কবির চৌধুরী বলেছেন: পাকার ই ;)

২১| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১২

সায়েম মুন বলেছেন: শুভ বিবাহ বার্ষিকী থুক্কু বিয়ার কান্না আরে ধূর ----হ্যাপী বাড্ডে পাকা ভাই B-) B-)) :D !:#P

২২| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৭

মুরাদ-ইচছামানুষ বলেছেন: পাকা ভাইজানের কবিতার একজন গুনমুগ্ধ পাঠক আমি!্তার "প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রকৃতিকেই বেচেঁ নিন" নামক নোবেল পাবার যোগ্য কবিতা টা আমার জীবনে পড়া সেরা কবিতাদের একটা। :D

উনারে জন্মদিনের শুভেচ্ছা।হ্যাপী বার্থ ডে ।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:৫৩

সাগর রহমান বলেছেন: শুভ জন্মদিন পাহাড়ের কান্না।।

২৪| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:২১

লেডি বার্ড বলেছেন:
হ্যাপী বার্থ ডে ঝর্না ভাইরে.... :P :)

পাহাড়ের কান্নার জন্মদিনে পাহাড়ে চিপায় কার ফটো ঐটা ভাই ?

০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯

কবির চৌধুরী বলেছেন: পাহাড়ের কান্নার ;)

২৫| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:১২

বাবুনি সুপ্তি বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া :)

২৬| ০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৯

আজাদ আল্-আমীন বলেছেন: আজ থেকে শুরু হোকা পাহাড়ের কান্নার হাঁসি। শুভ জন্মদিন পাকা।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৫

টানজিমা বলেছেন: ভাই, ওই ফডুকটার সারমর্ম কি তা তো কইলেন না....... :|| .

কি চুরি কর্তে গিয়া তার এই বেহাল দশা??... B:-)

২৮| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৪

পাহাড়ের কান্না বলেছেন: সকলকে অশেষ ধন্যবাদ।

২৯| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

পাহাড়ের কান্না বলেছেন: টানজিমা যুদ্ধের প্রশিক্ষন নিতাছি তোর মত ইভটিজারের বিরুদ্ধে যুদ্ধে নামমু।

৩০| ০৫ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: পাকা কত বার হেপি বাড্ডে কইতে হবে :-/

৩১| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩

বাংলাদেশী পোলা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা পাকা ভাই

৩২| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪১

ফাহাদ চৌধুরী বলেছেন:


পাকা ভাইডি লেট হইয়া গেলু!!


বছরডা খুব শান্তিতে কাটুক এই আশায় !:#P !:#P !:#P

৩৩| ০৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: শুভ জন্মদিন

৩৪| ০৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭

টানজিমা বলেছেন: যুদ্ধের প্রশিক্ষন নিতাছত নাকি পুলিশ দেখলে কেমনে পলাইবি সেই প্রশিক্ষন নিতাছত???.......... X( X( X((

৩৫| ০৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০

শিরীষ বলেছেন:
আহ, দেরী করে ফেলেছি পাহাড়। স্যরি!

শুভ শুভ জন্মদিন তোমাকে।

৩৬| ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:১০

মাহী ফ্লোরা বলেছেন: জন্মদিন আবার কখন কখন আইলো আবার পার ও হইয়া গেল।কুনু গিফট ও দিতে পারলাম না।এইটা একটা কথা হইলো! /:)

শুভ জন্মদিন পাহাড়ের কান্না... !:#P

৩৭| ১৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৭

হুপফূলফরইভার বলেছেন: পাকার জন্মদিনের পোস্টে কবির ভাইলে ছূভঅ বকলা ঈদ ;) ;)

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৩

কবির চৌধুরী বলেছেন: হুপফূলফরইভার, ঈদ শুভেচ্ছা।
ব্লগে অনিয়মিত কেন?

আপনার খেয়াল আছে, আমার ব্লগ জীবনের প্রথম দিকে আপনার কিছু তথ্য সাহায্য পেয়েছিলাম?

৩৮| ১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪

পাহাড়ের কান্না বলেছেন: কবির ভাই ঈদ মুবারক।

সেই সাথে সবাইরে ঈদ মোবারক।:)

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৫

কবির চৌধুরী বলেছেন: ঈদ মুবারক পাক্কা ;) :)

৩৯| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৮

চিল্লাচিল্লি বলেছেন: ঈদ মোবারক

১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২২

কবির চৌধুরী বলেছেন: ঈদ মোবারক সবাইকে :)

৪০| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৬

চতুষ্কোণ বলেছেন: যদিও লেট করে ফেললাম। শুভ জন্মদিন পাকা।

৪১| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ২:০৭

গরম কফি বলেছেন: গরম কফি খেতে গিয়ে াকা আর লালুর আলা জিব্বা পর্যন্ত যে আমি কাবাব বানিয়েছিলাম সে বিষয়ে লিংকু দেয়া উচিত ছিলো । আসুন গরম কফি খাই এর জবাবে স্বেতপত্র অব লাল সালু টা না দেখলে মিমাংশা শেষ হবে না । এখানে পাকা কেও বাডে ধরা হয়েছিলো ।

Click This Link

১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২১

কবির চৌধুরী বলেছেন: আপনাদের কম্বিনেশন জোস

৪২| ১৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৯

জিসান শা ইকরাম বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪

কবির চৌধুরী বলেছেন: সুর্যের মুখোমুখি হলেও খারাপ হয় নি, ভিন্ন আবেদন আসছে

ঈদ মোবারক

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভাইডি, কেমন আছেন? নতুন পোষ্ট নাই কেন? ব্যস্ত নাকি খুব?

অবশ্য আমারও দিনকাল ব্যস্ততায়ই কাটছে।

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৯

কবির চৌধুরী বলেছেন: হুম....
আগের সেই জিহাদী জোস পাই না :|

সামুর সংখ্যাগরিষ্ট ব্লগারের আই কিউ লেভেল আর সেন্স অফ হিউমার কেমন মনে হয়?

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৬

মাহী ফ্লোরা বলেছেন: :)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৪

কবির চৌধুরী বলেছেন: :)

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:১৫

জসিম বলেছেন: পাকা ভাই'র জন্মদিনে অনেক শুভেচ্ছা।





আপনাকেও অনেক শুভেচ্ছা .

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৮

কবির চৌধুরী বলেছেন: :)

৪৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫

জয় রাজ খান বলেছেন: শুভ জন্মদিন পাহাড়ের কান্না :(( :(( ভাইরে।
কিন্তু পার্টি কই !:#P !:#P !:#P

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:২১

কবির চৌধুরী বলেছেন: আজকে ০৪ ঠা জানুয়ারী ০৪ ঠা নভেম্বর নয়!
=p~ =p~

এনিওয়েজ উইশ করার বেলায় সময় বিষয়ক প্রটোকল মানার কি দরকার।

৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৩

জয় রাজ খান বলেছেন: হা হা হা :) :) বলদের মতো কাজ হয়ে গেছে X( X(
স্যরি কবির ভাই :(

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৮

কবির চৌধুরী বলেছেন: ব্যপার না B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.