নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

মানবতা……কি এখন জীবনানন্দের বিম্ভিসার অশোকের ধুসর জগতে।

১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

আজ অনেক দিন পর একটা কবিতা লিখতে চাইছিলাম কিন্তু একটা ছবি আমাকে খুব কষ্ট দিল তাই শুধু এটুকুই লিখতে পারলাম।





আমার সপ্নে আছে শুধু এক অন্তহীন বেদনা

আমি জানি তোমায় আমি আর পাবোনা।।

তুমি হারিয়ে যাবে বলে আমিও কি

পারবোনা হারাতে তোমার মাঝে??



অন্তহীনের অন্তর জ্বালায় আমায় আর না পোড়ানুর অনুরোধটা শুধু তোমার কাছে। আর যদি জ্বালাতে চাও তবে তাই হোক আমার আমৃত্যু পথ চলার সঙ্গী।



এই কথা গুলো কেন লিখলাম আমি নিজেই জানিনা। ব্যাক্তি আমার কোন কথা এখন মুল্যহীন যেখানে ইসরাইল হামাস নিধনের বরাত দিয়ে অগনিত নিরিহ ফিলিস্তিনি নারী শিশুদের নির্বিচারে মারছে যেখানে মানবতা ধুলুন্ঠিত হচ্ছে আর বিশ্বনেতারা তাদের দেশে বসে শুধু নিন্দা আর সমবেদনা জানিয়ে তাদের দায়িত্ব শেষ করছেন? কি অদ্ভুত? এমনকি জাতিসংঘও চুপচাপ। এমেরিকা যেখানে তথাকথিত তৃতীয় বিশ্বে কিছু হলেই গেল গেল সব গেল এখন তাদের ওপেন সিকরেট মিত্র ইসরাইল যে এই রকম নিৎকৃষ্ট হত্যাকান্ড চালাচ্ছে সে ব্যাপারে শুধু একবার নিন্দা জানিয়ে চুপচাপ বেপারটা আমার মত অধম কোন ভাবেই বুঝতে পারছি না। তাইলে কি বুঝায় পরাশক্তিদের কাছে তাদের নিজের দেশের মানুষ ছাড়া বিশ্বের মুসলাম দেশগুলোর মানুষকে মানুষ মনে করছেন না? কি বিচিত্র এক দুনিয়ায় আমরা বাস করছি। আমাদের দেশে রাজনীতির সামান্য টানাপোড়ন বিশ্বের অনেক শাসক দেশের কাছে পিড়নের কারন হয়ে দাঁড়ায় আমাদের তারা সব সময় ছোট মনে করে। কিন্তু ইসরাইলের এই লজ্জাজনক কর্মকান্ডে তারা চুপচাপ কেন? কিসের সে স্বার্থ? আমরা সবাই এটা জানি যে বিশ্বের অনেক ক্ষমতাশালী দেশের পা চাটা গোলাম ইসরাইল। এদের দৈরাত্ব এতো যে এরা খুব জোরের সাথেই অঙ্গুল তুলতে পারে অথচ তারা রিফিউজি জাতি। আমরা সবাই জানি এরা এখনো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মানে না। ওদের মানা না মানায় আমাদেরও কিছু যায় আসেনা। তবে কি আমাদের সরকার কি একবারোও বিশ্ব দরবারে এদের কর্মকান্ডের প্রতিবাদ জানাতে পারিনা?? কেউ জানাক বা জানাক এই খুদ্র আমি রাইসুল সাগর প্রতিবাদ জানাচ্ছি তীব্র ভাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সমস্ত অস্থিতিশীলতার পেছনে প্রধান ভূমিকা এমেরিকার।তারা সাদ্দামের মত স্বৈরাচার সৃষ্টি করে তাদের দিয়ে দোষ করিয়ে দোষ তাদের ঘাড়ে চাপিয়ে তাদের ধ্বংসও করে।

যথার্থ বলেছেন।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

রাইসুল সাগর বলেছেন: এই পৃথিবীটা চলছে এখন পা চাটা চাটুকারদের চাটুকারিতায় বড়দের বাগিচার শোভা বাড়ানুর কাজে। সেখানে মানবতার কন স্থান নেই।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আরজু মুন জারিন বলেছেন: এরা এখনো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মানে না। ওদের মানা না মানায় আমাদেরও কিছু যায় আসেনা। তবে কি আমাদের সরকার কি একবারোও বিশ্ব দরবারে এদের কর্মকান্ডের প্রতিবাদ জানাতে পারিনা?? কেউ জানাক বা জানাক এই খুদ্র আমি রাইসুল সাগর প্রতিবাদ জানাচ্ছি তীব্র ভাবে। :| :-/ :P

হ্যা আমরা এভাবে প্রতিবাদ জানাতে থাকি তার সাথে হতভাগ্যদের জন্য প্রার্থনা। জাতিসংঘ অবশ্য কিছু করবে। .আশা করছি প্রবল প্রতিবাদের মুখে ইসরাইল আগ্রাসন হটিয়ে নিবে। ......

অনেক ধন্যবাদ ফিলিস্তানী শিশুদের জন্য লেখা মানবিক কবিতা এবং পোস্ট টির জন্য। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। ভাল থাকবেন কেমন ।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

রাইসুল সাগর বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা। ভালথাকুন নিরন্তর।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ভালো লাগলো,,,
আবেগময় কথা ও কবিতা পড়ে.....
ধন্যবাদ রাইসুল ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.