নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পদেহী সুমন

খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।

খন্দকার মো: আকতার উজ জামান সুমন › বিস্তারিত পোস্টঃ

"বাংলার কবিতা সাহিত্য পত্র-১ম সংখ্যার জন্য লেখা আহ্বান"

২১ শে মার্চ, ২০১৫ রাত ১:০০

বাংলার কবিতা বাংলাদেশের প্রথম ও একমাত্র শুধুমাত্র কবিতার জন্য পূর্ণাঙ্গ ওয়েবপোর্টাল(banglarkobita.com)। বাংলার কবিতা বাংলাদেশে কবিদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম হিসেবে গড়ে উঠছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কাব্য আড্ডা, বই প্রকাশ ও সাহিত্য পত্রিকা প্রকাশ করে চলছে। দুই বছর পূর্তি উপলক্ষে বাংলার কবিতার পক্ষ থেকে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাহিত্য পত্রিকায় শুধু কবিতা ও কবিদের কথাই থাকবে। এটিই হবে বাংলাদেশের প্রথম সাহিত্য পত্রিকা যা কেবল কবি ও কবিতার জন্য। বাংলার কবিতার এই সাহিত্য পত্রিকাটি ত্রৈমাসিক আকারে প্রকাশ করা হবে। প্রথম সংখ্যাটি প্রকাশ হবে ১লা বৈশাখ, ১৪২২ অর্থাৎ ১৪ই এপ্রিল ২০১৫ইং তারিখে। যারা কবিতা ও কবিতা বিষয় যেকোন ধরনের লেখা দিতে আগ্রহী তারা নিম্নোক্ত লিংক থেকে বিস্তারিত জেনে লেখা পাঠিয়ে দিন। লিংকটি হলো: Click This Link



হ্যাঁ সময় কিন্তু আর বেশি নেই। লেখা পাঠানোর শেষ সময় ২৫শে মার্চ, বুধবার, ২০১৫।



তো আর দেরী কেন, পাঠিয়ে দিন আপনার লেখা।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪

এহসান সাবির বলেছেন: সাড়া কেমন পাচ্ছেন?

শুভ কামনা রইল।

২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর উদ্যোগ ।

শুভ কামনা ।

৩| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭

খন্দকার মো: আকতার উজ জামান সুমন বলেছেন: ধন্যবাদ .....জী ভালোই সাড়া পাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.