নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
১.
যখন তুমি বলতে মোরে
একটু হাসো সুখের পরে,
তখন আমি চিবুক ধরে
নাড়িয়ে দিতাম আলতো করে।।
২.
খিলখিলিয়ে হাসতে তুমি
যেন খিলখিল কাজী,
রিনিকঝিনিক হাসির পরে
বলতে আমায় পাজি।।
৩.
এক বৈশাখে এলে তুমি
সাতটা বৈশাখ গেলো,
ভালোবাসার ঝিনিক কাব্যে
হঠাৎ ঝড়টা এলো।।
৪.
তিব্র বাতাস ঝাপটা দিলো
রুদ্ধ হল সপ্ন দ্বার,
যন্ত্রনারা মেললো ডানা
মৃত্যু পাখি কদাকার।।
৫.
তোমার আমার ভালোবাসার
শুরুর থেকে সূচনা,
লিখা না হতেই কেন
বিশাদ কাব্য রচনা।।
৬.
সপ্ন সুখের বাসর মোদের
হল লন্ড-ভন্ড,
ক্ষনিক সুখের আপরাধে
এটা কেমন দন্ড!!??
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
রাইসুল সাগর বলেছেন: হ বুবু। কিতা করতাম হেরপরও মন খালি ইচুলিবিচুলি করে।
ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: সপ্ন সুখের বাসর মোদের
হল লন্ড-ভন্ড,
ক্ষনিক সুখের আপরাধে
এটা কেমন দন্ড!!??
দারুণ লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর ভাইজান।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর আপু।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭
মামুন রশিদ বলেছেন: খুব মিষ্টি কুসুম কুসুম প্রেমের কবিতা
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
রাইসুল সাগর বলেছেন: তবে প্রেম তত মিষ্ট নয় কিন্তু
অনেক অনেক শুভকামনা মামুন ভাই।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
ভিয়েনাস বলেছেন: নরম সরম ছেলে মানুষী কবিতা
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রাইসুল সাগর বলেছেন: মাঝে মাঝে ছেলে মানুষী ভালো লাগে যে!!!
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শূন্য পথিক বলেছেন: দারুন
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
গৃহ বন্দিনী বলেছেন: আহারে বেচারা .।.।.।.।.।.।.।।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
রাইসুল সাগর বলেছেন: হুমম কি আর করা। শুভকামনা নিরন্তর।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন হৈচে ভাই ব্যার্থানু কাব্য.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর ভাইডি।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: তিব্র বাতাস ঝাপটা দিলো
রুদ্ধ হল সপ্ন দ্বার,
যন্ত্রনারা মেললো ডানা
মৃত্যু পাখি কদাকার।
জটিল হয়েছে ভাইয়া!! একটু জলদি লিখবেন!! ওনেকদিন পরপর না!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
রাইসুল সাগর বলেছেন: সময় বড়ই বেরসিক। অনেক অনেক দিন পর লিখার সুযোঘ দেয়।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সাগর
বেশ তো ছড়া লিখছো দেখি।ভালো লাগলো।
ছড়া লিখতে কিন্ত অনেক শব্দ জানতে হয়.......আর ভাবতে হয়।
আমি পারিনা ।
(কিছু বানান ভুল আছে, ঠিক করো সময় করে)
শুভেচ্ছা ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর আপু। বানান ভুলের মহাকরনের মাঝে পড়ে ভুল হয়ে গেছে কিছু শব্দের বানান। ঠিক করে নিবো। আশা হয় না এখন আর তেমন ব্লগে। তাই ঠিক করাও হয়না।
তোমারকেও অনেক অনেক শুভেচ্ছা।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
বাকপ্রবাস বলেছেন: দারুণ +++++++++++++++++++++++++++++++ ৩ নাম্বারটার জন্য ++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
রাইসুল সাগর বলেছেন: হা হা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
বৈশাখী শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
শায়মা বলেছেন: আহারে ভাইয়া!!!
এমনি তো হয়!!!!
নাহলে কবিতা, গল্প, সিনেমা, নাটক হবে কেমনে????