নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।
আমি কবিতাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছি বহুকাল আগেই
কেটে গেছে সে অনন্তকাল রাত্রীর যাপন,
কবিতায় আমি সুখ খুঁজিনি কখনও
যে দেয়াল মিশে গেছে ধুলো আস্তরনে
রঙ চটে গেছে বেয়াড়া ধুলোয়,
সে দেয়ালে রঙ, একেবারেই অর্থহীন; শুধু জানি!
যে কথায় তোমার আমার কবিতা জন্মাতো
সে কাথায় আজ প্রলোভনের সুর বাজে
তাই আড়ি আজস্রবার।
আকাশ থেকে পড়া যে রোদ্দুর
আমাদের রাঙ্গাতো,
সেখানে মিশে গেছে আল্ট্রা রশ্মি
যে কেবল পোড়ায়, কাঁদায়।
কবিতা, এই সুদূর প্রবাসে
মনে পড়ে তোমাকে যতবার
ততবার মনে পড়ে টিস্টলের রশিদের
সেই বলা কথা "মামা আজ জম্পেশ একটা কবিতা বানান"
রশিদ জানতো না, কবিতা চায়ের মত বানানো যায়না।
তবুও বলতাম, আচ্ছা বানাবো, চিনি কম দিয়ে; না বেশি দিয়ে। হা হা!
কি অদ্ভূত আমাদের যে সময়
তা হারিয়ে গেছে, চিরতরে, মহাকালে।
প্রিয় বাংলাদেশ।
২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা সব সময় আপনার জন্য।
অনুপ্রেরনার দানের জন্য অশেষ কৃতজ্ঞতা। নিয়ম ভাঙ্গা গড়ার খেলায় সময়টা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে নিয়মিত হওয়াটা দুস্কর হয়ে পড়ছে, তবুও সপ্তাহে দেখা হবে নিশ্চয়ই। ভালো থাকবেন, পাশে থাকবেন সব সময়।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
কামাল৮০ বলেছেন: উপলব্ধির সুন্দর প্রকাশ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৭
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ভালো লাগলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮
রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩২
কালো যাদুকর বলেছেন: আসলে সময় গেলে সাধন হয় না।
বিদেশে থেকে সব সময়ই বাংলাদেশকে মিস করতে হয়।
কম চিনি আর কড়া লিকারের চায়ের থেকে ও কবিতা মজার হয়েছে ৷
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩
রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য। ভাল থাকবেন সদা সর্বদা।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ৯:১২
মুনাওয়ার সিফাত বলেছেন: বেশ তো!
৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
রাইসুল সাগর বলেছেন: হাঁ বেশ তো!
৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
রাইসুল সাগর বলেছেন: হাঁ বেশ তো!
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কবিতা।
জম্পেশ কবিতা ইচ্ছে করলেই বানানো যায় না; মগজে কবিতা আসতে হবে।
আবার সব মগজেই কবিতা আসবে না; সব মগজ আবার ভালো কবিতারও জন্ম দেবে না। যেগুলো কবিতা, ওগুলো মহাকালে থেকে যাবে, সময় তাকে ধারণ করবে, বাকি কবি ও কবিতা হারিয়ে যাবে।
শুভেচ্ছা সাগর ভাই। ভালো লাগছে আপনাকে দেখে। নিয়মিত হোন।