![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
স্বপ্ন সাজাও চোখের নীলিমায়
গল্প বাঁধ মনের আঙিনায়,
আমার চোখেতে নীল জোছনায়
বেঁধেছ আমায় কোন সে মায়ায়।
চোখের ভাষা বুঝ কি
মনের ছবি দেখ কি,
বুঝলে তবে এতটা কি
ব্যথা দিয়েও বলছো কি?
হারাও কেন অদেখা তুমি
সীমানা ছাপিয়ে নতুন ভূমি,
মেঘের সাথে আড়ি দিয়ে
ফিরবে না তাই বৃষ্টি হয়ে।
কি এমন দোষ যে ছিল
আশাহীন জীবন বিভোর হলো,
পথটাই ডুবলো চোখের জলে
হারালো ঠিকানা নিজের ভুলে।
ঘরকে ফিরে হবেটা কি
তোমার স্মৃতি ভুলবো কি,
আছতো জড়িয়ে প্রতিটি কোনে
আছ তুমি হৃদয়ে স্বপ্ন বুনে।
তোমার মেঘেতে সন্ধি কর
ফিরে এসে আমায় বন্দী কর,
তোমার প্রেমেতে যুদ্ধ কর
আমায় তাতেই বিদ্ধ কর।
অপেক্ষায় আছি থাকবো বলে
তুমি শুধুই আসবে বলে,
মাথায় হাত রেখে দিব্যি দিবে
আমায় সাথে করে নিয়ে যাবে।
©somewhere in net ltd.