নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

নাগরীক বস্তিতে......../:)

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬



এই লিরিকটা নিয়ে কাজ করছি গান তৈরি করার জন্য, তবে তার আগে ব্লগ বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।



আর কতকাল সইবো বলো

যান্ত্রিক শব্দের অস্ফালন

বিদগ্ধ বাতাসে নোংরা

কালো ধোঁয়ার আচ্ছাদন।।



তবে কি বেঁচে থাকাই আজ প্রহোসন?

নিঃস্বাসের লড়াই হবে কি স্মৃতির রোমন্থন।।





অন্তরা...১

জীবন চাকা থেমে গেছে দেখো

সব নাগরীক বস্তিতে,

বিষন্ন মুখ ফিরে চায় বারেবার

ফেলে আসা অতিতে।।



অন্তরা...২

তবু বেঁচে থাকি বিষ নিস্বাসে

চোখ রাখি যান্ত্রিক আয়নাতে।।



হে জীবন চাইনা গানিতিক আস্ফালন

হে জীবন চাইনা বিষাক্ত আচ্ছাদন।।



হে জীবন চাই শীরায় সবুজের শুদ্ধতা

হে জীবন চাই ভালোবাসার মৌন মুগ্ধতা।।





শুভকামনা সবার জন্য। ভালো থাকুন বেলা অবেলার গল্প-গানে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
নাইস ওয়ান!!
+++++++++++

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোই হবে !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: হুম, খুব সুন্দর । বেস্ট অব লাক ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

তারছেড়া লিমন বলেছেন: মচতকার হয়েছে..........+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।

৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
বেশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

বনলতা মুনিয়া বলেছেন: গানটা তাড়াতাড়ি বানাও। শুনতাম চাই

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

রাইসুল সাগর বলেছেন: বানামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.