![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
চলছে সেথায় রক্তের ধারা
চোখের সীমারেখা অল্পতে বাধা,
সাদা আলো এথায় মরা
আধারে শুধু কষ্টেরই খেলা।
হৃদয় বিদীর্ণ জীর্ণ এ দেহে
শূন্যতা ঘিরেছে পাওয়ার চারিপাশে,
ব্যকুল মনে আর্তনাদ জমা করে
আহাজারি কানে শুধুই বেজে উঠে।
রিক্তের এ কেমন খেলা
রক্ত ঝরাবে অনুভবে অনায়াসে,
দেখবেনা কেউ তাই দুঃখগুলো
বুঝবেনা কেউ তাই অনুভূতিগুলো।
অবশেষে মৃতপ্রায় হৃদয় হলো
চিন্তা ভাবনার জগৎ হারালো,
ব্যথা হলো মহারাজা আনাচকানাচে
বিষাদী ঢেউ তাই জীবন রাঙালো ।
অভদ্র রং অভিমানে সাজে
মনের বাগানে অশ্রু তাই কাঁদে,
দিব্যি ভরে যায় কষ্টের বোঝা
যন্ত্রনা চলে তাই সারাদেহে সোজা।
©somewhere in net ltd.