নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
প্রিয় ব্লগারগন, অতিব আতংকের সাথে জানাচ্ছি যে আজ বিকেল ৪ ঘটিকার কিছু পূর্বে আমার এই ব্লগ একাউন্টটি হ্যাক করা হয়েছে। :#
আমি কাল্পনিক ভাই এর অফিসে এসেছিলাম একটা কাজে। আমি ল্যাপটপ খুলে বারান্দায় গিয়ে ফোনে কথা বলছিলাম আর ধ্রুম্র সলাকা পান করছিলাম।
এই সুযোগে জনাব কাল্পনিক_ভালোবাসা (বদের বদ, মহা বিটলা ) আমার একাউন্টে ঢুকে আমার নামে মিথ্যে পোষ্টে দিয়ে দেয়!!
আমি তো ফিরে এসে দেখি তিনি আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন।!! বুঝলাম না হাসির কি কারন। আমিও হাসলাম। হঠাৎ মনিটরের দিকে চোখ পড়তেই আমার চক্ষু ছানাবড়া!!! একি দেখছি আমি!!!! আমার নিক থেকে পোষ্ট দেয়া হয়েছে- আজ নাকি আমার বিয়ে!!!!! আমি আবার নাকি দোয়াও চাইছি!!!!!!!!
সাথে সাথে বুজলাম, কাল্পনিকের সেই মিষ্টি হাসির রহস্য। আমার তো মাথায় হাত!!!! সাথে সাথে আমি চিৎকার দিয়ে পোষ্ট ড্রাফট করলাম। পোষ্ট ড্রাফট করে মাত্র স্বত্তির নিশ্বাস ফেলছি আর কাল্পনিক ভাই এর দিকে তীব্র প্রতিবাদের দৃষ্টি দিয়ে তাকাচ্ছি!!
কিন্তু আবার চোখ পড়ল মনিটরে!! সেকি!!!!!!! আমার কোন প্রিয় মডূ ভাই, সে পোষ্টটি আবার ফিরিয়ে এনেছেন!!!!!!!!!!!
আমাকে সোজা সরল পেয়ে এইভাবে অত্যচার করার তেব্র প্রতিবাদ জানাই!!!!!!! এই সামগ্রিক কর্মকান্ডে ব্লগে আমার আর্থ সামাজিক মান সম্মান ক্ষুন্ন হয়েছে, অনেকে আবার আমাকে ইতিমধ্যে ম্যাসেজ পাঠাচ্ছেন, বেইমান বলে!!!! বিশ্বাস ঘাতক বলে
কাল্পনিক ভাই!!!!!!! আমি আপনাকে ছাড়ব না!!!!ছাড়ব না !!ছাড়ব না !!
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
রাইসুল সাগর বলেছেন:
২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
শীলা শিপা বলেছেন: এখন মিথ্যা বলে লাভ নাই। বিয়ে করবেন কিন্তু দাওয়াত দিবেন না তা হবে না। দাওয়াতের ভয়ে সরিয়ে দিছেন পোষ্ট?? দোয়া দিলাম এবার দাওয়াত দেন।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫
রাইসুল সাগর বলেছেন: মজা নেন না
এই দুনিয়ায় অত্যাচারিতের কোন দাম নেই!! কেউ শুনে না আমাদের ব্যাথা!!!
৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
সেলিম মোঃ রুম্মান বলেছেন: আহা বেচারা!
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
রাইসুল সাগর বলেছেন: থ্যাংক্স ব্রো! আপনি অন্তত বুঝেছেন!
৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬
মাহতাব সমুদ্র বলেছেন: ভাই আমিও তো শুনলাম আপনি বিয়ে করছেন। ঘটনা সত্য হলে বলেন দাওয়াত লাগবে না...
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১
রাইসুল সাগর বলেছেন: ঐ বেডা ঐ!!!! পোষ্ট পড়স নাই!!!!!!!
তুই বেডা ভাই হইয়া এই সব কথা কস!!!!!!!! কই যামু আমি!!!!!!!!
৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
এসএমফারুক৮৮ বলেছেন: বিয়ে করবেন কিন্তু দাওয়াত দিবেন না তা হবে না ...
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২
রাইসুল সাগর বলেছেন: ভাইরে!!!!!!!!!!!! আমারে মাফ করেন!! আমার কোন দোষ নাই!! সব দোষ ঐ কাভার!! আমারে যে কোন ভুতে পাইছিল, আমি ব্লগ খুইলা গেসিলাম গা!!!!!! জীবনে আর কখনও এই কাম করুম না
৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
আদম_ বলেছেন: ভাই আমিও তো শুনলাম আপনি বিয়ে করছেন। ঘটনা সত্য হলে বলেন দাওয়াত লাগবে না... আমরা দাওয়াত আসতে জানি। ভাই বেরাদরের বিয়াতে আবার দাওয়াত লাগেনাকি, হুহ।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৩
রাইসুল সাগর বলেছেন: সব দোষ ঐ কাভার!! আমারে যে কোন ভুতে পাইছিল, আমি ব্লগ খুইলা গেসিলাম গা!!!!!! জীবনে আর কখনও এই কাম করুম না :
বিয়া করলে দাওয়াত দিমু অবশ্যই।
৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
অচিন.... বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়ের ভ্যান আর সাত দিনের ফাঁসি দেওয়া হোক
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
রাইসুল সাগর বলেছেন: ঠিক ঠিক !!! আরো বেশি কিছু করা হোক!!!!!!!!!!!!
৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
s r jony বলেছেন: আপনার বিয়াতে দাওয়াত না পেয়েও আমি খুশি, কারন কম্পিটিশন থেকে এক জন কমলো।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
রাইসুল সাগর বলেছেন: মিয়া ফাও আলাপ পাইড়েন না তো!!!!!!!
৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২
তামিম ইবনে আমান বলেছেন: বুঝতে পারলাম আপনি বিয়েতে ভয় পাচ্ছেন। কলিকাতা হার্বাল এ যোগাযোগ করুন।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫
রাইসুল সাগর বলেছেন: ভাই, সব ফান কি সবার করা উচিত!!!
যাই হোক, তেমন কোন সমস্যা নেই আমার!
১০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩
হেডস্যার বলেছেন:
কাইন্দেন না, প্রতিশোধ নেন।
সত্যি সত্যি বিয়ের ঘোষনা দিয়ে প্রতিশোধ নেন।
বিশ্বাস করেন আমরা আফনার লগে আছি
২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং স্যার। সাথে থাকার জন্য।
১১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬
তোমোদাচি বলেছেন: সবকিছু কি আর ফেরত নেওয়া যায়; দোয়া তো দিয়েই ফেলেছি ওটা আর ফেরত নিতে পারব না!
এখন দাওয়াত খাওয়ান; দোয়াটা এখন কাজে না লাগাবেন নাকি পরে লাগাবেন সেটা আপনার ব্যাপার।
কিন্তু দাওয়াত আমাদের এখনি চাই!!
১২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২১
জানতে চায় বলেছেন: আগে জানতাম , সেলিব্রেটি দের ব্লগ একাউন্টট হ্যাক করা হয় ,........
এখন দেখি আপনি নিজেই " ছেলের বেটি " হইয়া গেছেন ......
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
রাইসুল সাগর বলেছেন: ভাই আমি খুব সাধারন মানুষ পদ লেহনের চেলিব্রেটি হওয়ার ইচ্ছাও নাই।
১৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩১
চলতি নিয়ম বলেছেন: হেডস্যার বলেছেন:
কাইন্দেন না, প্রতিশোধ নেন। (
সত্যি সত্যি বিয়ের ঘোষনা দিয়ে প্রতিশোধ নেন।
বিশ্বাস করেন আমরা আফনার লগে আছি )
১৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কাল্পনিক ভাই এর জন্য অনেক শুভ কামনা রইল। এমন একটি অপবাদ মেনে নেই নি আপনি কিছু ভাববেন না কাল্পনিক ভাই আমি আছি আপনার সাথে। আর সাগর ভাইয়ের বিয়ের দাওয়াত আমাকে উনি নিজে বাসায় এসে কার্ড দিয়ে করে গেছেন। তাই সাগর ভাই আপনার এই নিছে অপবাদ মেনে নেয়া যায় না।
১৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯
জহির উদদীন বলেছেন: দেশে এখন কারো লুংগি খুইলা গেলেই মানহানির মামলা হয় আপনিও বদ হ্যাকারগো নামে একটা মানহানির মামলা দিয়া দেন তখন বুঝবো "হাউ মেনি পেডি হাউ মেনি রাইস"।
১৬| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মামুন রশিদ বলেছেন:
১৭| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
বিডি আমিনুর বলেছেন: ভাবীরে আমার সালাম জানাবেন।
আপনার সালির ফোন নাম্বার টা দিয়েন
১৮| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রায়ান ঋদ্ধ বলেছেন: ব্যাপুক বিনুদুন!!!
