নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
লাজ রাঙ্গা ঐ মুখখানি তোর
রাখিস কেন ঢেকে,
খাতার ভীতর দেব
মুখখানি তোর এঁকে।।
চোখের ভীতর সপ্ন আঁকবো
নাকের ডগায় শিশির,
চলনা সখি পার করে দেই
ঘুম হারা এক নিশির।।
চুলের খোঁপায় ফুল চড়াবো
মনের সাথে মন,
আবেগ গুলো ঠিক ঝরাবো
অচিন শিহরন।।
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমি প্রেমিকার মুখ এঁকেই ভালোথাকি সব সময় হৃদয়ের গভিরে।
শুভকামনা জানিবেন নিরন্তর।
২| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়িতা ভাল লাগলো।
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৩| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ !! চমৎকার ছড়া +++
বাসি ঈদের শুভেচ্ছা রইল
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
রাইসুল সাগর বলেছেন: আপনাকেই ঈদের শুভেচ্ছা ভাই। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৪| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাক্স বলেছেন:
পোস্ট দেখেই দৌড়ে এলাম
হাসব কিছুক্ষণ
এত ছোট কাব্য পড়ে
ভরল নাতো মন
নেক্সট টাইম খেয়াল করে
কাব্য দিবেন বড় করে
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬
রাইসুল সাগর বলেছেন: মন ভরানো কাব্য যে আর আসেনারে ভাই
প্রেমিকারা হয়না রাজি বলতো কোথায় যাই।
হা হা
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।
৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ফাও কাব্য দুর্দান্ত হইছে সাগর ভাই!
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ভালো থেকো।
৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আরজু পনি বলেছেন:
এতো ছোট কাব্য দেখে ভরলো নাতো মন
পড়তে পড়তে সময় গেলো অল্প কিছুক্ষণ !
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২
রাইসুল সাগর বলেছেন: হা হা। কিতা করতাম আপু। বড় কাব্য লেখার জন্য একখান অনূপ্রেরনার দানের প্রেমিকা লাগতো এখন ইতাতো আমার নাই, অতএব অনূপ্রেরনা নাই বড় কবিতাও নাই।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো সব সময়।
৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফাও কাব্য ভালো লাগলো
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১
বাংলার হাসান বলেছেন: দুর্দান্ত হইছে এক গুচ্ছ প্লাস। +++++++++
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর পাগলা হাসান ভাই। খবর কিতা।
৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++
১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১০| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া!!!!!!! +++++++
কিপটামি করে লিখলে কিন্তু আর + দেবোনা!! জলদি জলদি লিখবেন!
১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
১১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬
তারছেড়া লিমন বলেছেন: চোখের ভীতর সপ্ন আঁকবো
নাকের ডগায় শিশির,
চলনা সখি পার করে দেই
ঘুম হারা এক নিশির।।
রাতজাগার মজাই আলাদা.............সিরাম কবিতা সিরাম লাইক++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১
রাইসুল সাগর বলেছেন: কিতা খবর ভালানি ভাইডি। শুভকামনা সব সময়। ভালো থেকো বেলা অবেলার গানে।
১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সায়েদা সোহেলী বলেছেন: ফাও কাব্যে ফাও +
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে আপু নিরন্তর।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
বাকপ্রবাস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মামুন রশিদ বলেছেন: খাতার ভিতর শুধু মুখ খানিই আঁকতে চেয়েছেন, আপনি মোটেই দুষ্টু ছেলে নন
ফাও কাব্য ভাল লেগেছে ।