![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
আমার অর্ধ গলিত লাশটিকে,
হয়তো দেখতে পাবে পত্রিকার শিরোনামে।
হয়তো আমাকে তুমি চিনবেনা,
কারণ ততক্ষণে আমার চেহারা নষ্ট হয়ে যাবে।
তবে তুমি অনুভব করবে আমাকে তখন,
ছবির গলিত লাশটিকে স্পর্শ করেই।
বুঝতে পারবে তোমার খুব আপন কেউ,
যে কিনা অকালে হারিয়ে গিয়েছিলো তোমার থেকে।
কি অকারণে তাকে যেন তুমি ছেড়ে গেলে,
তা আর জানানোই হয়নি।
কি অকারণে তাকে তুমি ফেলে গেলে,
তা আর বলাই হয়নি।
শুধু এতটুকুই জানতো সে,
শুধু ফিরে পেতে চায় তোমাকে।
কারণ তুমি যে তার রক্তবাহীতে মিশে আছ,
আছ প্রতিটি মুহুর্তের সাক্ষী হয়ে।
সে কখনো তোমাকে পর ভাবেনি,
কখনো ভাবেনি হারাবে তোমায়।
ভেঙে যাবে এই স্বপ্ন দেশের কথামালা,
ভাবেনি সে এক মুুহুর্তের জন্যও।
এই লাশটিকে দেখে তুমি হয়তো কাঁদবেনা,
কারণ তার জন্য যে কান্না করা বারণ আছে।
তার জন্য দুঃখ পাবে তবুও শব্দ করতে পারবেনা,
কারণ শব্দ করা যে তোমার বারণ আছে।
হয়তো তোমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাবে,
তবুও চিৎকার করতে পারবেনা।
কারণ তোমার আর আমার সম্পর্ক যে -
এ সমাজের কাছে বড্ড বেমানান।
আমার সবটুকু বিশ্বাস আর ভালোবাসায় তুমি,
ছিলে রাজরানীর পদে আসীন।
তবুও কি করে যেন পারলে তুমি,
এতো ভালোবাসাকে ভুলে যেতে বেমালুম।
একটা কথা দিবে, একটাই কথা,
আমার মৃত্যুর পর আমার হবে।
সব আশা আর স্বপ্নগুলো পূরন করবে,
কথা দেও, আমার মৃত্যুর পর তুমি আমার হবে।
আমার তো কোন ভুল ছিলোনা,
ঘাটতি ছিলোনা ভালোবাসায়।
তবুও এতো কষ্ট দিয়ে অকালে প্রয়াণ কেন হলো,
এর অর্থ কি আমার মৃত্যুর পর বলবে আমায়।
আমি তোমায় বিন্দুমাত্র ঘৃণা করিনা,
বিন্দুমাত্র ভুল বুঝিনি।
শুধু কষ্টের সাগরে ডুবে ডুবে বলবো,
আজও ভালোবাসি তোমায়, ভালোবাসি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।