১৯| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
বাংলার হাসান বলেছেন: বিডি আমিনুর বলেছেন: ভাবীরে আমার সালাম জানাবেন।
আপনার সালির ফোন নাম্বার টা দিয়েন
আপনি মানহানি মামলা করেন। মামলার খরচা জোগানোর জন্য প্রয়োজনে সামুতে পোষ্ট দিয়ে আপনার পাশে আমরা ..........
২০| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মেলবোর্ন বলেছেন: কাল্পনিক_ভালোবাসারে কাল্পনিক বিয়া দিয়ে দেন তবে কাল্পনিক_ভালোবাসারে সত্যিকারের বিরিয়ানি ও মিস্টি কিনে খাওয়াতে বলেন..।প্রতিশোধ হয়ে যাবে
২১| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: তা এই উছিলায় বিয়ে তা সেরেই ফেলেন !
২২| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:২০
ক্ষুদ্র খাদেম বলেছেন:
২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৪৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভাই বউ এর ছবি দেখতে মুঞ্চায় । ইনবক্সে দাও ভাইয়া । কাউরে দেখামু না ।
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১
রাইসুল সাগর বলেছেন: আগে একখান ডাক্তার মাইয়া খুঁজ মানে ঘটকালি কর তারপর নিজেই দেইখো। আর আমি বিয়া করলে সবার আগে ব্লগে শিরিন সুলতানা সাজি আপু, তুমি, তানিয়া আপু জানবে। খিক খিক।
২৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: তার আগে কন পোষ্টটা সরাইলেন ক্যান.......আর সরাইবেনই যখন তখন দিলেন ক্যান.................বেইমান , বিশ্বাস ঘাতক যে কইচে সিডা কিডা ঝাতি জানতে চাই..............পরিষেষে
ভাই শালী আছে তো
২৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮
মেহেরুন বলেছেন: হাহাহা!!! বিবাহ মোবারক সাগর ভাই
২৬| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২
রাইসুল সাগর বলেছেন: সবাইকে বলছি আমি কাজ নিয়া অনেক বিজি তাই কমেন্ট এর উত্তর দিতে দেরি হচ্ছে কেউ কিছু মনে করবেন না।
২৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:১২
রাতুল_শাহ বলেছেন: দাওয়াত খাইতে কখন আসুম ভাই?
কাল্পনিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
২৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:১৭
শিপু ভাই বলেছেন:
এই উছিলায় বিয়াটা কইরাই ফালান!!! ম্যালা দিন বিয়া শাদি খাইনা!!!
২৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯
ঘুড্ডির পাইলট বলেছেন: ইদানিং অবিবাহিতদের অবস্থা দেখে খুব দু:খ হচ্ছে ।
৩০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
কান্টি টুটুল বলেছেন:
অনেকে আবার আমাকে ইতিমধ্যে ম্যাসেজ পাঠাচ্ছেন, বেইমান বলে!!!! বিশ্বাস ঘাতক বলে :-*:-*:-*
বেইমান,বিশ্বাস ঘাতক ........কিসের যেন গন্ধ পাই
৩১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭
আশিক মাসুম বলেছেন: এই নেক্কার জনক ঘটনার তিব্র প্রতিবাদ যানাই, এবং দুষিদের দ্রুপ গ্রেফতার পরবর্তী সঠিক বিচারের দাবি যানাই ।
৩২| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:২৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এর প্রতিবাদে আগামী শুক্রবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলাম
৩৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৫
বনলতা মুনিয়া বলেছেন: মানি না, মানবো না.....
লুকাইয়া বিয়া করতে দিবো না......
ভাইয়া বিয়ার দাওয়াত দে
৩৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:২৫
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: লুকিয়ে বিয়ে করতে হয়না ভাইয়া...দাওয়াত দিতে হয়
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০
চানাচুর বলেছেন: