নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ মহান

আল্লাহ মহান

জো জো

খুবই সাধারন একজন।

জো জো › বিস্তারিত পোস্টঃ

বিবাহে প্রচলিত কু-প্রথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহ করা নবীগণের (আলাহিসসালাতু আসসালাম) সুন্নাত।

রাসুল(সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে বাক্তি বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। (দারিমী-কিতাবুন নিকাহ)

ইমাম রাগিব বলেনঃ

বিয়েকে দুর্গ বলা হয়েছে,কেননা(বিয়ে) স্বামী-স্ত্রী উভয়কে সকল প্রকার লজ্জাজনক কাজ থেকে দুর্গবাসীদের মতোয় বাচিয়ে রাখে। (মুফরাদাত)

তবে এই পবিত্র কর্ম পালন করতে গিয়ে মাঝে মাঝে কিছু কু-প্রথা মানা হয়।যা কিনা অনুচিত।আসুন নবীগণের(আলাহিসসালাতু আসসালাম) এই সুন্নাত কে সুন্নাত তরীকায় পালন করি।

বিবাহে প্রচলিত কু-প্রথা:

১.চন্দ্র বর্ষের কোন মাসে বা কোন দিনে অথবা বর/কনের জন্ম তারিখে বা তাদের পূর্ব পুরুষের মৃত্যুর তারিখে বিবাহ শাদী হওয়া অথবা যে কোন শুভ সৎ কাজ করার জন্য ইসলামী শারী’য়াতে বা ইসলামী দিন তারিখের কোন বিধি নিষেধ নেয়। বরং উপরিউক্ত কাজগুলো বিশেষ কোন মাসে বা যে কোন দিনে করা যাবে না মনে করাই গুনাহ।

২.বিবাহ উৎসবে অথবা অন্য যে কোন উৎসবে পটকা-আতশবাজি ফুটান,অতিরিক্ত আলোকসজ্জা করা, রংবাজী করা বা রঙ দেওয়ার ছড়াছড়ি ইসলামের দৃষ্টিতে অবৈধ ও অপচয়।

আল্লাহু-তা’য়ালা বলেনঃ

“নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ।” (বানী ইসরাঈল-২৭)

৩.বাঁশের কুলায় চন্দন,মেহদি,হলুদ,কিছু ধান-দূর্বা ঘাস কিছু কলা, সিঁদুর ও মাটির চাটি নেওয়া হয়।মাটির চাটিতে তেল নিয়ে আগুন জ্বালানো হয়। স্ত্রী ও বরের কপালে তিনবার হলুদ লাগায় এমনকি মূর্তিপূজার ন্যায় কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি বর-কনের মুখের সামনে ধরা হয় ও আগুনের ধুঁয়া ও কুলা হেলিয়ে-দুলিয়ে বাতাস দেওয়া হয়। এসব হিন্দুয়ানী প্রথা ও অনৈসলামিক কাজ।

৪.বরের আত্মীয়রা কনেকে কোলে তুলে বাসর ঘর পর্যন্ত পৌছে দেওয়া অথবা বরের কোলে করে মুরুব্বীদের সামনে স্ত্রীর বাসর ঘরে গমনের নীতি একটি বেহায়াপনা, নিরলজ্জতা ও অনৈসলামিক কাজ।

৫.বরের ভাবী ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীরে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেওয়া নির্লজ্জ কাজ যা ইসলাম সমর্থন করে না।

৬.বর ও কনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদর এর চার কোনা চার জনের ধরা হিন্দুয়ানী প্রথা।

৭.বিবাহ করতে যাওয়ার সময় বরকে পিড়িতে বসিয়ে বা সিল-পাটাই দাড় করিয়ে দই-ভাত খাওয়ান ইসলামিক প্রথা নয়।

৮.বিবাহ কাজ সম্পূর্ণ হওয়ার পর বরকে দাড় করিয়ে সালাম দেওয়ানোর প্রথা রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তার সাহাবীদের (রাযি আল্লাহু আনহুম) দ্বারা প্রমানিত নয়।

৯.বর ও কনের মুরুব্বীদের কদমবুসি করা একটি মারাত্মক কু-প্রথা। বিয়ে তো নয় এমনকি যে কোন সময় কদমবুসি করা রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তার সাহাবীদের (রাযি আল্লাহু আনহুম) দ্বারা কোন কালে প্রমানিত নয়। কদমবুসি করার সময় সালাতের রুকু-সিজদার মত অবস্থা হয়। বেশি সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুয়ানী প্রণামকে প্রথা হিসেবে নিয়ে আসা মুমিনদের বৈশিষ্ট্য নয়।

ইয়া আল্লাহ,দয়া করে আমাদের তুমি সুন্নাত তরীকায় বিবাহ করার তওফিক দিয়।আমিন।



লেখক- হুসাইন বিন সোহরাব



সূত্র

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন মেনে চলার তৌফিক দান করুন, আমিন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

জো জো বলেছেন: আমিন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: বিয়া করতে গিয়ে সালাম না করলে হবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

জো জো বলেছেন: আসলে এই প্রথাটা এমন ভাবে প্রচালিত হয়ে গেছে যে, সালাম না করলে সবাই মনে করে অভদ্র।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

পরের তরে বলেছেন: আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

জো জো বলেছেন: আমিন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

সবুজ স্বপ্ন বলেছেন: মুসলমান ছেলেদের বাবা মারা গেলে নাকি ১ বছর বিয়ে শাদি করা যায়না ? এ সম্পর্কে ইসলাম কী বলে।???

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

জো জো বলেছেন: মুসলমান ছেলেদের বাবা মারা গেলে ১ বছর বিয়ে শাদি করা যায়না এইরকম ব্যাপার তো কখনও শুনিনাই।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

ইয়ার শরীফ বলেছেন: বিয়ের সঠিক ইসলামিক রীতিনীতি গুলু কি?
তা জানিয়ে এক্তি পোস্ট দিবেন আশা করি।

ধন্নবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

জো জো বলেছেন: ইনশাআল্লাহ্‌ সময় পেলে দিব।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

ইয়ার শরীফ বলেছেন: ধন্যবাদ *

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

নীল আকাশ আর তারা বলেছেন: পা ধরে সালাম করার রীতিটা খুবি বিরক্তিকর। আমাকে যতবার করতে হইছ ততোবার মেজাজ গরম হয়ে গেছিল X( X( । প্রথমবার সবার পা ধরেই নাকি সালাম করতে হবে।এটাই নিয়ম।কই থেকে যে আসছে এইসব নিয়ম X(( X((

আরেকটা ব্যাপার হলো হলুদ করা। মানুষের কথা শুনলে মনে হয় হলুদ না করলে বিয়েই হবেনা। বিয়ে পড়ানোর চেয়ে মনে হয় হলুদ লাগানই বেশি ইম্পরট্যান্ট সবার কাছে। ত্যক্ত বিরক্ত আমি X(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

জো জো বলেছেন: আমার কাছেও পায়ে হাত দিয়ে সালাম করাটা বিরক্তিকর লাগে।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

নীল-দর্পণ বলেছেন: পায়ে হাত দিয়ে সালাম খুব বিরক্তিকর একটা ব্যাপার! আর হলুদের অনুষ্ঠানত এখন বিয়ের চাইতে ইম্পরট্যান্ট & মজার !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

জো জো বলেছেন: ঠিক বলেছেন। এখন সবাই বিয়ের চাইতে হলুদেই বেশি মজা করে।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

শীলা শিপা বলেছেন: হলুদের অনুষ্ঠান এখন বিয়ের চেয়েও মনে হয় গুরুত্বপুর্ন...ধান-দুর্বা দেয়া, মুখের সামনে পান পাতা নিয়ে হাটা, পায়ে দুধ ঢেলে দেয়া এসব হিন্দুয়ানি বি্ষয় গুলো এখন মুসলমানদের ভিতরেও চালু হয়ে গেছে...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

