নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়
শুকনো পাতা মুঠোয় চেপে বলেছিলে,
বিকালের চেয়ে সুন্দর সময় আর নেই।
'নাহ--বিকাল বিষন্ন,
বরং মধ্যদুপুর ভালো;
পীচ ঢালা রাজপথের তরলায়িত ভ্রম,
তারে বসা কালো কাকের কর্কশ ডাক
যেন অশরীরীর আহবান—
রহস্যময়;রহস্যই সুন্দর।'
তুমি মানোনি--জানি বিরক্ত হয়েছিলে।
সেদিনের পর বেশ কয়েকদিন পার হয়েছে।
দিন চক্রে কত বেহিসাবি বিকাল এসেছে!
বিকালগুলোর মাত্রাহীন সৌন্দর্যে
তোমার সুন্দর তত্ত্ব তখন জয়তু-
আমিও মেনে নিয়েছিলাম অবশ্য।
কিন্তু পক্ষপাতী প্রকৃতি!
তাই তোমার সুন্দর বিকাল-
হঠাৎ একদিন দখল হয়ে গেলো,
আমার বিষন্ন বিকালের কাছে।
মৃত্যু নিয়ে আমার একটা কৌতূহল ছিলো-
মরার আগে না কি স্মৃতিগুলো চোখে ভাসে।
অনিচ্ছুক প্রকৃতি আর,
ঘটনার আকস্মিকতায়,
কিছু বোঝার আগেই--
চেতনা ডুব মেরেছিলো অতল অন্ধকারে।
সে সুযোগ আর তাই হয়ে ওঠেনি-আফসোস!
কান্নার যত প্রকারভেদ আছে--এক বিকালেই
দেখে ফেললাম সব--শুধু তুমি ছিলে নিশ্চুপ।
মাথায় বাঁধা ব্যান্ডেজের কারণে-
না হিসাব মিলানোর চিন্তায়!
না কি শব্দগুলো চাপা পড়েছিলো নিঃশব্দের ভারে।
বুঝিনি,বুঝতেও চাই না-শুধু কানে কানে বলেছিলাম
'কোন এক অশরীরী মধ্যদুপুরে-
স্থির রিকশায় চলন্ত আকাশ দেখতে দেখতে
কথা দিয়েছিলাম-ফিরে আসবো তোমার কাছে-
যেখানেই যাই;
এই দেখ কথা রেখেছি।'
সেদিনের পর আরো কয়েকদিন পার হয়েছে।
দিন চক্রে কত বেহিসাবি মধ্যদুপুর এসেছে!
কাকডাকা কর্কশ মধ্যদুপুর,
হাঁটু জল দুর্গন্ধ মধ্যদুপুর,
ধোঁয়াটে সলজ্জ মধ্যদুপুর;
সেদিনের পর-
আর কোন দুপুর কিংবা বিকালের কথা মনে নেই।
নতুন স্মৃতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে সেদিনই।
এখন আমি শুধু অপেক্ষা করি চারকোণা ছবিতে।
আঁকাবাঁকা শীর্ণ বলিরেখায় তোমাকে অদ্ভুত লাগে।
স্বল্পপরিচিত কেউ হঠাৎ দেখলে চিনতে পারবে না;
বাজি ধরতে পারি;আমার নিজেরই তো দ্বিধা হয়।
তুমি আসো মাঝেমধ্যে
আগের মত সজল চোখে নয়।
নিজের অনিচ্ছায় সেটা বুঝি;
সাথে এক দুজন থাকে,
তাঁদের ঔৎসুক্যের প্ররোচনায়।
কেউ হয়তো প্রশ্ন করে,জানতে চায়।
কত দীর্ঘ কাল ধরে,
কতজনকে জবাব দিচ্ছ,
তা মনে নেই।
শুধু এটুকু জানি বদলে গেছে,
আমার পরিচিতিটা এখন
আরো সংক্ষেপ হয়েছে-
'সোনালি ফ্রেমে বাধানো দুঃখ।'
অনেক দিন আগে-তোমার সুন্দর বিকাল যেমন,
দখল করে নিয়েছিলো আমার বিষন্ন বিকাল।
এতদিন পরে প্রকৃতি যেন উল্টো হিসেব করলো।
তখন মধ্যদুপুর-
টলায়মান বৃদ্ধ হাত থেকে
যখন লাঠিটা খসে গেছিলো তোমার-
সবাই ব্যস্ত হয়ে পড়লো খুব।
এখন বিকাল-
শুধু শুধু কান্নার শব্দে
শব্দ দূষণ করছে বোকার দল।
স্থির রিকশায় চলন্ত আকাশের নীচে
পুনরুত্থানের কথা তো তুমিও দিয়েছিলে।
তাই তো তোমার বেদখল সুন্দর বিকাল
ফেরানোর অপেক্ষায় আছি।
ইতি-
দ্বিমাত্রিক আমি।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১
কল্পদ্রুম বলেছেন: জি।লেখাটি রিপোস্ট করতে হলো।দুইবারই মন্তব্যের জন্য কৃতজ্ঞ রইলাম।
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
আলোরিকা বলেছেন: সকাল সকাল একটি চমৎকার কবিতা পড়া হলো । কিভাবে লিখলেন দীর্ঘ সুন্দর কবিতাটি ?!
