![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
এতো হারানোর ভয়
কথা কেন কয়,
এতো নিঃসঙ্গ জয়
ব্যথা কেন দেয়।
অশ্রুর ফোয়ারা নামে
লোনা জল আঙিনায়,
বৃষ্টি ডেকে আনে
অভিমান সাড়া দেয়।
তবুও অপেক্ষা রয়
তীব্র আকাঙ্ক্ষা ফেরার,
তবুও অনুভূত হয়
মন বুঝতে তাহার।
তন্দ্রাহারা রাত রজনী
মান করে অজানায়,
স্বপ্ন ভুবন কল্পরানী
আঘাত করে জোছনায়।
কঠিন তবে বাস্তবতা
ভাবনাকেও হার মানায়,
নিরব তাই স্মৃতির পাতা
বিষাদী ঢেউ খেলে যায়।
©somewhere in net ltd.