নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

ধুমরু ধোঁয়া বিছিয়ে রাখে... একটু খানি সুযোগ পেলে।। ;)

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১





জল জোছনা ডাকছে তোরে

ভালোবাসার মুখোশ পরে,

দিব্বি তোরে যাশ নারে তুই

মন শরীরটা যাবে পুড়ে!!



জোছনা তবু আঁধার কালো

যায়না ছোঁয়া দেখতে ভালো

কবির কলম রং চড়ালো

সত্যিটা সে মন পোড়ালো!!



মন মানুষটা পাবিনা তুই

জোছনা আলো ছায়ার খেলে,

ধুমরু ধোঁয়া বিছিয়ে রাখে

একটু খানি সুযোগ পেলে।।



সবাইকে জানাই ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। শুভকামনা থাকলো নিরন্তর।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের প্রতিটি মূহুর্তে।।



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

শায়মা বলেছেন: এটা কি গান ভাইয়া?


গেয়ে শোনাও.....:)

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

রাইসুল সাগর বলেছেন: আপু এটা নতুন গানের জন্য লিখা। তবে কথা গুলো ফাইনালাইজ করা হয় নাই এখনো। তাই সুর দেওয়া হয় নাই এখনো। আর গানটা গতরাতে লিখা হইছে।

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপু তোমার জন্য। ঈদের শুভেচ্ছা।

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
কবিতা ভালো লাগলো।

++

শুভকামনা থাকলো নিরন্তর..........

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

ইকরাম উল হক বলেছেন: কবির কলম রং চড়ালো
কবিতাটা মন ভড়ালো

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইকরাম ভাই। ঈদ শুভেচ্ছা।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

ঈদ শুভেচ্ছা।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

জল জোছনা ডাকছে তোরে
ভালোবাসার মুখোশ পরে।


সুন্দর।


শুভেচ্ছা আপনার জন্যও।

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ঈদ শুভেচ্ছা। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

কালোপরী বলেছেন: শুভেচ্ছা

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা

৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: জোছনা তবু আঁধার কালো
যায়না ছোঁয়া দেখতে ভালো
কবির কলম রং চড়ালো
সত্যিটা সে মন পোড়ালো!!


খুব সুন্দর ।


ঈদ শুভেচ্ছা সাগর :)

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

রাইসুল সাগর বলেছেন: মামুন ভাই আশা করি ভালো আছেন।

ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য। ভালো থাকুন বেলা অবেলার গল্পে।
ঈদ শুভেচ্ছা আপনাকেও আবারো।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

বটবৃক্ষ~ বলেছেন: জোছনা তবু আঁধার কালো
যায়না ছোঁয়া দেখতে ভালো
কবির কলম রং চড়ালো
সত্যিটা সে মন পোড়ালো!!


:) :)

মুগ্ধতা~~~~~~
ঈদ মুবারাক ভাইয়াআআআআআ!!!

১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ঈদ মোবারাক। ভালো থেকো বেলা অবেলার গল্পে।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার! :)

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর হয়েছে। +++

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। আশা করি বেশ ভালো আছো।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.