![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
মাঝেমধ্যেই ইচ্ছে করে হারিয়ে যেতে,
ঐ দূরের মেঠোপথ ধরে অজানার দেশে।
যেখানে স্বপ্ন বলে কিছু নেই,
কোন চাওয়া-পাওয়া নেই,
নেই কোন অনুভূতি কিংবা আসক্তি।
যেখানে ভাবনাগুলো অঙ্কুরেই নষ্ট হয়না,
কারণ ভাবনাইতো আসেনা কখনো।
কষ্টও আর পেতে হয়না তাই,
কষ্ট পাওয়ার কোন কারণই তো নেই।
সেখানে আবেগ শূন্যের ঘরে নেমে আসে,
তাই আবেগী হওয়ারও কোন ঝুঁকি নেই।
আর তাই রক্তের চাপ বেড়ে-
দেহের অসংগতিপূর্ণ আচরণেরও ভয় নেই।
দেহ সত্তার অনুভূতিই তো নেই,
সুখ, প্রশান্তি, দুঃখ এসবে কিইবা তাই আসে-যায়!
আর ভালোবাসা বোঝার মতো ক্ষমতা-
সে তো এমনিতেই বিলীন হয়ে যাবে,
মহাকালের গহ্বরে বহু আগেই।
হয়তো এই হারিয়ে যাওয়াই শেষ যাওয়া,
কেউ আর ফিরাতে পারবেনা কোন ভাবেই।
কারণ এই হারিয়ে যাওয়ায় শুধু দেহটাই নয়,
বোধশক্তি সমেত সমস্ত জৈবিক, মানসিক শক্তিও হারিয়ে যাবে।
ভালোবাসা, আবেগ, স্পর্শ, অনুভূতি
সবকিছুই তাই ব্যর্থ হয়ে যাবে এক এক করে-
এই হারিয়ে যাওয়া আমিকে ফিরিয়ে আনতে,
সেই আগের মতোই জীবন্ত ও চঞ্চলা রূপে ফিরে পেতে!
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
হাবিবুর অন্তনীল বলেছেন: বেশ ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো +