নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
প্রিয় সন্ধ্যা তারা,
যখন তোমার হৃদয় ছোঁয়,
তখনি কি তুমি মিটিমিটি জ্বলে জানান দাও
তোমার কষ্টগুলো কতটা গভীর ক্ষতে ভরা।
আমি শেষ বিকেলে বসে থাকি; সূর্য্যের লাল আভা নিভে গেলে
তোমাকে দেখবো বলে।
আর আমার কবিতারা তখন মাথা চাড়া দিয়ে উঠে,
তোমাকে জানান দিতে আমিও এই পরবাসে বসে
একাকী কেবল তোমার ছবিই আঁকি।
যখন তোমার কথা মনে পড়ে
আমি বিটোভেনের সুরের সাথে
ভেনগগের সৃষ্টি মিশিয়ে; একাকিত্বের কষ্ট ভুলি।
আমি বার্লিন প্রাচিরের কাছে যতবার গিয়েছি,
ততবারই আমি তোমার-আমার মাঝে দূরত্বের দেয়াল দেখেছি
কাল মহাকালের মত যা সম্প্রসারিত হয়েছে প্রতিমুহুর্তে।
জানো তোমার দূরত্ব ঘোচাবার চেষ্টায় আমার আকাশে
কেউ আজও আকাশি হয়নি।
তবুও বোহেমিয়ান জীবনের কাছে
আমার হৃদয়ের কোন অভিযোগ নেই।
তুমি ভালো থেকো, প্রজ্জলিত হয়ো
প্রতি সন্ধ্যায় তোমার কষ্ট জানান দিতে।
আর আমি ঠিক আগের মতই দেয়াল দূরত্ব
ঘোচাবার চেষ্টায় ধরাশায়ী হবো আমার শেষ নিশ্বাসে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানবেন নিরন্তর।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাগর ভাই! দীর্ঘদিন পর আপনাকে ব্লগে দেখে আনন্দ হচ্ছে।
শুভ প্রত্যাবর্তন।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৮
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ ভাই, আশাকরি ভালো আছেন। হাঁ, অবশেষে সময় কিছুটা আসলো আবার। ইচ্ছে আছে ব্লগ বাড়িতে থেকে যাবার। রম্য হবে গল্প হবে, কাব্য কিংবা ছড়া। হা হা।
ভালো লাগলো পুরনো ভাই মনে রেখেছেন বলে। দেখা হবে আবারো সেই গলিতে, চায়ের আড্ডায় যদি ফিরি এই পরবাস থেকে।
শুভকামনা আপনার জন্যও নিরন্তর।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫২
গ্রন্থ্কীট চয়ন বলেছেন: অনেক সুন্দর
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৯
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানবেন নিরন্তর।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩
অপ্সরা বলেছেন: অনেকদিন পর!!
আবার লেখো ভাইয়া !!!
১১ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
রাইসুল সাগর বলেছেন: হাঁ ফিরে এলাম, প্রতিদিন না হোক, সপ্তাহে একটা পারবো আশাকরি।
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৬
জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা!
লাইক !!!