নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
এই যে নিঝুম রাতের তারা
নিয়ম ভাঙ্গা ছন্নছাড়া
দিশেহারা কার জন্যে?
জোছনা পেলে জোনাক পোকা
সপ্ন দেখা সহজ বোকা
হয় একরোখা অনন্যে।
ঘর কুনু এক মেঘের কনা
বিষাদ আলো জল জোস্না
আনমনা তোমার ডাকে!
কার জন্য অরন্য তার জমিয়ে রাখা
এ শুন্যতা খুব হাহাকারে লুকিয়ে রাখে!!
কার জন্য জন্য সাঁঝের মায়া
নদীর জলে চাঁদের ছায়া।।
ঘাঁস ফুল ও ফডিংও জানে
কেউ গোপনে একটা গানে,
সুরের টানে সেই সব কথা,
মুছিয়ে দেবে তোমার যত
দু্ঃখ সহর্নিত সুখবারতা।।
কার জন্য বিকেল সারা
জলজ কিছু মেঘের তারা,
বর্ষাধারা ভেজায় পাড়া,
বৃষ্টির সর্গীক কৌশলে
কাব্য কথায় আওয়াজ তোলে
স'দলবলে আত্মহারা।।
সাঁঝের আলোয় কাব্য হবে
জান তুমি কখন কবে,
খুব নিরবে কেউ কি জানে
বুনো ফুলের রঙ্গিন পাতায়
ইচ্ছে মত আঁকা খাতায়
নকশি কাঁথার আওহ্বানে
কার জন্যে হামলে পড়ে
রোজ সকালে সমস্বরে
তোমার ঘরে রোদের আলো
কানে বাজে তোমার কথা
সন্ধ্যা বেলার নিরবতায়
নিঃসঙ্গতায় হারালে!!
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২১
তারছেড়া লিমন বলেছেন: সে তো বোঝেনা হায়
এই মন কি চাই
জলের নীচে জলের নাচন
হৃদয় পুড়ে ক্ষয়।
অনেক দিন পর আবার পেলাম ............. খুব ভালো হয়েছে ভাই।।
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ লিমন অনেক ভালো থেকো।
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
এ দুটো লাইন খুব চমৎকার।
১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৪| ২৪ শে মে, ২০১৪ রাত ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।
শুভেচ্ছা।
৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০
রাইসুল সাগর বলেছেন: আপনাকে রিকু পাঠাইছি। শুভকামনা নিরন্তর।
৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪০
আফ্রি আয়েশা বলেছেন:
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
দারুন দুটা লাইন
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা ভালো লাগছে