নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

ঈদ পরবর্তি ফাও কাব্য......:P

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

লাজ রাঙ্গা ঐ মুখখানি তোর

রাখিস কেন ঢেকে,

খাতার ভীতর দেব

মুখখানি তোর এঁকে।।:)



চোখের ভীতর সপ্ন আঁকবো

নাকের ডগায় শিশির,

চলনা সখি পার করে দেই

ঘুম হারা এক নিশির।।;)



চুলের খোঁপায় ফুল চড়াবো

মনের সাথে মন,

আবেগ গুলো ঠিক ঝরাবো

অচিন শিহরন।।:P

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মামুন রশিদ বলেছেন: খাতার ভিতর শুধু মুখ খানিই আঁকতে চেয়েছেন, আপনি মোটেই দুষ্টু ছেলে নন ;)



ফাও কাব্য ভাল লেগেছে ।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আমি প্রেমিকার মুখ এঁকেই ভালোথাকি সব সময় হৃদয়ের গভিরে। ;)

শুভকামনা জানিবেন নিরন্তর।

২| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়িতা ভাল লাগলো।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ !! চমৎকার ছড়া +++

বাসি ঈদের শুভেচ্ছা রইল

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

রাইসুল সাগর বলেছেন: আপনাকেই ঈদের শুভেচ্ছা ভাই। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাক্স বলেছেন:
পোস্ট দেখেই দৌড়ে এলাম
হাসব কিছুক্ষণ
এত ছোট কাব্য পড়ে
ভরল নাতো মন :(
নেক্সট টাইম খেয়াল করে
কাব্য দিবেন বড় করে ;)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

রাইসুল সাগর বলেছেন: মন ভরানো কাব্য যে আর আসেনারে ভাই
প্রেমিকারা হয়না রাজি বলতো কোথায় যাই। :P :P

হা হা

ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ফাও কাব্য দুর্দান্ত হইছে সাগর ভাই!

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ভালো থেকো।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আরজু পনি বলেছেন:

এতো ছোট কাব্য দেখে ভরলো নাতো মন
পড়তে পড়তে সময় গেলো অল্প কিছুক্ষণ !

B-)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

রাইসুল সাগর বলেছেন: হা হা। কিতা করতাম আপু। বড় কাব্য লেখার জন্য একখান অনূপ্রেরনার দানের প্রেমিকা লাগতো এখন ইতাতো আমার নাই, অতএব অনূপ্রেরনা নাই বড় কবিতাও নাই। ;) ;)


ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। ভালো থেকো সব সময়।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফাও কাব্য ভালো লাগলো ;)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

বাংলার হাসান বলেছেন: দুর্দান্ত হইছে এক গুচ্ছ প্লাস। +++++++++

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর পাগলা হাসান ভাই। খবর কিতা।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++


:) :)

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া!!!!!!! +++++++

কিপটামি করে লিখলে কিন্তু আর + দেবোনা!! জলদি জলদি লিখবেন! :) :)

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

১১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

তারছেড়া লিমন বলেছেন: চোখের ভীতর সপ্ন আঁকবো
নাকের ডগায় শিশির,
চলনা সখি পার করে দেই
ঘুম হারা এক নিশির।।


রাতজাগার মজাই আলাদা.............সিরাম কবিতা সিরাম লাইক++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

রাইসুল সাগর বলেছেন: কিতা খবর ভালানি ভাইডি। শুভকামনা সব সময়। ভালো থেকো বেলা অবেলার গানে।

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সায়েদা সোহেলী বলেছেন: ফাও কাব্যে ফাও + B:-/

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে আপু নিরন্তর।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

বাকপ্রবাস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.