নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
দেখ রাত কি নিদারুন কষ্ট
বুকে আছি বেঁচে?
দেখ রাত কি গভীর নিরলিপ্ততা আমায়
অবরুদ্ধ করে রাখে!
তার সূচনার সমাপ্তিটা খুব দ্রুত
হৃদয় যন্ত্রনা তিব্র মুক্তি চেয়ে আজ পরাভূত।
বাস্তবতা এখন আমার কাছে অপারবাস্তব,
ব্যার্থ সব আজ অসীম শুন্য
চতুরমাত্রিকাতার মত ব্যাখ্যাহীন সমস্ত!!
মাঝে মাঝে শরীরের ইলেকট্রন গুলো
আলোড়িত হয়ে আবার হারায়
প্রোটনের দরজায় কড়া নেড়ে,
নিউটন সেল গুলোর ওলোটপালট
আমায় পাগল করে..।।
তবু বেঁচে আছি বেঁচে থাকার
শেষ রক্তে ভর করে!!!
সূচনার শেষ নিশ্বাস বুকে নিয়ে!!!
এলোমেলো মনের কিছু কথা, জানিনা তারপর কি??? হাজার প্রশ্ন মনের মাঝে চিৎকার করে উত্তর চায় জীবনের, তবু গেরস্থালি ঘরকাচারির সমস্ত কিছু জানার পরও উত্তর জানা তবু নিরুত্তর থাকতে হয়।
শুভকামনা সকলের জন্য।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
রাইসুল সাগর বলেছেন: হঠাৎ হঠাৎ এসে লিখি। প্রুফ দেখার সময় হয় না। দুঃখিত।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।
২| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মামুন রশিদ বলেছেন: আপনার জন্যেও শুভকামনা । বিষাদের কবিতা ভাল হয়েছে ।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
বটবৃক্ষ~ বলেছেন:
ভাইয়া ভালো আছেন???
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
রাইসুল সাগর বলেছেন: ভালো আছি আপু। ভালো থেকো।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
অব্যক্ত যন্ত্রনা, না বোঝানো ব্যথা আর শব্দের আলোড়নে বিনির্মিত কবিতা তো সুন্দর হয়েছে!!
শুভকামনা।
(তবে কিছু বানান যে দেখতে হয় কবি!!)