নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পদেহী সুমন

খন্দকার মো: আকতার উজ জামান সুমন

কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।

খন্দকার মো: আকতার উজ জামান সুমন › বিস্তারিত পোস্টঃ

সুচিকিৎসা

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞানের গ্যামেটোজ্যানেসিস পড়ার সময় আমার স্যার একটা কথা বলছিলেন যে যদি কোন ছেলে ঐ বয়সেও মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব না করে তাহলে তার চিকিৎসক দেখানো উচিৎ।

তাই একটা মেয়ে অশালীন ভঙ্গিতে রাস্তায় চলাফেরা করলে অবশ্যই কোন না কোন সমস্যায় পড়বে। যে ছেলেরা নারীদের অশালীন চলাফেরাকে সায় দিয়ে বলে তারা ওভাবেই চলবে এবং পথেঘাটে কোন সমস্যার সম্মুখীন হওয়া চলবেনা, আমি তাদের বলবো জলদি চিকিৎসকের শরনাপন্ন হোন।

যে দেশে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা শিক্ষার সুব্যবস্থা নেই সেখানে মানুষের ঈমান স্বভাবতই দুর্বল হয়ে থাকে। তাই তারা পার্থিব ভোগ লালসায় ব্যস্ত, পরকালের অনন্ত জীবনের কথা ভুলেও মাথায় আনেনা, তারা কোন নারীকে আবেদনময়ী বেশে পথেঘাটে দেখলে বিবেকবোধ ও নৈতিকতা হারাতেই পারে তা স্বাভাবিক।

এখন হয়তো কেউ কেউ বলবে তাহলে পর্দানশীল ও শিশু মেয়েরা কেউ কেউ ধর্ষিত হয় কেন? তাদের বলতে চাই -যারা পথেঘাটে, পত্রিকা, টেলিভিশনে আবেদনময়ী নারী দেখে বিবেকহীন ও নৈতিকতাহীন হয়ে গেছে তারা ভোগবিলাসের জন্য এরকম দুই/একটা ঘটনা ঘটাতেই পারে।

তাই এখন প্রয়োজন ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা ও মানুষের বিবেকবোধ ও নৈতিকতাকে জাগ্রত করা। আর ঈমান আরও শক্ত হতে হবে সবার।

ধর্মকে যারা আগাছা ভাবে তারা এই পোস্ট না পড়লে খুশী হবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.