নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
আমারা নতুন একটি ব্যান্ড তৈরি করবো, মেমবার লাইনআপ রেডি। আমরা ক্লাসিকাল মিউজিকের সাথে বাংলা রক এবং ফোক কে ফিউশন করে নতুন কিছু গান রেকোর্ডিং করার কাজ করছি । এখন খুব সুন্দর একটা নামের প্রয়োজন। আমার বিশ্বাস আমার সব ব্লগার বন্ধু ভাইয়া এবং আপুরা খুব সুন্দর একটি নাম দিবেন। এবং আমাদের চলার পথের সাথী হয়ে থাকবেন।
সবার জন্য শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা।
ভালো থাকুন সবাই সব সময়। কাব্যে এবং গানে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ । ঠিক আছে জানাবেন কিন্তু।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: waterdrop. যা মাথায় আসল তাই বলে দিলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভকামনা।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
s r jony বলেছেন: ১ ক্লাসিকাল !!!!!
২ রক !!!!!!!!!!
৩ ফোক!!!!!!!!!
ভাই, তিনটা একসাথে ঘুটা দিয়া গান করলে নাম দিমু ক্যামতে???!!!!!!!!!! ?
রক টাইপের ইংলিশ নাম দিলে, সেটা আবার বাঙালি ফোকের সাথে
মানান সই হবে না।
আবার ফোক/লোকজ নাম দিলে ক্লাসিকাল নাম এর সাথে মানান সই হবে না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
রাইসুল সাগর বলেছেন: হা হা... এই জন্যইতো এই ঘুটা যাতে সবার মাথা নষ্ট হয়।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
বনলতা মুনিয়া বলেছেন: বন্দনা, Shadows, আলোর মিছিল, তানশেন
(আপাতত এই কটাই মাথায় আসছে)
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আপু। আরো চিন্তা করো..। এই গুলাও ভালো লাগছে।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বাঊন্ডুলে
কেমন লাগে জানাবেন আর যদি ইংরেজি নাম্ন রাখেন তাহলে আমার কিছু বলার নাই
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই তবে এই নামে ব্যান্ড আছে ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
s r jony বলেছেন:
বাঊন্ডুলে আলরেডি আছে,
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
রাইসুল সাগর বলেছেন: হুম।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
অনির্বাণ তন্ময় বলেছেন:
ত্রিভুজ
রিভূজ
প্রজন্ম
শিহরন
ফিউশন
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
বনলতা মুনিয়া বলেছেন: উন্নত মমশির
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সীমান্তহারা উম্মাদ এবং ফিউশন থ্রি।
(একজন আদর্শ ব্লগীয় অনুপ্রেরনার ভিত্তিতে)
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
রাইসুল সাগর বলেছেন: হা হা..ধন্যবাদ ভাই । শুভকামনা রাশি রাশি ।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
শায়মা বলেছেন: একটা সুন্দর নাম ভাবতে হবে!
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
রাইসুল সাগর বলেছেন: ভাবো এবং ভাবো ...
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
ঘুড্ডির পাইলট বলেছেন: নাম দেন ডিজিটাল বাউল।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
রাইসুল সাগর বলেছেন: হা হা...থাংকু থাংকু ভাই...
