নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ৭১ :: শাহাবাগ স্কয়ার । আমি মুক্তিযোদ্ধার সন্তান বলছি :: আমি ট্রাইবুনালকে বলছি !!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

আমার আবেগ বলেন, আমার আকাঙ্খা বলেন কিংবা মনের ভিতর লুকিয়ে থাকা আগুন জ্বলা ইচ্ছাই বলেন? অনেক দিন ধরে লালন করে আসছি এমন একটি আন্দলনের । কারন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার পুরু পরিবারের মদ্ধ্যে আমার দাদা, বাবা, চাচা, আমার দাদার ভাই সব মিলিয়ে ১৫ জন মুক্তি যোদ্ধা। আমি সেই পরিবারে ছেলে, যে পরিবারের সবাইকে দেখি এবং দেখেছি সৎ জীবন যাপন এবং মুক্তির চেতনা নিয়ে জীবন ধারন করতে, যার কারনে আমাদের বড় হতে হয়েছে অনেক কষ্ট করে। অথচ এই দেশের সাথে যারা বেঈমানি করেছে, ঘতক দালাল ছিল তারা এয়ারকন্ডিশন গাড়ি আর আমাদের জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছে আমাদের চোখের সামনে দিয়ে। তাদের কোন বিচার হয়নি কখনো উল্টা তাদের সবল করতে সাহায্য করা হয়েছে। অনেক হয়ত ভাবতে পরেন কষ্ট করে বড় হয়েছি তাই এই ক্ষোভ আমার না আসলে তা নয় সৎ জীবন যাপনের জন্য না খেয়ে থাকতে রাজি আছি আমরা এমনটাই শিক্ষেছি পরিবারের কাছ থেকে ছোট বেলা থেকে। যাই হোক মূল প্রসঙ্গে আসি।



এই সরকার আসার পর আমার বুকের ভীতরের আশাটাকে জ্বালিয়ে দিল এই ঘৃন্য রাজাকারদের বিচার এবং ফাঁসি দিবে বলে। অনেক দিনের আন্দলনের ফল স্পেসাল ট্রাইবুনাল তৈরি করা হল, আমিতো মহা খুশি আরে আমি কি বলছি আমার মত সব মুক্তি যোদ্ধার সন্তানরাই খুশি না না শুধু তারা নয় এই বাংলার মুক্তি যুদ্ধ্যের চেতনা ধারন কারি প্র‌্ত্যেকটি সাধারন মানুষই মহা খুশি। প্রথম রায় হল আমিতো খুশিতে আটখানা না শুধু আমি না সারা বাংলার চেতনা ধারি মানুষই মহা খুশি। কিন্তু তারপর এ কোন বদ হাওয়া লাগলো আমাদের সপ্নের ট্রাইবুনাল .এ। যেখানে একটা খুন প্রমানিত হলে ফাঁসি হবে সেখানে ৫টা প্রমান হবার পরও হলো না শুধু ৫টা খুন হলেওতো হতো একেকবারে একসাথে অনেক মানুষ খুন করার অপরাধ।তবু ফাঁসি হলো না। আমি হতাস হলাম খুব, কাণ্না পাচ্ছিলো, কি করবো ভাবছিলাম অফিস এ ব্যাস্ত ছিলাম মনের কষ্টের কথাগুলো ব্লগে শেয়ার করবো সিন্ধান্ত নিলাম এবং অফিস ছুটি হবার অপেক্ষায় থাকলাম হঠাৎ শুনলাম আন্দলনের ডাক দেওয়া হয়েছে আমারদের ব্লগারদের একজন।বুকটা ভরে উঠলো আবার ভাবলাম আমাদের কথা কজন আর শুনবে তবু একটা জোনাক আলো আশা নিয়ে রওনা হলাম শাহাবাগে এ। তারপর শুরু হল আমার সপ্নের বাস্তবায়ন,শ থেকে হাজার আর হাজার থেকে লক্ষ মানুষের দাবি একটাই রাজাকারের ফাঁসি চাই, আবার শুনলাম সেই স্লোগান যেগুলা সাহায্যে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা পেলাম সেই স্লোগান দেওয়ার সুযোগ । আমার কাছে এ আর এক মুক্তি যুদ্ধ আমার এটা ২০১৩ সালের ফেব্রুয়ারি না এটা ১৯৭১ সালের ফেব্রুয়ারী এবং আমি জানি এই ভাবনাটা শুধু আমার না সকল মুক্তি যুদ্ধার সন্তানদের না না শুধু তাদেরই নয় এটা সারা বাংলার গন-মানুষের দাবি এবং অবশ্যই সেটা একটাই "রাজাকারের ফাঁসি চাই"।বাংলার বুকে হাঁসি চাই।



