নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারন একজন; ভালোবাসি নিদারুন অখণ্ডতা।

রাইসুল সাগর

বাঊন্ডুলে, আমি আমার সপ্ন হাজার চোখের তারায়,মুক্ত আমি, ঊড়ে বেড়াইধূসর সময়, পাখির ডানায়।

রাইসুল সাগর › বিস্তারিত পোস্টঃ

চিঠি- নীলাঞ্জনা তোমাকে!

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১



অনেক দিন চিঠি লিখা হয়না, তুমি এবং তোমাকে
অপ্রকাশিত অনেক কথা জমা হয়ে আছে
মনের গহীন জলে।

মনে পড়ে সেই সন্ধ্যা বেলার কথা, টিএসসি চত্বরে
হাত ধরে হেঁটে যাওয়া তোমার হেঁয়ালি পনায় মুগ্ধ
হয়ে দোয়েলের কাছে গিয়ে মাটির শোপিসে শেষ হত
চিরচেনা প্রতিদিন।
আজ শুনেছি আমাদের হেঁটে যাওয়া পথে কংক্রিটের জঙ্গল
পরিপূর্ণ হয়ে আছে, সভ্যতার উন্নয়নের নামে অসভ্যতা।

আমাদের নিয়ন শহর বহুকাল আগেই ডুবেছে
সোডিয়াম আলোর ঝলকানিতে।
প্রিয় ছবির হাট নাকি নিষিদ্ধ ইশতেহারে বাঁধা পড়ে গেছে
উলোট পালট হয়ে গেছে আমাদের প্রিয় শহরের অলিগলি!

মনে পড়ে নীলাঞ্জনা, একদিন নীল আকাশের নীচে
তোমার খোঁপায় বেলিফুলের মালা বাঁধতে গিয়ে,
তোমার চুলের গন্ধে মাতোয়ারা আমি হয়েছিলাম
চাতক পাখি, যে পাখি শুধু ভালোবাসতে জানে।

মনে পড়ে নীলাঞ্জনা, নীল চোখে তুমি বলেছিলে
অনন্ত নক্ষত্রের মত আমাদের আত্মা মিশে থাকবে
আজন্ম গভীর প্রেমে, তাহলে আজ কেন-
আমাদের দূরত্ব দুই পরবাস!
তবে কি সেদিনের কথাগুলো গভীর রাতের
অগভীর কোন সিনেমার নাটুকে ঘোর ছিল?
হাজার প্রশ্নে আমার মৃত আত্মা জেগে উঠে
অপ্রাপ্তির খেরো খাতা খুলতে।

ইস, যদি আরেকটিবার ফিরে পেতাম তোমায়
উত্তর নিয়ে নিতাম বিদায়, জোনাক পোকা হয়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীলাঞ্জনাকে লেখা চিঠি পড়লাম। প্রাঞ্জল, হৃদয়গ্রাহী।

ইস, যদি আরেকটিবার ফিরে পেতাম তোমায় ---

"--- গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।"

সুন্দর কবিতায় প্লাস।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

রাইসুল সাগর বলেছেন: শুরুতেই ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনাকে।
আজ আমারো একই প্রশ্ন মনে ভাসে, কিছুই কি নেই বাকি। চিরচেনা পথ কি এতোটাই অচেনা হয়ে যাবে? বোহেমিয়ান হয়ে গেছি বহু দিন হলো, এ নগর থেকে ও নগর, এ বন্দর থেকে ও বন্দর। তবুও স্মৃতি থেকে বাঁচতে পারিনা কেন, এই প্রশ্নটাই পীড়া দেয় বেশি।

কৃতজ্ঞতা অনুপ্রেরনা দানের জন্য।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: রাইসুল সাগর,




সুন্দর কবিতা।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মতোই বলার এটাই -
"--- গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।"

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

রাইসুল সাগর বলেছেন: দিন চলে যায় রাত আসে ঘুরে
চুল বেঁধে নাও নতুন প্রেমের দ্বারে।

এই লাইন কোন এক অতীতে আমার লিখা হলেও, নিজেই পারিনি পুরনো প্রেম ভুলতে। হাঁ কিছুই কি নেই বাকী?

ধন্যবাদ এবং শুভকামনা জানবেন নিরন্তর।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২

অপ্‌সরা বলেছেন: নীলাঞ্জনার নীল চোখ দেখে মুগ্ধ আমি।

আঁকবো কিনা ভাবছি!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১

রাইসুল সাগর বলেছেন: মন যা চায় করো হে অপসরা, প্রান যা চায় করো।

যে কটা দিন আছি বেঁচে, বাঁচি না হয় বাঁচার মতন করে।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: নীলাঞ্জনার কবিতাটি ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা জানবেন নিরন্তর।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫

অধীতি বলেছেন: ইস যদি আরেকটি বার......

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৭

রাইসুল সাগর বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৪

আরাফাত হোসেন বলেছেন: Name : Mohuya gawn

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

রাইসুল সাগর বলেছেন: ভাই আপনার মন্তব্যটি আমি বুঝতে পারিনি দুঃখিত।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

লিযেন বলেছেন: কবিতাটা গানেও convert করতে পারেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৪

রাইসুল সাগর বলেছেন: তাই, কিন্তু সুর করবে কে আর গাইবে কে এই অধমের লিখা কথা।

ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.