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: নির্বান,
দেয়াশলাই,
অগ্নি,
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার । ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
রিমন রনবীর বলেছেন: The Problem Has
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
রাইসুল সাগর বলেছেন: হা হা ।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
রিমন রনবীর বলেছেন: ফোরক্লা (ফোর রক ক্লাসিক)
চিনিখোরজ,মেম্বারপটল,আউলা রকার্স,পিঠভাঙ্গা,ভাঙ্গাকুলা,গুলিবাঙ্গাল,ঠিংকুব্যাং
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
রাইসুল সাগর বলেছেন:
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
নীলপথিক বলেছেন: অর্ফিয়াস
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: আজকাল এক অক্ষরের বা যুক্তবর্ণের নাম রাখার প্রচলন দেখা যাচ্ছে। যেমন: ক্ষ (ক + ষ), ঁ (চন্দ্রবিন্দু)....ইত্যাদি।
আমার কয়েকটা সাজেশন হইলো:
হ্ম = (হ + ম),
ক্ষ্ণ = (ক + ষ + ণ)
ৎ = খন্ড- ত
: = বিসর্গ
ং = অনুস্বার।
ঋ = রি-কার।
আরেকখান প্রশ্ন করি।ছুডবেলা থাইকাই এইডা আমার মাথায় ছিলো। ব্যান্ড যারা করে তাদের প্রায়ই দেখি, মাথায় একটা কইরা কাউয়ার বাসা বানায়। এর কারণ টা কি? আপনেগো ব্যান্ডের পুলাপানের মাথায়ও কি কাউয়ার বাসা বানানো হইছে, নাকি একটু পরিচিতি পাইলেই বানাইবেন?
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
রাইসুল সাগর বলেছেন: ভাই আমি অনেকদিন থেকে মিউজিক এর সাথে জড়িত । আজ পর্যন্ত যেহেতু করি নাই আর করবো না ।
ধন্যবাদ এবং শুভকামনা ।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
সিদ্ধার্থ. বলেছেন: একলব্য
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার । ধন্যবাদ।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
আমি ইহতিব বলেছেন: শুভ কামনা সাগর ভাই, এতোদিন কই ছিলেন?
আলোড়ণ, অর্কিড, অনুভব এগুলোই মাথায় আসছে আপাতত, আর কিছু না পেলে আমার মেয়ের নামেই ব্যান্ড এর নাম রেখে দেন - ঈশিত্ব।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
রাইসুল সাগর বলেছেন: শুভকামান বিথী আপু। তুমি দেখি নাটোরের বনলতা সেনের মত প্রশ্ন করলা ।হা হা ।
তোমার দেওয়া নাম গুলো অনেক সুন্দর । তবে মেয়ের নামের অর্থ কি ? নামটা অনেক সুন্দর ।
আর আপু কেমন আছো ?
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
এ যুগের শ্রীকান্ত বলেছেন: ফোক্লাসিক বা ফোরক্লাসিক
folklassic or forclassic
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
রাইসুল সাগর বলেছেন: চমৎকার । ধন্যবাদ ।
২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
অচিন.... বলেছেন: দুই একটা গান আগে দেন, শুনি
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
রাইসুল সাগর বলেছেন: দিমু ভাই ।
২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঐকতান
হলে কেমন হয়
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই ।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
সবুজ মহান বলেছেন: @ রিমন রনবীর
আপনার দেয়া নামগুলো পড়ে হা হা প গে
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মামুন রশিদ বলেছেন: ভূমিপুত্র
দামাল ছেলের জুটি
কৈবর্ত
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার নাম। ধন্যবাদ।
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: Anatomy of Pluto হতে পারেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
রাইসুল সাগর বলেছেন: আফনেতো ভাই আসলেই জিনিয়াস।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: BiG BanG হতে পারে।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
রাইসুল সাগর বলেছেন: আফনেতো ভাই আসলেই জিনিয়াস।
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
একজন আরমান বলেছেন:
access
আর কাণ্ডারি ভাইয়ের
ঐকতান
নামটাও সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
রাইসুল সাগর বলেছেন: হতে পারে।
২৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
মাছিমারা কেরাণী বলেছেন: লীলাবতি।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ।
২৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
মেহেরুন বলেছেন: নাম তো পাইলাম না তবে সাগর ভাই তোমার নউন ব্যান্ড এর জন্য শুভকামনা
ভালো থেকো আমার ব্লগ এ গল্প করার দাওয়াত রইলো
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা তোমার জন্য রাশি রাশি ।
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
প্রিয়তমেষূ বলেছেন: "ভায়োলিন" অথবা "বেহালা" আর কিছু মনে আসছে না।
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
এন এফ এস বলেছেন: Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
Hair Band
নামটা কেমুন?
৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: আমড়া কাঠের ঢেকি নামটা কেমন??
৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
অচিন.... বলেছেন: সেইফ সিঙ্গার, গদাম ব্যান্ড, ওয়াচে থাকার আক্ষেপ, প্রিয়, পিলাস, জাঝা ব্যান্ড (ব্লগিয় ব্যান্ড)
৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
রিফাত হোসেন বলেছেন: বাংলা রাইজার
৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: ১) রেড হার্ট ব্লু আইস ( চক্ষু / বরফ নয় )
২) গীটারের আর্তনাদ
৩) নিমন্ত্রণ
৪) সিম্ফোনির প্রহরী
৫) রিদম (rhythm)
৬) এক মুঠো আকাশ,এক টুকরো স্বপ্ন
৭) নির্বাসন থেকে বলছি
৮) জ্যোৎস্নার প্রজাপতি
৯) নক্ষত্র বাউল
১০) অ্যালিস নীল
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০
রাইসুল সাগর বলেছেন: নাম গুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাই। শুভকামনা ভালো থেকো ।
৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
সুপান্থ সুরাহী বলেছেন:
ঢাক-ঢোল-বেহালা
অথবা এঞ্জেল টিউন
রাখতে পারেন
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার নাম। ধন্যবাদ দাদা । শুভকামনা নিরন্তর।
৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
আমি ইহতিব বলেছেন: বনলতা সেন, হা হা হা।
ঈশিত্ব নামের অর্থ সম্পদ।
ভালো আছি ভাইয়া, আপনার খবর কি?
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
রাইসুল সাগর বলেছেন: আমার খবর ভালো না । বেফুক সমস্যা এর মাঝে আছি আপু।
৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
তারছেড়া লিমন বলেছেন: একতারা....কথামালা/কথামন্জরী...কান্ডারী...রাসা(রাইসুল সাগর)......রাগপন্চমী..........তারছেঁড়া..........পন্চপান্ডব......খোয়াড়.............আত্মজ............বাসরী..............কাঙাল............সামু , মডু, ডেভু..........ইত্যাদি।।।।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ লিমন ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার গানে এবং প্রানে।
৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
অদৃশ্য বালক বলেছেন: তার ছিড়া দেন!!!
৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
রীতিমত লিয়া বলেছেন: বন্ডেজ/ ঃ (বিসর্গ)/ ৎ(খন্ডত)/ং (অনুস্বার)/ৃ (ঋ)/্ (হসন্ত)
এরকম কিছুও দিতে পারেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
রাইসুল সাগর বলেছেন: বাহ বাহ, চমৎকার।
৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
পলক শাহরিয়ার বলেছেন: ১.স্বপ্ন
২.সেতার
৩.ধুন
৪.স্বপ্নবাজ
৫.ব্লু মুন
৬.হ্যাভেনস ডোর
৭.ফায়ার অ্যান্ড আইস্
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
রাইসুল সাগর বলেছেন: চমৎকার কিছু নাম। ধন্যবাদ
৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
তারছেড়া লিমন বলেছেন: বেলা অবেলার গান এই নামটাও খুব সুন্দর...........
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
রাইসুল সাগর বলেছেন: হুমম....। ধন্যবাদ এবং শুভকামনা ।
৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
antaramitu বলেছেন: শুভকামনা................
যেহেতু বিভিন্ন রঙ এর সুর নিয়ে একসাথে খেলবেন, নাম হতে পারে "রঙিন" ....
নাম যা-ই হোক, যেন সহজ হয় যেন সহজেই সবার মনে থাকে, এই অনুরোধ রইলো....
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
রাইসুল সাগর বলেছেন: ওকে আপু, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা তোমাকে।
৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
শিপু ভাই বলেছেন:
আর এন আর= রক এন রোল
রোলিং বয়েজ
হিমাদ্রী
আনন্দ
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
রাইসুল সাগর বলেছেন: বেফুক সুন্দর নাম ভাই। ধন্যবাদ আফনেরে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
স্বপ্ন বিলাসী (আনান) বলেছেন: তেমন কিছু এখনো ভেবে পাছছি না । মাথায় রাখলাম পরে জানাবো ।