নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

যেটুকু সময় তুমি

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬



যেটুকু সময় তুমি ছুড়ে যাও ইট
শ্লোগানে শ্লোগানে খোলো মগজের গিঁট
যেটুকু সময় তুমি বেপরোয়া বীর
তোমাকে রাখবে ঘিরে মিছিলের ভীড়
যেটুকু সময় ভোল বেচে দেয়া দিন
সেটুকু সময় তুমি স্বাধীন, স্বাধীন!!

যেটুকু সময় তুমি আবেগ ঘন
মিছিলে স্লোগানে তুমি রিনিরিনি রন।
বাতাসে শঙ্খচিল, আলোর ঝিলমিল
ফিনকী ছুটে রক্ত, কষ্টের রঙ নীল।

কে বলে কবিতায় প্রতিবাদ
ছড়ায় ছড়ায় হারানো সুর,
বেথিত হৃদয়ের জিজ্ঞাসা বাদ
উন্নয়ন সড়কে তুমি কতদূর?
যেটুকু সময়ে চলে, তোমার প্রশ্নবান
আরাধ্য রজনী, তার কলতান।

বিবেক না মানুষ, অথবা মনুষত্ব
বলার অধিকার আজ অনুরক্ত।
যেটুকু সময়, আমি আমিকে
বন্ধী রাখি দেয়ালে দেয়ালে,
স্বাধীনতার বাক অবাক
সব যেনো আড়ালে আড়ালে।

ফিরে ফিরে আসি বলতে কথা এই এখানে। পেতে প্রিয় কিছু মানুষের সানিধ্য। ব্যাস্ততা আমাকে ঘিরে ঘিরে রাখে তবু ফিরে ফিরে আসি। এই ব্লগ নগরে। সাহস দিলে নিয়মিত হব। বলবো মনের সব হারানো কথা খুঁজে। সবাই ভালো থাকুন। প্রিয় সামু ভালো থাকুক। আর কোন নষ্ট চোখের জ্যোতি যেন না পড়ে। আলোর আলোকবর্তিকায়। কথা দিলাম আবার ফিরবো আমার রম্য নিয়ে আপনাদের তরে। সেই সে আড্ডায়। বহুদিন পর সেদিন কথা হলো প্রিয় মানুষ জানা আপার সাথে। যার জন্য এই প্ল্যাটফর্ম। রিয়েল লাইফে মডু ভাই, সামু মডুকে ধন্যবাদ আমার পাসওয়ার্ডখানা পুনরুদ্ধার করে দেবার জন্য। শুভকামনা নিরন্তর।

বিঃদ্রঃ এই পোষ্টে ব্যাবহৃত ছবিখানা গুগুল মামা হতে নেওয়া হয়েছে।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪১

মাহমুদুর রহমান বলেছেন: মোটামুটি লাগলো

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা। মোটামুটি যে লেগেছে তাওতো লেগেছে আমার ছাইপাশ লিখা আমিতো নতুন ব্লগার তাই আপনার মোটামুটি ভাল লাগায় অনেক অনেক অনুপ্রানিত হইলাম। নিয়মিত আমার ব্লগ বাড়িতে আমন্ত্রন রইল।

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি পাঠ করে।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রাজীব ভাই। এভাবেই অনুপ্রানিত করবেন সবসময়।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা হোক আত্মবোধের হাতিয়ার;
খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে!
শুভকামনা নিরন্তর-

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬

রাইসুল সাগর বলেছেন: হাঁ গান কবিতা হোক শেষ যুদ্ধের সনদ পত্র। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সোনালী ডানার চিল। নিরন্তর ভালোবাসা।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে। সুস্বাগম । আপনাদের বিচরণে আবারো ব্লগ আনন্দ মুখর হয়ে ওঠুক। আরো সমৃদ্ধ হোক সামহুয়ার ইন বাংলা ব্লগ ।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য সেলিম ভাই। আমি নিয়মিত হবার চেষ্টা করবো, পাশে চাই নতুন পুরনো সবাইকে সেলিম ভাই।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আসবে । একে একে অনেকেই আসবে । তবে সবাই আসবে কি না জানি না ।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

ডার্ক ম্যান বলেছেন: কবিতা ভাল হয়েছে। দ্রোহের ছোঁয়া পাওয়া যায় ।
আমার যদি ভুল না হয়ে থাকে আপনি এটিএন নিউজে চাকরি করতেন। এখনো কি সেখানে আছেন

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য। আমি এখনও এটিএন নিউজেই আছি।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লাগলো।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

কিরমানী লিটন বলেছেন: স্বাগতম আপনাকে ব্লগ বাড়ীর স্নিগ্ধ আঙিনায়। কবিতায় ভালোলাগা...

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনারা উৎসাহ দিলেই আমরা নতুনরা লিখার সাহস পাই। শুভকামনা জানিবেন নিরন্তর।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬

ইসমাঈল আযহার বলেছেন: সুন্দর

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪০

সাইন বোর্ড বলেছেন: বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে লেখা কবিতা, খুব ভাল লাগল পড়ে ।

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারণ -- বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন সাহসের সাথে --- সাধুবাদ জানাই কবি

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপু।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রাজীব ভাই। এভাবেই অনুপ্রানিত করবেন সবসময়।

ভালো লিখলে অবশ্যই অনুপ্রানিত করবো। মন্দ হলে বকুনি দিব।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৬

রাইসুল সাগর বলেছেন: আবারো ধন্যবাদ এবং শুভকামনা রাজীব ভাই। আমি ভাই নতুন ব্লগার। মন্দ হলে বকুনি দিবেন, সমস্যা নাই তাইলেই শিখতে পারবো ভাই।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা জেগে উঠুক।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:৪৭

রাইসুল সাগর বলেছেন: হাঁ কবিতা জেগে উঠুক
যেখানে সেখানে,
হাট বাজার
কিংবা মুদির দোকানে।


শুভকামনা নিরন্তর জানিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.