আর ট্রাইবুনাল এর মাননীয় বিচারকগনের কাছে আমার অনূরোধ রইলো আপনারা ভয় পাবেন না আপনার ভীতিহিন রায় দিন এবং নিশ্চিন্তে থাকুন বাংলার মানুষ আপনাদের সাথে আছে।



আর সরকারকে বলছি আপনারা আইন সংশোধনের যে উদ্যগ নিয়েছেন তা তাড়াতাড়ি জরুরী মন্ত্রীসভা বৈঠকে পাশ করে সংসদে এটাস্টেড করুন এবং বাদীপক্ষের আপিল করার সুযোগ নিয়ে আসেন এবং কাদের মোল্লা শ সমস্ত রাজাকারের ফাঁসি নিশ্চিত করতে মহামান্য আদালত কে সহযোগিতা করুন। নাইলে মনে রাখবেন আমরা যুব সমাজ আপনাদের যে অঙ্গিকারের জন্য এইবার ক্ষমতায় এনেছিলাম তা এমন ডুবা ডুববে যে আপনাদের এই মূহুর্তের হর্তাকর্তারা মৃত্যুর পরও শিহরিত হবে।



আর বিরোধীদল কে বলছি আপনারা বেকুবের মত কথা কম বলেন, আমাদের আন্দলনে আপনাদের কোন প্রয়োজন নাই এবং জামাত নিয়ে যদি থাকেন তবে অনেক আগের বাংলা সিনেমার একটা ডায়ালগ শুনছিলাম যে "মারবো এখানে শালা লাশ পড়বে শ্বশানে", এই ডায়ালগ আর ডায়ালগ থাকবেনা আপনাদের উপর প্রয়োগ করা হবে। বাঁচতে চাইলে জামাত কে বর্জন করুন।X(



বাংলার প্রতিটি মানুষের কাছে একজন মুক্তি যুদ্ধার সন্তান হিসেবে আমার আবেদন না আবদার আসুন একসাথে এই আন্দলন সফল করি আর বজ্র কন্টে বলতে থাকিঃ



"এক হও, লড়াই করো

ফাঁসির দাবি, আদায় করো।"




সমস্থ মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের পক্ষ থেকে ।



শুভকামনা রইল সবার জন্য। আর সব সময় বলি জামাত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।



জয় বাংলা



মন্তব্য ৫৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

স্বপনবাজ বলেছেন: চমতকার পোষ্ট সাগর ভাই ! জেগেছে তরুণরা ! রক্তের বন্যায় ভেসে যাক অন্যায় ! রাজাকারদের সাথে দূর হয়ে যাক জাতী হিসেবে আমাদের সমস্ত অপ্রাপ্তি , সমস্ত দূর্নীতির যন্তণা , সকল অপরাজনীতি ! রাজনীতিবিদরা সত্যাইকার অর্থে ভালোবাসুক দেশকে , বিরোধী দল সত্যিকার বিরোধী দলের মত আচরণ করুক ! মানুষ এখন সব বুঝে , নিজ নিজ আদর্শে বলিয়ান থাকুন ! জাতী প্রতিদান দিবে ! আর না হয় আবার জাগবে আরেক টি প্রজন্ম ! ততদিনে হাড্ডিসার দুঃখীনি বাংলার কিবা থাকবে !
রাজাকারদের মরণ যেন সোনার বাংলা নিয়ে আসে !
জয় বাংলা !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামান জানিবে অনেক অনেক।

ভালো থেকো সব সময়।

জয় বাংলা।

ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

রাফা বলেছেন: সেই ডায়লগ আজ হোয়েছে, মারবো এখানে লাশ পরবে পাকিস্তানে।

আপনার আবেগের সাথে একাত্ততা প্রকাশ করছি,রাইসুল সাগর।

ধন্যবাদ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

ভালো থাকুন সব সময়।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: একাত্বতা ঘোষণা করছি। আপনার মতো আমিও মুক্তিযোদ্ধার সন্তান আর তাই দেশের অসময়ে আর কিছু না হোন কলম চালানোর প্রয়োজন বোধ করছি। লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

রাইসুল সাগর বলেছেন: অবশ্যই।

এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ৩য় ভালো লাগা।
ভালো লাগলো লেখাটা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।

এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার অনুভুতির প্রকাশ!!!! ভালো লাগা রইল।

আপনার পরিবারের প্র‌ত্যেকটা মুক্তিযোদ্ধার জন্য সশ্রর্দ্ধ্য সালাম।

পরিশেষেঃ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

রাইসুল সাগর বলেছেন: এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"


শুভকামনা সব সময়। ভালো থাকুন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

মাটির কথা বলেছেন:

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

রাইসুল সাগর বলেছেন: এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

শামীম আরা সনি বলেছেন: ক তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার !
গ তে গু আজম তুই রাজাকার, তুই রাজাকার !
ঘ তে ঘাতক দালাল তুই রাজাকার, তুই রাজাকার !
আ তে আমার দেশ তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী ব্যাংক তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
দ তে দিগন্ত টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
ন তে নিজামী তুই রাজাকার , তুই রাজাকার!
ম তে মানারাত তুই রাজাকার, তুই রাজাকার !
ম তে মুজাহিদ তুই রাজাকার, তুই রাজাকার !
স তে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার।
শ তে শিবির তুই রাজাকার, তুই রাজাকার।

ব তে বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ লক্ষ বাঙালীর দেশ বাংলাদেশ।
রাজাকারের প্রেতাত্মা , পাকিস্হানে চলে যা!
জয় বাংলা , জয় বাংলা, জয় বাংলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

রাইসুল সাগর বলেছেন: এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

রুন বলেছেন: জামাত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

রাইসুল সাগর বলেছেন: এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

শিপন মোল্লা বলেছেন: কথা হচ্ছিলো ছেলেবেলার বন্ধু ব্লগার শিমুল বাশারের সাথে, বলে কিনা শাহবাগের আকাশে নাকি চকলেট বৃষ্টি হয় আর তা নাকি সবাই কুড়ায় খায় কিন্ত কেউ জানে না এই চকলেট কে দেয় কথা থেকে আসে। সেই চকলেট খেয়েই নাকি সকলের আওয়াজে গর্জে উঠে একই শ্লোগান

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই রাজাকারের ফাঁসি চাই।

চমৎকার পোস্ট, ভাল লাগলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই । হাঁ কথা সত্য। আসলে কে যে দেয় কেউ জানেনা। আজ আমরা স্লোগান দিচ্ছিলাম, কই থেইকা কে আমাদের বিস্কেট আর পানি আইন্না দিছে বলতে পারিনা। জানতে চাইলে কেউ বলে না।

এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

রাইসুল সাগর বলেছেন: এক সাথেই আছি। সংগ্রাম সংগ্রাম চলবেই চলবে ।

"এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++ ভালো লিখেছেন ভ্রাতা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আছো কেমন?

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

হাবিব০৪২০০২ বলেছেন: যদিও দূর থেকে কিছুই করতে পারছি না কিন্তু মনটা ঠিকই পড়ে আছে শাহবাগে প্রজন্ম চত্বরে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

রাইসুল সাগর বলেছেন: বেপার না। অনলাইন এ লড়াই করুন। শুভকামনা সব সময়। সাথে আছি সাথে থাকুন

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

বাদল দিনের গান বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

s r jony বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: "এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

জয় বাংলা!!!!!! জয় বাংলা!!!!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

রাইসুল সাগর বলেছেন: জয় বাংলা!

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

একজন আরমান বলেছেন:

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক দিন ধরে লালন করে আসছি এমন একটি আন্দলনের । কারন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা


এটুকু যে আমারই কথা!

জয় বাংলা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

তারছেড়া লিমন বলেছেন: “ক” তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার! আবার
“ক” তে কাম্রুজ্জামান তুই রাজাকার তুই রাজাকার!
“ম” তে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার
“স” সাইদি তুই রাজাকার তুই রাজাকার !! আরে
“স” তে সাকা তুই রাজাকার তুই রাজাকার! ওরে ও
“গ” গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: "এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

একজনা বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

রাইসুল সাগর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

জয় বাংলা

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

লক্ষ্মীপেঁচা বলেছেন: খুব ভালো লিখেছ । লেখায় +++++++++++++++

লাখো জনমনে আজ যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে তার দাবানলে পুড়ে ছারখার হবে সব রাজাকার । অসুস্থ নোংরা রাজনীতিরও হয়তো হবে কোন একসময় অবসান ।

গন-মানুষের দাবি একটাই "রাজাকারের ফাঁসি চাই"।বাংলার বুকে হাঁসি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

রাইসুল সাগর বলেছেন: গন-মানুষের দাবি একটাই "রাজাকারের ফাঁসি চাই"।বাংলার বুকে হাঁসি চাই।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬

বি পজেটিভ বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

রাইসুল সাগর বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

রাইসুল সাগর বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মেহেরুন বলেছেন: Click This Link

২৭| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রাইসুল সাগর বলেছেন: শুনলাম মামা। কিছুই খইতাম না। কারন আমি বেকুব লাইক করি না।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।"


জয় বাংলা... বিজয় হবেই.. তালেবান বা অন্য কোন অন্ধ ধর্মীয় শক্তি কখোনই বাঁচতে পারবেনা..

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

রাইসুল সাগর বলেছেন: সহমত। ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

এম হুসাইন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।



আর কিছু বলার নাই।

পোস্টে ভালোলাগা ও শুভ নববর্ষ!
ভালো থাকুন।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

রাইসুল সাগর বলেছেন: শুভ নব বর্ষ

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: এক হও, লড়াই করো
ফাঁসির দাবি, আদায় করো।

++

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.