![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
বসন্তের এক মিষ্টি বিকেলে অনুষ্ঠিত হয়ে গেলো বসন্তকালীন কাব্য আড্ডা। গত ১৩ই মার্চ শুক্রবার বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম ও একমাত্র কবিতার পূর্ণাঙ্গ ওয়েবপোর্টাল বাংলার কবিতা ডট কম ( http://www.banglarkobita.com ) এর উদ্যোগে বাংলার কবিতা’র আয়োজনে কবিদের প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে স্বরচিত কবিতা পাঠ, বিখ্যাত কবিদের কবিতার আবৃত্তি এবং উক্ত আড্ডাকে মনোজ্ঞ করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৭৫ জন কাব্যপ্রেমী। আমাদের সীমিত সাধ্যের মাঝেও আমরা চেষ্টা করেছি আমাদের সবটুকু দেয়ার। আমাদের দ্বিতীয় আয়োজনে প্রথম আয়োজনের অনেক
পরিচিত মুখই বলে দেয় আমাদের উদ্যোগ কিছুটা হলেও ভালো লেগেছে আপনাদের।
নানা প্রতিকূলতা থাকার পরেও ৪:৩০ এ শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত কাব্যপ্রেমীরা চমৎকার ভাবে উপস্থিত থেকে আবারো জানান দিলেন বাংলা সা হারা না হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটা অংশে অংশগ্রহণ করলেন তখনই ভালোবাসা স্বরূপে ফিরে আসে। এই মানুষগুলোর জন্যেই আয়োজন।
আমাদের খুদ্র প্রচেষ্টা যদি এতটুকুও ভালো লেগে থাকে তার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।
সৌজন্যে বাংলার কবিতা ডট কম
©somewhere in net ltd.