![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
কেউ ব্লগে, কেউবা ফেসবুকে লেখে আর কেউ পত্রপত্রিকায় লেখালেখি করে। তবে সবাই যে সে মানের লেখক হতে পারছে তা কিন্তু বলা যাবে না। ফেসবুকে লেখালেখি করে খুব ফেমাস হয়ে যাওয়ার মানে এ নয় সে সিলেব্রেটি হয়ে গেছে। আবার অনেক ব্লগে লেখে দেখেও সে যে নামকরা হয়ে যাবে এমনটি নয়। তবে ফেসবুক থেকে ব্লগে লেখলেই নিজের ভুল শুধরানোর সুযোগ বেশি পাওয়া যায়। সবারই কিছু না কিছু ভুল হয়। কারও কারও বানান ভুলের বিষয়টি মাঝেমধ্যেই দৃষ্টিকটু দেখায়। লেখালেখি আপনা আপনিই একটা মানুষের স্বাভাবিক কাজকর্মে চলে আসে। ফেসবুকে আমজনতা সবাই আছে। ফেসবুকে লেখালেখি করলে পাঠকের সংখ্যা বেশি হবে এবং তা যদি পাঠকের ভালো লাগে তাহলে সে লাইক বা কমেন্ট করে আর ব্লগে যারা লেখক তারাই পাঠক এবং ভালো মন্দ ও ভুলের বিষয়টি বলে লেখককে সতর্ক করেন। এজন্য বলবোনা ফেসবুকে ভালো মানের লেখক নেই। অবশ্যই ফেসবুকে ভালো মানের লেখক আছে যারা সঠিক চর্চা করলে বাংলা সাহিত্যের আরও উন্নতি হতে বেশি সময় লাগবে না। ইদানিং ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও পেজ কর্তৃক গল্প ও কবিতার প্রতিযোগিতা আয়োজন ,বই প্রকাশ, সংস্থা গঠন, মিলন মেলার আয়োজন ইত্যাদি ভবিষ্যতে বাংলা সাহিত্যকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাবে। ব্লগিং প্রয়োজন সংশোধন হওয়ার জন্য আর ফেসবুক প্রয়োজন পাঠক বৃদ্ধির জন্য। লেখকের জন্য পাঠক অনেক বড় ভূমিকা পালন করে। পাঠক ছাড়া লেখকের লেখার প্রতি উৎসাহ থাকেনা। পাঠকই লেখকের বড় অনুপ্রেরণা। তাই ফেসবুক ও ব্লগের মধ্যে বিভেদ করার প্রয়োজন নেই। সাহিত্যের উন্নয়নে সব ধরনের মাধ্যমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের একটাই লক্ষ্য বাংলা সাহিত্যকে বিশ্বে শ্রেষ্ঠত্বের আসনে অসীন করা।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২
খন্দকার মো: আকতার উজ জামান সুমন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১
জুন বলেছেন: +