![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে যদি এমন নির্বাচন হত ! বা কোনো নির্বাচনয় না থাকতো ? তাহলে কেমন হত ? ভেবে দেখুনত।
ছোট্র একটি দেশ আমাদের প্রিয় স্বভূমি বাংলাদেশ তার কত সমস্যা যার কোনো শেষ নেই ।অথচ আমরা দেশ নিয়ে কত গৌরব কত অহংকার করি।আচ্ছা ধরা যাক আমাদের দেশে যদি এমন নির্বাচন হত যেমন প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনি নামে মনের আড়ালে দুষর
মনবলকে লুকিয়ে রেখে মিথ্যে ইশতেহার শোনা না লাগতো ! যদি শোনা না লাগতো প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনী তফসিল ঘোষনা। প্রায় পঞ্চাশ বছর পূণ্য হতে চলছে আমরা স্বাধীনতা অর্জন করে পরাধীন মুক্তি লাভ করেছি। দেশেও অনেক উন্নয়ন হয়েছে একদিকে আবার অনেক দিকে অপউন্নয়নও আছে। যাক সেসব কথা,আমরা চাইলে আমাদের দেশটা আরো কয়েক দাপ এগিয়ে নিতে পারটাম কিন্তু সেটা পারছিনা শুধু চলমান সময়ের অপরাজনীতির জন্য। আমাদের দেশে গত কয়েক দশক ধরেই যে দল একবার ক্ষমতায় সে দলই ক্ষমতার দাপটে আর সারাজীবন ক্ষমতা ধরে রাখতে দেশের সাধারন জনগনকে তাদের হাতে জিম্মি করে রাখে । দেশের অপরাজনীতির যেন এখন ক্যান্সার রোগের পরিনীত হচ্ছে । আমাদের দেশকে উন্নয়নশীল একটি ভালো রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সর্ব প্রথম আমাদের দেশের রাজনীতিবিধদের অপরাজনীতি থেকে মুক্ত হতে হবে । যেমন এখন দেশে যে সরকার আছেন তার বিরুদ্ধে ভালো কোনো শক্তিশালী বিরুধী দল নাই । ভাইতো ভাইয়ের কথাই বলবে । এখনকা আমাদের দেশের রাজনীতির অবস্থা সেরকম। যেমন এখন যারা বিরুধী দলে আছেন তারাও সরকারি দলের সুতরাং এদের দিয়ে কিছুই করা সম্ভব নয়।সে জন্য আমাদের দেশে এখন প্রয়োজন সর্ব প্রথমে নির্বাচন সিষ্টেম পরিবর্তন করা । যে দল পরপর দশ বছর সরকার গঠন করবে পরবর্তি কোনো নির্বাচন ছাড়াই অন্য দলকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পাশাপাশি পুলিশ প্রশাসন আইনশিঙ্খলা চলতে হবে নিজেস্ব গতিতে কোনো তোসামতিতে নয়,প্লাস আইন আদালত হতে হবে সবার জন্য সমান।তবেই সব দলের নেতা নেত্রীদের মাঝে ভয় থাকবে কোনো রাজনীতি দল ক্ষমতার অপ ব্যবহার করার দুরসাহস করবে না।এতে করে আন্তর্জাতিক পর্যায় খুব দ্রুত গতিতে দেশের উন্নয়নও সম্ভব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
কহিনূর বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
মৃত্যু হবে একদিন বলেছেন: তাহলে সাধীনতার কি প্রয়োজন ছিল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
কহিনূর বলেছেন: এখন সরকার যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে দেশ চললে আমি বলবো স্বাধীনতার কোনো প্রয়োজন ছিলনা বা এরশাদ সময় দেশ
চালানই ঠিক ছিল । তবে সাধারন গণতন্ত্র মাফিক দেশ চালাতে পারলে এবং জনগণ নিজেদের অধিকারা আদায় করতে
পারলেই দেশের স্বাধীনতা সার্থক।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
শৈবাল আহম্মেদ বলেছেন: গুড,স্বপ্নগুলো যদি সিরিয়াল মোতাবেক মানুষের জীবনে প্রকাশ হতো!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
কহিনূর বলেছেন: ধন্যবাদ । সব ঠিক হবে তবে কিছু সময়ের বেপার।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭
রাজীব নুর বলেছেন: এমন হলে তো খুব ভালো হতো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬
কহিনূর বলেছেন: ধন্যবাদ । সময় এসেছে এখন থেকে আমাদের কিছু ভাবতে হবে, মনে রাখতে হবে দেশের সরকার কোনো দল নয় দেশের সরকার জনগন ।ক্ষমতা মূল উৎস দেশের জনগন। জনগনের পকেটের টাকায় যে এমপি মন্ত্রি আছেন তারা ভাত খান কাপড় পরিধান করেন ।জনগনের পকেটের টাকায় এমপি, মন্ত্রীদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠান।অথচ দেশের সাধারন জনগনকে অশিক্ষিত হয়ে থাকতে হয়।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের দেশকে উন্নয়নশীল একটি ভালো রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সর্ব প্রথম আমাদের দেশের রাজনীতিবিদদের অপরাজনীতি থেকে মুক্ত হতে হবে
.. এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আমাদের দেশে এখন প্রয়োজন সর্ব প্রথমে নির্বাচন সিষ্টেম পরিবর্তন করা । যে দল পরপর দশ বছর সরকার গঠন করবে পরবর্তি কোনো নির্বাচন ছাড়াই অন্য দলকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এখানে সমস্যা আছে। আর প্রক্রিয়াটাও সাংবিধানিক নয়।
মনে রাখতে হবে আমেরিকা/যুক্তরাজ্যের মত আমাদের রাজনীতি নয়। ৩৯টি নিবন্ধিত দল। ক্ষমতা কাকে দেবেন?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
কহিনূর বলেছেন: ধন্যবাদ ভাই। ৩৯টি নিবন্ধিত দল। ক্ষমতা কাকে দেবেন? সুন্দর একটা যুক্তিমূলক পয়েন্ট ধরেছেন । সেক্ষেত্রে সংসদে বসে তারা (৩৯টি দল) নিজেরা নিজেদের মধ্যে ভোটাভোটি করে বাছাই করে নিতে পারেন । সে ক্ষেত্রে অভাবি রাষ্ট্র হিসেবে নির্বাচনে যে ব্যয়বহুল খরচ সেটা থেকে অন্তত দেশের জনগন বাঁচবে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
ল বলেছেন: অসাধারণ !