নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

এখন আমি কেঁদে বেড়াই, বুক ভরা শুধু তৃষ্ণা নিয়ে!!! আমার ব্যান্ডের জন্য করা একটা গান।উৎসর্গঃ আমাদের এই ব্লগের সকল ব্লগারদের, যারা সব সময় অনূপ্রেরনা দিয়েছেন আমার কাজ গুলোতে।:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

প্রিয় ব্লগ বন্ধু, বড় ভাই, ছোট ভাই এবং ছোট বড় সব আপুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার নতুন তৈরি করা ব্যান্ডের একটা গান। প্রথমেই দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে ব্যান্ডের নামটা এখনি প্রকাশ করতে পারছিনা কিছু টেকনিকাল সমস্যার কারনে।তবে আশা করি আগামি পহেলা বৈশাখে হাজির হতে পারবো আপনাদের সামনে পুরু আইডেন্টটিটি নিয়ে । একি সাথে স্পন্সর এর অনুমতি সমস্যার কারনেও গানের কিছু অংশ দিতে পারলাম। তবু যেটুকু দিয়েছি তাতে আশা করি আমাদের অনূভুতি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। গানের মূল কপি না এইট,এটা হল ডেমো ভার্সন। সামন্য কিছু এডিটেশন বাকি আছে।তাই মূল কপি দিলাম না।





আর আমরা চেষ্টা করেছি গানটা লাইভ ইনসট্রুমেন্ট ব্যাবহার করে করতে আমরা কোন সিনথেটিক সফটওয়ার ব্যাবহার করি নি। কারন আমরা বিশ্বাস করি সফটওয়ার কখনো মানুষের ফিল দিতে পারে না।



আমাদের ব্যান্ড লাইনআপঃ



ভোকালঃ শাহিন

লিড গিটারঃ রাইসুল সাগর

কিবোর্ডঃ রাজা

বেজ গিটারঃ রবিন

ড্রামঃ মিজান





গানটির মিডিয়াফায়ার লিংকঃ http://www.mediafire.com/?g5puc9ub4pgy5hh





গানটির কথাঃ

মূল শিরোনামঃ একা......




আমায় একা করে চলে সে

যেতে পারেনা পারেনা!!

চোখে চোখ রেখে বলেছিল

হাতে হাত রেখে বলেছিল

তুমি শুধু আমার কারো নও ।।



সুখের আশা দিয়ে হারিয়ে গেছো তুমি

কোন আঁধারের অন্তরে,

রেখে গেছো শুধু স্মৃতিটুকু ফেলে

হৃদয়ের বন্দরে ।।



এখন আমি কেঁদে বেড়াই

বুক ভরা শুধু তৃষ্ণা নিয়ে!!!

দু'হাত ধরে কি বলেছিলে

মনে পড়ে না ?

নাকি ভুলে গেছো চিরতরে

আমায় একা করে,

এখনো কেন রই তোমারি আশায়?



তুমি আমার কারো নও ।।



(স্পন্সরের অনুমতি জনিত টেকনিকাল সমস্যার কারনে কথা এবং গানের দ্বিতীয় অন্তরা দিতে পারলাম না বলে দুঃখিত)/#



আশা করি গানটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আর কোন ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা তা জানালেও অনেক অনেক কৃতার্থ হব।



সবার জন্য শুভকামনা। এ্যালবাম বের হলে আশা করি আপনার কিনবেন এবং আমাদের চলার পথকে আরো সুগম করবেন। সকলের সহযোগিতা, স্নেহ মায়া মমতাই আমদের এগিয়ে নিতে পারে সূদুর ভবিষ্যতে।



সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ের গানে।

মন্তব্য ১২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মাক্স বলেছেন: নামাইতেসি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

রাইসুল সাগর বলেছেন: হুইন্না কও কেমন হইছে?


আর আছো কেমন?

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

ফালতু বালক বলেছেন: লিড গিটারঃ রাইসুল সাগর

শুভ কামনা অনেক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল তোমার জন্যও।


কেমন আছো। ভালো থেকো।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মাক্স বলেছেন: শুনতেসি। ভালইতো হইসে।
আমি আছি ভালই।
আপনার খবর কি?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

রাইসুল সাগর বলেছেন: হুম। ধন্যবাদ মাক্স। আমার খবর ভালো মাক্স। তবে কয়দিন ধরে খুব অসুস্থ। তবে আশা করি ভালো হয়ে যাবো।

শুভকামনা তোমাকে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

স্বপনবাজ বলেছেন: ভালোই হবে গানটা আশা করি , অপেক্ষায় থাকলাম ! কথা গুলো ভালো লেগেছে সাগর ভাই !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

রাইসুল সাগর বলেছেন: গানটার ডেমো ভার্সন এর লিংকটা দেওয়া আছে। শুনতে পারো।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ঘুড্ডির পাইলট বলেছেন:
এইটা কি আমার মুপাইলে আছিলো অইটা ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

রাইসুল সাগর বলেছেন: না ভাই। এইটা আরেক টা। শুনে দেখেন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
ভালো লাগছে।
এইটা মনে হয় আপ্নে আমারে গাইয়া শুনাইছিলেন। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

রাইসুল সাগর বলেছেন: হুম। ধন্যবাদ এবং শুভকামনা জানিস ।

ভালো থাকিস।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

লোনলিফাইটার বলেছেন: সকালেই শুনেছি।তোমার এই প্রতিভার কথা এতোদিন জানতাম না।সাচ এ ট্যালেন্ট বয় ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

রাইসুল সাগর বলেছেন: হা হা। আরে ব্রো কি যে বলেন। আমি অতি সাধারন মানুষ।


গানটা আপনার ভালো লাগছে যেনে ভালো লাগলো। দোয়া করবেন।

শুভকামনা অনেক অনেক আপনার জন্য। ভালো থাকুন বেলা অবেলার গানে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

এডওয়ার্ড মায়া বলেছেন: চালাইয়া যান আর শুভ কামনা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

রাতুল_শাহ বলেছেন: ডাউনলোড দিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

রাইসুল সাগর বলেছেন: দেন !! সমস্যা নাই এইটা ডেমো ভার্সন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

রাইসুল সাগর বলেছেন: তবে শুনে জানাই জাইয়েন কেমন হইলো।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ডাইনলোড করলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

রাইসুল সাগর বলেছেন: দেন !! সমস্যা নাই এইটা ডেমো ভার্সন।

তবে শুনে জানাই জাইয়েন কেমন হইলো।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: গান বালু লাগলু ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ লিয়া লন। তয় বাই কাইলকা কিন্তুক জিলাপি খাইতে আইতাছি। তবে শরীর ভালা থাকলে।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শায়মা বলেছেন: গুড গুড গুড নাইস নাইস নাইস ভাইয়া!!!!!!!!!!!!!!!!


অনেক অনেক খুশী হলাম ভাইয়া!!!!!!!!!!!!!!:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আপু। খুশি কি গান শুনে হইলা।


ভালো থেকো সব সময়।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মহাজাগতিক পাগল বলেছেন: রকিং B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

প্রিয়তমেষূ বলেছেন: শুভ কামনা রইল।

গানটি সুন্দর..লিরিকও।

তাড়াতাড়ি গানের দলের আকিকা দাও..

অপেক্ষায় রইলাম কিছু সুন্দর গানের........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

রাইসুল সাগর বলেছেন: আকিকার জন্য স্পন্সর খুঁজতেছি, তবে যদি তুমি আপু স্পন্সর করো তাইলে আগামি সপ্তাহেই আকিকা। হা হা

ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ভালো থেকো আপু।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

রাতুল_শাহ বলেছেন: সুন্দর।
কণ্ঠটা বেশ লাগলো।

চালিয়ে যান ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

তারছেড়া লিমন বলেছেন: শুভ কামনা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ লিমন ভাই।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

বোকা ডাকু বলেছেন: অসাধারন হইছে ভাই! এ্যালবাম বের হইবো কবে? "উনারে" দিমু :!> :!>

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

রাইসুল সাগর বলেছেন: হা হা। ধন্যবাদ ডাকু ভাই। এ্যালবাম বের হবে আশা করি পহলা বৈশাখে।


শুভকামনা আপনার এবং উনার জন্য।

ভালো থাকুন সব সময়।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ গানটা তো বেশ! খুব ভাল লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। আপনাদের অনূপ্রেরনাই আমাদের সঙ্গী এবং এগিয়ে যাওয়ার পাথেও।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সামনা সামনি না শুনলে হপে না। তবে শুভকামনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

রাইসুল সাগর বলেছেন: হা হা। ওকে নেক্সট প্রেকটিসে আপনাকে নিয়া যাবো।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

স্বপনবাজ বলেছেন: মাত্র গানটা শুনে শেষ করলাম ! ভালো লেগেছে !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল। অভি। ভালো থেকো।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

শামীম আরা সনি বলেছেন: রাফাত ভাই পোস্ট দিলো আকু পাকু প্রেম নিয়ে, আর আপনি দিলেন আকুপাকু গান নিয়ে /:)

হ্যালো ব্রাদার,,,,,,,,,,,,এখন এসবের আর বয়স নেই ...............!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

রাইসুল সাগর বলেছেন: আপনার মন্তব্যে কোন উত্তর আমার কাছে নাই কারন আমি এতো বুড়া হইনাই যে বয়স এর হিসেব করা লাগবো। হা হা
কারন
দেহের বয়স হতে পারে
আমার হাজার বারো,
কিন্তু মনের বয়স সব সময়
থাকে আঠারো । ;) ;)

আর আমার মনে হয় পোস্টা পড়েন নাই ঠিক মত, এইটা আমার ব্যান্ডের জন্য নিজের তৈরি করা গান। :) :) :)

ধন্যবাদ এবং শুভকামনা রইল।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনের জন্যও।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আমিনুর রহমান বলেছেন: এইডা আমি আগেই শুনছিতো.........
তখন বলেছি এখনও বলছি চমৎকার হয়েছে +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

রাইসুল সাগর বলেছেন: তাতো জানি ভাই, তখন আপনে শুনছেন এখন সবার জন্য দিয়া দিলাম।


ধন্যবাদ এবং শুভকামনা আমিনূর ভাই অনূপ্রেরনা দেওয়ার জন্য।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

shfikul বলেছেন: শুভ কামনা আপনার এবং আপনার ব্যান্ডের জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও সব সময়। ভালো থাকুন সর্বদা।

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

লক্ষ্মীপেঁচা বলেছেন: বাহ বাহ......... কি মচৎকার শোনা গেল....... .........মারাত্মক গিটার বাজাইছেন ........গিটারের তারে তারে গিটটু লাগায় দিছেন । ইস এতো প্রতিভা আপনার !!! রাতে ঘুম হয় ???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

রাইসুল সাগর বলেছেন: আরে কি খবর পেঁচি? রাতে ঘুম হয় না তয় প্রতিভার জন্য না কারন এই জিনিসটা আমার মইধ্যে এক্কেবারেই নাই। তয় ঘুম হয় না কারন এতো অসুস্থ কয়দিন ধইরা। আর রাইতে জ্বর আর কাশি খালি বাড়ে।


তয় আপনে আমার পোস্টে আইসেন হের জইন্য ধইন্যা এবং শুভকামনা।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখন আমি কেঁদে বেড়াই
বুক ভরা শুধু তৃষ্ণা নিয়ে!!!
দু'হাত ধরে কি বলেছিলে
মনে পড়ে না ?
নাকি ভুলে গেছো চিরতরে
আমায় একা করে,
এখনো কেন রই তোমারি আশায়?

গানের এই অংশটা শুনতে দারুন লাগলো -

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

রাইসুল সাগর বলেছেন: গানের মূল অংশই এটা।

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য। অনূপ্রেরনা দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালোই লাগলো। কোনো পরামর্শ নেই। যে বিষয় বুঝিনা, সেই বিষয়ে আবার পরামর্শ কী? তবে লিরিক তেমন স্ট্রং না। আবার একেবারে ফেলনাও না। চলে। শুনতে ভালোই লেগেছে।

এক সময় গান লিখতাম! সেই দিন গুলো কীভাবে শুকিয়ে গেল, হায়!!!

স্মৃতি স্মৃতি স্মৃতি!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপনার অনেস্ট মন্তব্যের জন্য।


শুভকামনা সব সময়।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

নস্টালজিক বলেছেন: শুভকামনা থাকলো ব্যান্ডের জন্য!


গানটা শুনে জানাবো!

শুভেচ্ছা রাইসুল!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আমার ব্লগে আসলেন মনে হয়।

শুভকামনা জানিবেন, গানটা শুনার পর আপনার মন্তব্যে জন্য অপেক্ষায় থাকলাম।

শুভকামনা সব সময়।

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

বনলতা মুনিয়া বলেছেন: বালা লাগিচ্ছে। :) :)


ভাইয়া এ্যালবাম রিলিজ হইলে আমার লাইজ্ঞা ১১টা সিডি বরাদ্দ রাইখো........ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

রাইসুল সাগর বলেছেন: ওকে রাখমু নে এখন দোয়া কর। B-)) B-)) B-)) B-)) B-))

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: আর! আমি একজনের কাছে লিংক চাইলাম। উনি কপিরাইটের কথা বললেন.. :(

স্যালুট বস.. অসাম বাজান আপনি!



!:#P !:#P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

ভালো থাকুন সব সময়। :) :) :) :) :)


অনূপ্রেরনার জন্য কৃতজ্ঞতা।

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি যাবার জন্য প্রস্তুত আছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

রাইসুল সাগর বলেছেন: অবশ্যই বস আপনাকে নিয়া যাবো। আগামি কাল হবার কথাছিল কিন্তু আমার অসুস্থতার কারনে শাহিন ভাই ক্যানসেল করছে প্রেকটিস। তবে আগামি সপ্তাহে হবে আমি সুস্থ থাকলেই।আপনাকে নিয়ে যাবো।

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

সপ্নাতুর আহসান বলেছেন: গানের কথাগুলো ভাল লেগেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সবসময় আপনার জন্য।

ভালো থাকুন।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

বনলতা মুনিয়া বলেছেন: দুয়া, দুয়া, খালি দুয়া..............

:P :P :P :P :P :P :P

ইনফিনিটি দুয়া থাকিবে নিরন্তর.............

B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

রাইসুল সাগর বলেছেন: দোয়া নিয়াও পাগলামি!!!

:P :P :P :P :P

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

ভিয়েনাস বলেছেন: নাইস গান। শুভ কামনা রইলো ব্রো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা আপনার রইল আপনার জন্যও ব্রো। ভালো থাকুন সব সময়।

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

বাঘ মামা বলেছেন: একদম খোলা শব্দে সবটুকু খুলে বলার মত কিছু কথা.......



বিশ্বাস গানটা ভালো হবে যদিও এইসবে ভালো অভিজ্ঞতা নেই :)


শুভ কামনা রাইসুল ভাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ মামা অনূপ্রেরনা দানের জন্য।

শুভকামনা জানিবেন সব সময়।মামি কেমুন আছে?


শুভকামনা জানিবেন সব সময়।

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

শূন্য পথিক বলেছেন: নামিয়ে শুনে ফেলেছি! ভালো লাগা +

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

রাইসুল সাগর বলেছেন: সমস্যা নাই ওটা ডেমো ভার্সন। ;)

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন সব সময়।

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

ভিয়েনাস বলেছেন: বলতে ভুলে গেছি... আপনি কিন্ত চমৎকার বাজিয়েছেন :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ। :!>

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

রুদ্র মানব বলেছেন: শুনে ফেললাম , ভাল লেগেছে শূনে B-) B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ জানিবেন রাশি রাশি। B-) B-) B-)

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

বনলতা মুনিয়া বলেছেন: =p~ =p~ =p~ :P :P :P =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

রাইসুল সাগর বলেছেন: X( X(( ;) ;) :P :P :-B :-B :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

তানিয়া হাসান খান বলেছেন: এখন আমি কেঁদে বেড়াই
বুক ভরা শুধু তৃষ্ণা নিয়ে!!!
দু'হাত ধরে কি বলেছিলে
মনে পড়ে না ?
নাকি ভুলে গেছো চিরতরে
আমায় একা করে,
এখনো কেন রই তোমারি আশায়?

তুমি আমার কারো নও ।।+++++++++++++++++++
সুপার হইসে :) :) :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু। গানটা শুনতে পারছো?

শুভকামনা জানিবে সব সময়। ভালো থেকো।

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: ওরে আমার পাগ্লা ভাই দেখি এখনো কাদতেঁ ই আছে! !!!!
ভাইরে আর কাদিস না যার যাবার সেতো চলে যাবেই কেদে আর কি হবে! !!!

বাজনা ভালো হয়ছে ্্++্

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

রাইসুল সাগর বলেছেন: হা হা। আপু আছো কেমন তুমি? সেটা বল আগে?


ধন্যবাদ এবং শুভকামনা সব সময় তোমার জন্য। ভালো থেকো বেলা অবেলার প্রতিটি পদক্ষেপে।

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

শোশমিতা বলেছেন: গানটা শুনলাম ভাইয়া। অনেক সুন্দর হয়েছে।
শুভকামনা থাকলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা তোমাকেও। কেমন আছো আপু? অনেক দিন পর দেখলাম তোমারে আমার ব্লগে।


ভালো থেকো সব সময়।

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

শোশমিতা বলেছেন: আমি ভালো আছি ভাইয়া। তুমি ও ভালো থেকো সব সময়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

রাইসুল সাগর বলেছেন: অবশ্যই আপু। দোয়া করো।

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

s r jony বলেছেন: জোসসসস হইছে

বেজ ও গিটার প্লেইং খুবই ভালা হইছে,




অঃটঃ এক্সট্রা রিদম গিটারের সাউন্ড পাইলাম মনে হয়, কিন্তু লাইনাপে গিটারিস্ট একজন। এটা মাথায় ডুকলনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

রাইসুল সাগর বলেছেন: হুম । বেপারটা হল, এক্সট্রা রিদম দিছে আমাদের ভোকাল শাহিন ভাই। এই বার আশা করি মাথায় ডুকছে ভাই।হা হা।

ধন্যবাদ এবং শুভকামনা সব সময়, আপনার জন্য।

ভালো থাকুন।

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

সঞ্জয় নিপু বলেছেন: শুনলাম অনেক অনেক সুন্দর হইছে ।

আশা করছি খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে । ভাই কয়েকদিন অনেক বেশী ব্যস্ত ছিলাম । বায়ার এসেছিল। একটু ফ্রি হলেই চলে আসবো আপনার সাথে দেখা করতে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

রাইসুল সাগর বলেছেন: হুম, বুঝতে পারছি ভাই। সমস্যা নাই ফ্রি হলেই চলে আইসেন। অনেক কথা আছে ভাই।


আর গানটা শুনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

সালমাহ্যাপী বলেছেন: গানটা শুনলাম ।

অনেক সুন্দরই তো !!!!


অপেক্ষায় থা্কলাম :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনেক অনেক। আপনাদের অনূপ্রেরনাই আমাদের পথ চলার সঙ্গি।

ভালো থাকুন সব সময়। :)

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

শামীম আরা সনি বলেছেন: আমি পোস্ট না পড়ে কমেন্ট করিনা :-0 :-0 :-0

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

রাইসুল সাগর বলেছেন: :-0 :-0 :-0 :-0 :-0 :-0

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

রাফা বলেছেন: চমৎকার হইছে গানটা।আর মাসুম ভাই সঠিক ইন্ডিকেট করছে গানের মূল অংশ নিয়ে।

চালিয়ে যান রাইসুল সাগর,ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন আপনিও।

আপনাদের অনূপ্রেরনাই আমাদের চলার পথের পাথেয়।

ভালো থাকুন সব সময়।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগে প্রকাশ করার সাথে সাথেই শুনেছি। অনেক ভাল লেগেছে। কিন্তু "দু'হাত" কে "দো' হাত" এর মত শোনাচ্ছিল মনে হয়। অথবা আমার শোনায় ভুল।

শুভ কামনা রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

রাইসুল সাগর বলেছেন: আপু তুমি ঠিকই শুনেছো ।দু'হাতটা দোহাত এর মতই লাগছে, ব্যাপার না এইটা ফাইনাল ভয়েস না। এইটা ডেমো। ফাইনালটাতে ঠিক করা হইছে। তোমাকে একটা মজার কথা বলি রেকর্ডিং এর। কিছু কিছু শব্দ আছে যেগুলো তুমি যদি এমনিতে বলো দেখবা ঠিক আছে কিন্তু মাইক্রোফোন দিয়ে যখন রেকর্ড করতে যাবা তখন দেখবা শোনা যাইতেছে অন্য রকম। যেমন মৌমাছি কে শুনবা মৌমাতি হা হা। এটা হয় জিহ্বার আপ, ডাউন টাইমিং এর কারনে।

অনেক অনেক ধন্যবাদ অনূপ্রেরনার জন্য।

শুভকামনা রইল।
ভালো থেকো সব সময়।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর হইছে তো!!

অনেক অনেক শুভকামনা আপনার ব্যান্ডের জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনেক অনেক ভাই।

ভালো থাকুন সব সময়। আর দোয়া করবেন আমাদের জন্য।

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সাহিদা আশরাফি বলেছেন: গানটা শুনলাম ।

অনেক সুন্দরই তো !!!!

অনেক অনেক শুভকামনা আপনার ব্যান্ডের জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনেক অনেক ভাই।

ভালো থাকুন সব সময়। আর দোয়া করবেন আমাদের জন্য।

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

মামুন রশিদ বলেছেন: ব্যান্ডের জন্য শুভ কামনা ।


ব্যান্ডের নাম নিয়ে আগ্রহ পোষন করছি, কারন আমিও কয়েকটা নাম প্রস্তাব করেছিলাম । আমার দেয়া নাম টিকুক বা না টিকুক, পহেলা বৈশাখ পর্যন্ত আগ্রহ ভরেই অপেক্ষা করবো । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

রাইসুল সাগর বলেছেন: মামুন ভাই সব গুলো নামই আমাদের লিষ্টে আছে। সেদিন যারা যারা দয়া এবং ভালোবাসামিশ্রিত নাম গুলো দিয়েছেন। আমরা সেগুলো থেকই সিলেক্ট করবো।এখন আসলে যাচাই বাছাই চলছে এবং রেজিস্ট্রেশন এর প্রকৃয়া শুরু হতে একটু টাইম লাগছে। তবে আশা করি এ মাসের মদ্ধ্যে সব কমপ্লিট করতে পারবো ।

দোয়া করবেন আপনাদের অপেক্ষার যেন মান রাখতে পারি। সব কিছু আসলে নির্ভর করছে আমাদের স্পন্সর এর উপরে। মোটামুটি ৮০% কনর্ফাম। আর আমরা কিছু এক্সপেরিমেন্টাল গান করেছি সেগুলো নিয়ে টোটাল ১০টা গান যাবে। দোয়া করবেন এবং সাথে থাকবেন আর ভালো থাকবেন সব সময়।

শুভকামনা।

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

বনলতা মুনিয়া বলেছেন: ইমু আর ইমু। খালি ইমু..............


:) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

রাইসুল সাগর বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

আমি ইহতিব বলেছেন: অফিসে সকল ডাউনলোডিং বন্ধ তাই গানটা শুনতে পারলামনা, বাসায় গিয়ে ট্রাই করতে হবে, গানের কথাগুলো সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপু । অনেক অনেক ভালো থেকো। আর শুভকামনা জানিবে সব সময়। আর গানটা শুনে জানিও কেমন হলো। :)

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সাহিদা আশরাফি বলেছেন: আমি ভাই হইলাম ক্যামনে??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

রাইসুল সাগর বলেছেন: চরিগো আফা !! আমি আফনের নাম এর সাহি দা টা দেখিনি। চরি চরি আফা।ক্ষমা কইরেন।আমি ছুডু মানুষ। :) :)

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! আপনাদের ব্যান্ডের জন্য অনেক শুভকামনা রইলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ অনেক অনেক অনূপ্রেরনা দানের জন্য।

শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার গানে।

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বনলতা মুনিয়া বলেছেন: আয় আয় এ্যালবাম............


অপেক্ষায় আছি............. !:#P !:#P !:#P !:#P !:#P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

রাইসুল সাগর বলেছেন: :) :) :)

৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

বনলতা মুনিয়া বলেছেন: :P :P :P

৫৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

মাইক-মজিদ বলেছেন: ১০০ তম পোষ্ট এ শুভেচ্ছা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর ।

ভালো থাকুন সব সময়।

৬০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৮

আবিদ ফয়সাল বলেছেন: গানটা নামালাম । ৩ বার শুনলাম , ইভেন কানে এখনো বাঁজতেছে (বিঃশ্বাস করেন!)

অসাধারন হইছে !!! আর কিছু বললাম না । ওহ্ বেজ, লিড দুইটাই ভালো হয়েছে বাঁজানো । ভোকাল যিনি দিয়েছেন - তাকে আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন । ডেমোর লাষ্ট প্যারাটা যা গেয়েছেন না !

আপনি এবং আপনার ব্যান্ডের জন্য শুভেচ্ছা রইলো :)




অ.ট - বহুদিন ব্লগের বাইরে ছিলাম ভাই । ফিরে এসেছি আবার :-B

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

রাইসুল সাগর বলেছেন: আবিদ ভাই অনেক অনেক ধন্যবাদ অনূপ্রেরনা দেওয়ার জন্য। ওয়েল কাম ব্যাক।

শুভকামনা সব সময়। ভালো থাকুন বেলা অবেলার গল্প গানে।

৬১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

জলপরী১৮ বলেছেন: দারুন তো!!!!!!!!! ++++++++

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনূপ্রেরনা দেবার জন্য। ভালো থাকুন সব সময়।

৬২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

কালোপরী বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

রাইসুল সাগর বলেছেন: :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.