নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ মহান

আল্লাহ মহান

জো জো

খুবই সাধারন একজন।

জো জো › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় পাসওয়ার্ড কী কী?

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

ইংরেজি হরফে ‘১২৩৪৫৬’ সংখ্যাটি পাসওয়ার্ড বা গোপন সংকেত হিসেবে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে। ২০১৩ সালে পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে ব্যবহারের শীর্ষে ছিল ইংরেজি ‘পাসওয়ার্ড’ শব্দটি।

কম্পিউটার, স্মার্টফোন, মুঠোফোন প্রভৃতি আধুনিক ইলেট্রনিক যন্ত্রপাতি ছাড়াও অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টে (ই-মেইল বা ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম) তথ্য সুরক্ষিত রাখতে গোপন সংকেত বা পাসওয়ার্ড ব্যবহারের অতি পরিচিত। কিন্তু অনেকে আবার একই পাসওয়ার্ড ব্যবহার করেন। এতে তথ্য সুরক্ষার মূল লক্ষ্যটিই ব্যর্থ হয় এবং হ্যাকারের দল বিভিন্ন ব্যক্তিগত ও গোপন দলিলপত্র ফাঁস করার সুযোগ পেয়ে যায়। সহজে মনে রাখার সুবিধার্থে অনেকে খুবই সাধারণ শব্দরাশি বা সংখ্যাকে পাসওয়ার্ড হিসেবে বেছে নেন।

মুঠোফোনের সফটওয়্যার তৈরির কাজে যুক্ত প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটার বার্ষিক জরিপ অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে একটি তালিকা প্রণীত হয়েছে। ইন্টারনেট থেকে ২০১৩ সালে ফাঁস হয়েছে এ রকম গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য-উপাত্ত বা দলিলপত্রের উৎস এবং হ্যাকারদের সংগৃহীত তথ্যে এসব পাসওয়ার্ডের জনপ্রিয়তা যাচাই করা হয়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব গত অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল। তিন কোটি ৮০ লাখ গ্রাহককে লক্ষ্য করে ওই হামলা হয়েছিল বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে বেশি ব্যবহূত শীর্ষ দুটি পাসওয়ার্ড ছিল ‘এডিওবিই১২৩’ ও ‘পিএইচওটিওএসএইচওপি’ বা ‘ফটোশপ’।

তালিকায় ‘পাসওয়ার্ড’ ছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘১২৩৪৫৬৭৮’ ও ‘কিউডব্লিউইআরটিওয়াই’। জনপ্রিয় অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে ‘এবিসি১২৩’, ‘এলইটিএমইআইএন’ বা ‘লেটমিইন’ ও সব সময় দুর্দান্ত হিসেবে পরিচিত ‘১১১১১১’।

ভবিষ্যতে পাসওয়ার্ডের বিকল্প কোনো প্রযুক্তি উদ্ভাবনের চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপাতত সংখ্যা ও পরিচিত শব্দের সমন্বয়ে সৃজনশীল বা অনন্য পাসওয়ার্ড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। অবশ্য হ্যাকাররাও নিত্যনতুন কৌশল খাটিয়ে মানুষের গোপন পাসওয়ার্ড বের করে ফেলতে সব সময় তৎপর রয়েছে।

সুত্র: প্রথম আলো

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

বেলা শেষে বলেছেন: good Information. good collection.

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

জো জো বলেছেন: Thanks

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: বেলাশেষের সাথে একমত।।ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

জো জো বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

রাসেলহাসান বলেছেন: গুড পোষ্ট।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

জো জো বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: যারা ফটোশপ পাসওয়ার্ড হিসেবে রাখে অনুমান বলে তারা অধিকাংশই মেয়ে :-P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

জো জো বলেছেন: :P :P :P

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাহিদ রুদ্রনীল বলেছেন: যারা ফটোশপ পাসওয়ার্ড হিসেবে রাখে অনুমান বলে তারা অধিকাংশই মেয়ে ! :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

জো জো বলেছেন: :P :P :P

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বেলা শেষে বলেছেন: please send new post ...write more & more ....
...if you write more---i will present you Chocolate...
For জো জো:

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

জো জো বলেছেন: আসসালামু আলাইকুম। ধন্যবাদ।

৭| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩

বেলা শেষে বলেছেন: Wallikumsalam জো জো, how are you Brother?
I like your writing, happy days, good health, to much thanks , up to next time.

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

জো জো বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আমি ছেলে না মেয়ে। /:) /:)

৮| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭

বেলা শেষে বলেছেন: For জো জো : আমি ছেলে না মেয়ে /:) /:)


Salam & Respect to you- Princesin Jo Jo....

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৮

জো জো বলেছেন: ধন্যবাদ।

৯| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

এহসান সাবির বলেছেন: হুম......!

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

জো জো বলেছেন: আমার ব্লগে স্বাগতম। !:#P

১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

জো জো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.