নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

অশালীন নিরবতায়; আমার আমি!

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩


আমার আমিকে খুঁজি আমি
চোখের জলে,
কেবল স্তব্ধতা, আর অশালীন নিরবতা।
তোমাদের ঘৃন্য রাজনীতির স্রোতে ভেসেছে আমার
সপ্নতরী। কে কেন কিভাবে আড়ালে বসে গুটি করে
কড়া নাড়ে নিষিদ্ধ ইশতেহারে, জানিনা। আর জানিনা
বুঝিনা কিংবা বুঝতেও চাইনা।

মানুষ হিসেবে আমার আমিকে খুঁজি! পেলেও,
পাইনা তুমি এবং তোমাকে। নাগরিক কোলাহল মুখরতা
এর মাঝে নৈশব্দিক নিরবতা। কি ভাবে কেউ নিজেকে
পেয়ে গেছে সব! না ভুল; ভুল সমুদ্রে তুমি এবং তোমার ভুলের সমার
বর্জিত বিবেক ফিরবে, বেড়াজল কড়া নাড়ে। তবে তা কবে
কেউ কি জানে? আমি হারিয়ে যাবো অন্তরালে। অনেক দূরের মহারনে
সেদিন যদি মনে পড়ে, এসো আমার হিম শীতল শরীরে ছোঁয়াতে তোমার উষ্ম নরম আঙ্গুল।
চোখের জল ফেলোনা, ওখানে মেকির বসবাস আর ভণ্ডামি খেলা করে।
আমার শেষ স্নানকে কুলশিত করোনা তাতে।
শুধু, শুধু আমার হিমশীতল শরীরে ছুঁয়ে দিও তোমার
উষ্ম নরম আঙ্গুল।

আর যদি পারো, আমার মাটির বিছানায় দিও
তোমার প্রিয় দোলন'চাঁপা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

ফেনা বলেছেন: দারুন অস্থিরতাময় ব্যকুলতা।
ভাল লাগা।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.