![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
স্তব্ধ সংকিত এ জীবন
বারবার হারিয়ে যায়,
একা থেকে একাকীত্বে
গভীর কোন এক মোহনায়।
সজ্জিত সম্পর্ক হারায়
গল্পের মানুষও হারায়,
নিরবতা কোলাহল হারায়
জীবিত কেউ মৃত্যু হারায়।
অবিশ্বাসটা ঢেকে দেয় সব
ব্যর্থতা তাই আসে যায়,
বিশ্বাসের স্থান হারায়
নিষ্ঠুরতায় কারও আর্তনাদ।
কষ্টের উপর কষ্ট জড়ায়
অশান্ত মনে অবেলায়,
শূণ্যতাই সঙ্গ করে
জীবন যতই বিষাদ হয়।
©somewhere in net ltd.