নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
ঢেকে রাখ আকাশটা ঢেকে রাখ
তোর ঐ মায়াবী আঁচলে,
খুঁজে পাক আমাকে খুঁজে পাক
নীড়হারা পাখিদের মিছিলে।
জেনে রাখ তুই আজ জেনে রাখ
ফিরবোনা আমি আর মিথ্যে
ভালোবাসার ইতিতে।
ভুলে যাস আজ তুই ভুলে যাস
বন্য ভালোবাসা উড়ে গেছে হয়ে বালিহাঁস।
তোর চরনে দলিত যত ঘাস
মৃত নগরীর মত করে মরে গেছে সেই তো কবে
বলে যাই আজ তোকে বলে যাই
ফেরারী চিলের দলে মিশেছি আমি এই তো সবে।
০৪ ঠা জুন, ২০১৪ রাত ৮:৩৫
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
২| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:৫৪
যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য...
পিলাচ+
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর যুবায়ের ভাই।
৩| ২১ শে জুন, ২০১৪ রাত ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪
রাইসুল সাগর বলেছেন: ধন্য়বাদ এবং শুভকামনা নিরন্তর
৪| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭
আফ্রি আয়েশা বলেছেন:
সুন্দর
ভাললাগা । শুভকামনা
২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮
রাইসুল সাগর বলেছেন: ধন্য়বাদ এবং শুভকামনা নিরন্তর
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৪ রাত ৮:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর