![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪২ বছর পর এ কোন স্বদেশ আমার
রক্তে আতংকে ত্রাসে হত্যায় আগুনে লণ্ডভণ্ড
সস্তা প্রাণীর মতো গুলিবিদ্ধ আবাল-বৃদ্ধ-বণিতা
পুড়ে যাচ্ছে ঘর-দোর সংখ্যালঘু মানুষের
এ কোন বর্বরতা আমাদের দোরগোড়ায়
কেন কেউ বলছে না শান্তি, শান্তি।
আমদের কোনো অবিসংবাদিত নেই যিনি বলবেন "থামো"!
গর্জে উঠে বলবেন 'খামোস!'
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
মুহসিন বলেছেন: কোথাও শান্তি নেই, শুনি আর্তনাদ,
বৃদ্ধপিতা-শ্রান্ত ভ্রাতার বিলাপ।
কখনোবা আমার পুলিশ ভাইটি ক্লান্ত দেহে
শুয়ে অপেক্ষা করেছে মৃত্যুকামী জনরোষের!
যুদ্ধের আরেকটি দামামা কি উঠেছে বেজে, আরেকটি মুক্তিসংগ্রাম?
আরেকটি রক্তাক্ত মানচিত্রে এদেশ
স্নাত হবে বলে কি আমরা প্রতীক্ষারত?
জনতা জাগো, রক্তের রুধির রোখো,
বলো খামোশ,
এসো আলোচনার টেবিলে!!
এদেশ আমাদের সবার,
হিন্দু বৌদ্ধ খৃষ্টান মুসলিমের
আওয়ামী বিএনপি কিংবা আলেমের,
আপামর জনতার।
আর রক্ত নয়, গুলি নয় আর,
আর নয় ক্রমাগত লাশের মিছিল।
শান্তিকামী মানুষ
চলো আজ নিশ্চিহ্ন করি সব অস্ত্র,
শান্তিপূর্ণ প্রতিরোধে গাই
দেশকে ভালোবাসার জাগরণী জয়গান।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
আমি ব্লগার হইছি! বলেছেন: সাতই মার্চ ফিরে এলো
উজ্জ্বল দিন,
এই দিন ইতিহাসে
চির অমলীন!
বছর ঘুরেতো সেই
আসে দিন ফিরে,
মুজিব আসেনা হায়
নিয়ে নাও তীরে!