জো জো বলেছেন: আসলেই এই সব হিন্দুয়ানি বিষয় গুলো এখন মুসলমানদের ভিতরেও চালু হয়ে গেছে

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

জ্যোৎস্না পরী বলেছেন: ১- আমার এক আত্নীয়ের বিয়ের তারিখ হবু বৌয়ের জন্মদিনের একদিনে পড়ে যাচ্ছিল দেখে বিয়ের দিন একদিন পিছিয়ে দেয়া হয়।

২- পটকাবাজি পছন্দ না। রীতিমত দূষণ মনে হয়। তবে আলোকসজ্জার বিপক্ষে নই। কারণ, আলোকসজ্জায় আনন্দ প্রকাশ পায় বলে মনে করি।

৩- একবারেই পছন্দ নয়। এসব প্রথার প্রচলন আগে এতটা ছিল না। এগুলো বিজাতীয় সংষ্কৃতি। বর্তমানে টিভির হিন্দি সিরিয়াল দেখে এসব প্রথা পালনের রীতি শুরু হয়েছে।

৪-৭- এসবের প্রচলনও ইদানিং কালে অনেক বেশি হয়েছে। আগে এতটা ছিল না।

৮-৯- বিশেষ কিছু বলার নেই। প্রায় সহমত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

জো জো বলেছেন: অনেকে আবার বলে অমুক মাসে বিয়ে করতে নেই। কিন্তু তারা বোঝে না যে বছরের সব মাসই সমান।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

অর্থনীতিবিদ বলেছেন: বিয়ে করা নিয়ে অনেক কিছু জানলাম। দুঃখজনক যে বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কুপ্রথা, কুসংস্কার, অনাচার আর ইসলামবিরোধী কাজকর্ম প্রচলিত আছে। কামনা করি এগুলো থেকে যেন অচিরেই মুক্তি পাওয়া যায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

জো জো বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অর্থনীতিবিদ।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

লাবনী আক্তার বলেছেন: ইয়া আল্লাহ,দয়া করে আমাদের তুমি সুন্নাত তরীকায় বিবাহ করার তওফিক দিয়।আমিন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

জো জো বলেছেন: আপু আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

ভিটামিন সি বলেছেন: খাড়াইয়া একটা সালাম দিছিলাম। আর কোন কিছু এগুলা করি নাই। প্রথমবার শ্বশুর আর শ্বাশুড়িকে সালাম করছিলাম মাথা নিচু কইরা। আর করি না। মেয়ে বিয়া করছি বইলাম মাথা নিচু কইরা পায়ে হাত দিয়া সালাম করতে হইবে, এমন দুর্ভাগ্য আমার হয় নাই। বরং আমি ও শ্বশুর সকালে উঠে বাজারের হোটেলে এক সাথে বসে রুটি-পরোটা আর চা খেয়ে ইতিহাস সৃষ্টি করেছি প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েই।
শ্বশুর আমার গোসলের জন্য বালতি, মগ, লুঙ্গি-গামছা বাথরুমে রেখে এসে ২য় ইতিহাস সৃষ্টি করেছে। তাই সবাই আমার মতো পুলিশের মেয়ে বিয়ে করুন। আমিন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

জো জো বলেছেন: বিয়ের সময় আমিও পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম। এখন আর পায়ে হাত দিয়ে সালাম করতে চাই না।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

অন্য কথা বলেছেন: "হলুদের অনুষ্ঠান" আমার মনে হয় হিন্দুয়ানী প্রথা।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

জো জো বলেছেন: আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। হলুদের অনুষ্ঠান একটা বাড়তি ঝামেলা।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

উদাস কিশোর বলেছেন: আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

জো জো বলেছেন: আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৯

বেলা শেষে বলেছেন: Assalamualikum, good selection, good writing style, best reference of The Quran, such writers we have Need to much....please write more & more with Quran references....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

জো জো বলেছেন: waalaikumussalam. Thanks for your good comments.

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

বেলা শেষে বলেছেন: you are wellcome ....
up to next time....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.