নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পদেহী সুমন

খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।

খন্দকার মো: আকতার উজ জামান সুমন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক সমাচার

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

একবিংশ শতাব্দীর এ যুগে ফেসবুক নামক মাধ্যমের গোড়াপত্তন হলো। ফেসবুক দিয়ে আমরা যেমন অসংখ্য দেশী বিদেশী বন্ধু বানাতে পারি তেমনি নিজের প্রতিভারও প্রকাশ করতে পারি। তবে ফেসবুকের বন্ধুদের বাস্তবের বন্ধু ভাবলে অনেক সময়ই ভুল হয়। অনেক মানুষ আছে যারা ফেসবুকে পরিচিতদের কেবল ফেসবুক পর্দার সীমারেখায় বন্দী করে রাখতে চায়। আবার কেউ কেউ তাদের সাথে পরিচিত হওয়া ফেসবুক বন্ধুদের বাস্তব বন্ধু হিসেবে ভাবতে চায়। ফেসবুকের একটা প্লাস পয়েন্ট হলো আমরা ফেসবুকের মাধ্যমে পুরানো ও বাস্তব জীবনের বন্ধুদের সাথে সর্বদা যোগাযোগ রাখতে পারি। তবে শুধু ফেসবুকের বন্ধুদের সাথে সর্বদা যোগাযোগ থাকলেও সেরকম একটা সখ্যতা সহজে গড়ে উঠতে চায় না। ফেসবুককে কখনও খুব ভালো লাগে আবার কখনও বা খুব খারাপ লাগে। ফেসবুকে মারাত্মক ভাবে মানুষের সাথে প্রতারণা করা যায়। যার সাথে চ্যাট করছেন তার আসল পরিচয় আপনি জানেন তো! অনেক সময় আপনি হয়তো ভুল মানুষের সাথে চ্যাট করেন। যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইল ছবি দেখে হয়তো কখনও আপনি তার প্রেমে পড়ে যান। কিন্তু তার আসল ছবি হয়তো প্রোফাইলে দেওয়া হয়নি, এমনকি যাকে মেয়ে ভাবছেন সে ছেলে হতে পারে বা যাকে ছেলে ভাবছেন সে মেয়ে হতে পারে। এরকম হিজড়া টাইপ মানুষের অভাব ফেসবুকে নেই। প্রতিদিনই অসংখ্য মানুষ এসব ফেইক আইডির অধিকারী মানুষ দ্বারা প্রতারিত হচ্ছে। আজকাল কিছু কিছু নষ্ট মন মানসিকতার মানুষ ফেসবুকে অসভ্যতা করে বেড়াচ্ছে। তাদের জন্য অল্প বয়সী ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আসলে দোষ ফেসবুকের নয় মানুষের। মানুষ যদি প্রযুক্তির অপব্যবহার করে তখন এর খারাপ প্রভাব অবশ্যই পরবে। তবে যেহেতু ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম সেহেতু এর মাধ্যমে অতি সহজে খারাপ মানুষগুলো তাদের ইচ্ছার চরিতার্থ করতে পারে। ফেসবুকের নীতিমালা আরও কঠোর হওয়া প্রয়োজন। আইডি যেন ফেইক না হতে পারে কর্তৃপক্ষের সেদিকে বিশেষ নজরদারি করার প্রয়োজন। ফেসবুকের সিকিউরিটি সিস্টেম আরও শক্তিশালী হওয়া আবশ্যক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.