![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডাকশন কুকার/ইলেক্ট্রিক কুকারের সাথে যে পাত্র দেয় সেটি ছাড়া কি সবরকমের পাত্রই ব্যবহার করা যায়? বাজারে যে ফ্রাই প্যান পাওয়া যায় সেগুলা কি ব্যবহার করা যাবে? কেউ জানলে দয়া করে জানাবেন।
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০
জো জো বলেছেন: কারন ইলেক্ট্রিক কুকারের সাথে যে পাত্র দেয় সেটিতে কোন কিছু ভালভাবে ফ্রাই করা যায় না। শুধু রান্না করা যায়।
২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০
আসফি আজাদ বলেছেন: ইন্ডাকশন কুকারের জন্য রান্নার পাত্র ভিন্ন, বাজারের সাধারণ পাত্র ইন্ডাকশন কুকারে ব্যবহার করা যায় না।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
জো জো বলেছেন: ইন্ডাকশন কুকারের জন্য রান্নার পাত্র কি বাজারে আলাদা ভাবে কিনতে পাওয়া যায়?
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: ধুর কি যে বলে সবাই , সিলভার টাইপের যে কোনও পাত্রে ( উপরে মরিচা না পরার প্রলেপ দেয়া) রান্না হয়। উল্লেখ করা দরকার আমি COMET নামক ১টা ব্রান্ডের টা ব্যবহার করি। তবে লোহার পাত্রে হয় না। আপনি পাত্রটি কুকারে উপরে রাখলেই বুঝবেন রান্না হবে কিনা। আমাদের টায় পাত্রটি রাখলেই রান্না সুরু হয়। আর যে পাত্রে রান্না হবে না সেটা রাখলে কুকার অন ই হয় না।
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
জো জো বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
একজন ছায়ামানুষ বলেছেন: ইন্ডাকশন কুকারের জন্য রান্নার পাত্র আলাদা ভাবে কিনতে পাওয়া যায়। নিচে ইন্ডাকশন বেসড। এছাড়া লোহা, স্টিল যেগুলোতে চুম্বক ধরে সেগুলি ব্যাবহার করা যাবে। ইন্ডাকশন বেসড ফ্র্যাই প্যান বা কুকার এর নিচে বল এর মত গোল গোল বাবল থাকবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯
জো জো বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ইন্ডাকশন কুকারের জন্য রান্নার পাত্র ঢাকার কোথায় কিনতে পাওয়া যায়?
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
পূরান পাগল বলেছেন: পাত্রগুলো আলাদা।নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে তুলনামূলক কম দামে পাবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
জো জো বলেছেন: আমার ব্লগে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
পাগলাগরু বলেছেন: ইলেক্ট্রিক কুকারের সাথে যে পাত্র দেয় সেটি ছাড়া অন্য পাত্র ব্যবহার করার দরকারটা কি?