নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

আমায় একটু দুঃখ দিন!

২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪২



অনেকদিন দুঃখ নেই বলে
কবিতা লিখা হয় না,
কবিতার খাতায় সাদা মলিন সুর।

কে বলে কবিতায় সুখ থাকে
তবে দুঃখের অক্ষয়ে মলিন
কেন সাদা সিন্দু পাতা!

আমায় একটু দুঃখ দিন
কবিতায় আনি প্রতিবাদ
জীবনের প্রতিবাদ!

সময়ের চরাচরে সাক্ষী
রাখি নীল বেদনার ক্ষত
দিননা আমায় অনেক দুঃখ
দুঃখ শত শত!

স্লোগানে মুখর দিনগুলোও
আজ সুখের বাসর খেলে,
দুখের পাতায়, শিরায় শিরায়
তোমার আমার দলে।

কন্ঠে যে সুর, রুদ্ধ যে বাক
আগুন ঝরা দিনে,
দুঃখ চাই দুঃখ দিবে
আমার জীবন বীণে।

আমায় একটু দুঃখ দিন
একটু দুঃখ কৌশলে,
হাজার রঙ্গের দুঃখ দিন
কাব্য লিখার ছলে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার হয়েছে!

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রাজীব ভাই। আশাকরি এই দূর্মুলের বাজারে ভালো আছেন?

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

নজসু বলেছেন:



সুখের সাগরে ভাসা কবি দুঃখ খুঁজে চলেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৯

রাইসুল সাগর বলেছেন: সুখ সুখ করে পাগল সবাই, দুঃখের খোঁজ নেই। তাই আমি দুঃখ খুঁজে চলি। ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগল

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১০

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

সাইন বোর্ড বলেছেন: কবিতাকে দুঃখ থেকে বের করে আনতে হবে, দিন বদলাতে হবে...

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১২

রাইসুল সাগর বলেছেন: দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে অনেক বেড়িয়েও কবিতাকে দুঃখ হতে বের করতে পারিনি। তাই দুঃখ খুঁজি সাইন বোর্ডে সাইন বোর্ডে। ধন্যবাদ এবং শুভকামনা জনিবেন নিরন্তর।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১২

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: পিয়াজ আর লবনের হাহাকারও আপনাকে কোন দুঃখ দিতে পারে নি?

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৪

রাইসুল সাগর বলেছেন: এই সব জাগতিক, কবিতারা মহাকালের। তাই এসব ছোঁয় না কবি এবং কবিতাকে। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
দু:খের নির্যাস হলো বিষাদ-
আর কবিতা হলো তার সবচে যুতসই আশ্রয়!
কবি তো কাব্যসাধনায় দু:খ চাইবেই;

শুভেচ্ছা রইল

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬

রাইসুল সাগর বলেছেন: একদম ঠিক। বিষাদ সিক্ত না হলে কবিতা হয়না কোন কালেই হয়নি। সব সময় অনুপ্রেরনার জন্য ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.