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮
কল্পদ্রুম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।সুন্দরের ব্যাপারে বলতে পারবো না।তবে প্রাকটিক্যালি এক পাতায় কয়েক মিলিগ্রাম কালি আর থিওরেটিকালি এক রাতের ঘুম নষ্ট করলে এরকম দীর্ঘ কবিতা লেখা ব্যাপার না।
ভালো থাকবেন।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায়++++
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
কল্পদ্রুম বলেছেন: অশেষ ধন্যবাদ
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
শুকনো পাতা মুঠোয় চেপে বলেছিলে,
বিকালের চেয়ে সুন্দর সময় আর নেই।
প্রথম দু'লাইনেই মুগ্ধকর আবেশ। কবিতায় প্লাস+++
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
শুকনো পাতা মুঠোয় চেপে বলেছিলে,
বিকালের চেয়ে সুন্দর সময় আর নেই।
প্রথম দু'লাইনেই মুগ্ধকর আবেশ। কবিতায় প্লাস+++
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
কল্পদ্রুম বলেছেন: কামনা করি এই মুগ্ধতা জিইয়ে থাকুক অনেকদিন।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
ক্লে ডল বলেছেন: অসাধারণ কাব্যিক চিত্রায়ন! প্রতি লাইন একেকটা দৃশ্য দেখিয়ে গেল!
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।পাঠককে কবির কল্পনায় যুক্ত করা কঠিন ব্যাপার।এত কঠিন একটা কাজ করে ফেলেছি জেনে আনন্দিত হলাম।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: আবৃত্তি করার মত কবিতা ....ভাল
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
কল্পদ্রুম বলেছেন: আমার মত অখ্যাত কারোর কবিতা সত্যিই যদি কেউ কখনো আবৃত্তি করে শোনায় তাহলে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তার কাছে।আর হ্যাঁ,মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবাক মুগ্ধতা!!! সচরাচর কবিতা পড়ে আমি এমন মুগ্ধ কমই হয়েছি। অনেক অনেক ভাল লাগলো কবিতাটি। +++ এর সাথে ভাল লাগা রইল। কবিতা প্রিয়তে না রেখে আপনাকে প্রিয়তে (অনুসরণ) রাখলাম।
ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
কল্পদ্রুম বলেছেন: আমি লেখালেখি মাঝেসাঝে করি।আর কবিতা তো আরো কম লিখি।আসলে কবিতা লেখার মত সাহসে কুলায় না।এরকম মন্তব্য পেয়ে সত্যিই ভালো লাগলো।অনুসরণ যখন করছেন ভবিষ্যতে হয়তো পুনরায় কোন কবিতা লিখলে পড়ার আমন্ত্রণ রইলো।ইতোমধ্যে অন্যান্য লেখাও পড়বেন আশা করি।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অসাধারণ!!! মুগ্ধতায়ও বিস্ময়!...ফেবু তে নিলাম...অগ্রীম অনুমতি দিন।
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
কল্পদ্রুম বলেছেন: যথাযথ ক্রেডিট স্বীকার করে পোস্ট দিলে অনুমতি না দেয়ার কিছু নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো জেনে আমারো ভালো লাগলো।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আগাগোড়া যেন স্লাইড শো। দারুণ। +++
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
কল্পদ্রুম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১১
সামু পাগলা০০৭ বলেছেন: প্রথমে নরমালি পড়ছিলাম, কিছুদূর পড়তেই খুবই আনন্দ নিয়ে আবৃত্তি শুরু করে দিলাম।
অসাধারননন হয়েছে। গতিময়, সাবলীল, সুখপাঠ্য এন্ড মাচ মোর! অনেক ভালো লেগেছে আসলেই।
আপনার প্রতিউত্তরগুলো পড়ছিলাম, একটাতে দেখলাম কবিতা কম লেখেন!! আমি অবাক হয়ে গেলাম! ভেবেছিলাম আপনি স্বভাব কবি এত সুন্দর কবিতা পড়ে! না আপনাকে অনেক বেশি করে কবিতা লিখতে হবে।
ভালো লিখুন, ও ভালো থাকুন।
শুভকামনা!
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১
কল্পদ্রুম বলেছেন: প্রথমবারের মত আপনার মন্তব্য পেলাম।সময় নিয়ে এত দীর্ঘ মন্তব্য করার জন্য ধন্যবাদ।আমি নিজেই তো আপনার লেখার একজন ভক্ত।
ভালো থাকবেন।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
বাংলাদেশি বাঙালি বলেছেন: বারবার পড়ার মতো সুন্দর একটি কবিতা!!! বেশ সুন্দর লিখেছেন!!!
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: ভাল হয়েছে কবিতা।
আপনি এত কম লেখেন কেন?
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮
কল্পদ্রুম বলেছেন: তা তো ভাই বলতে পারবো না।স্বভাবের দোষ হয়তো☺
তবে ধৈর্য একটা বড় বিষয়।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল পড়ে। একটা ভাল কবিতা পড়তে পারলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। আমি আবৃতি করতে পারি না। তবুও আপনার এই কবিতাটি আবৃত্তি করলাম। প্রিয়তে রাখলাম। কোন এক মন খারাপের সময় মন ভাল করতে আপনার কবিতাটি কাজে দিবে। অনেক অনেক ভাল থাকুন
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯
কল্পদ্রুম বলেছেন: আবৃত্তি করেছেন জেনে চির কৃতজ্ঞ হয়ে রইলাম।আমার কোন লেখা কোন একজন মানুষের মন ভালো করার দাওয়াই হয়ে থাকবে,এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হয় না।ধন্যবাদ ভাই।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
জেড আই অর্ণব বলেছেন: অসামান্য এক। অনেক বার পড়লাম
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০১
কল্পদ্রুম বলেছেন: যতবার খুশি ততবার পড়বেন।কেউ তো মানা করার নেই।☺
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৩
সামু পাগলা০০৭ বলেছেন: প্রতিউত্তর দেখে চলে যাবার প্ল্যান ছিল। তবে আন্তরিক প্রতিউত্তরে আবারো কিছু বলতে আসতেই হলো।
আপনার মন্তব্য আমাকে লেখায় অনুপ্রানিত করবে অবশ্যই। সেজন্যে কৃতজ্ঞতা। আপনি আমার মন্তব্য প্রথমবারের মতো পেলেন, আমি কখনো আপনার মন্তব্য পেয়েছি কিনা মনে করতে পারিনা। সম্ভবত না। কোনদিন পেলে অনেক ভালো লাগবে।
আবারো বলব নিয়মিত কবিতা লিখুন, অনেক ভালো লেখেন। কয়েক রাতের ঘুম নষ্ট হলে কোন সমস্যা নেই।
ভালো থাকুন, সুখে থাকুন।
অনেক বকবক করেছি, এবারে বিদায় নেই।
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
কল্পদ্রুম বলেছেন: এত এত মন্তব্যের মাঝে আমার মন্তব্যের কথা আলাদাভাবে মনে না থাকাই স্বাভাবিক।আর আমিও সামুতে খুব বেশিদিন হয়নি আছি।সেটাও হয়তো একটা কারণ।তবে আমার মনে পড়ে আপনার কানাডার স্কুল নিয়ে ধারাবাহিক লেখাতে আমার একটি মন্তব্যে আপনি উত্তর দিয়েছিলেন।
উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।দেখি রাতের ঘুমের ব্যাপারে কি করা যায়☺
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
ঈশান আহম্মেদ বলেছেন: কবিতাটি আপনার নামের মতোই সুন্দর লাগলো....
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
কল্পদ্রুম বলেছেন: এই প্রথম নামেরও প্রশংসা পেলাম। ☺
ভালো থাকবেন।
২০| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার মাঝে কাহিনী খেলা করছে । বেশ সাবলীল এবং হৃদয়ে প্রভাব ফেলার মত কবিতা । ভাল লেগেছে বেশ ।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
কল্পদ্রুম বলেছেন: পাঠ ও ভালো লাগা জানিয়ে যাবার জন্য কৃতজ্ঞ রইলাম।
২১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৯
সায়েদা সোহেলী বলেছেন: কান্নার যত প্রকারভেদ আছে--এক বিকালেই
দেখে ফেললাম সব--শুধু তুমি ছিলে নিশ্চুপ। ------
কিছু কিছু নিরাবতা সব কান্নার জল কে মুহূর্তেই পাথর করে দেয় , আবার সেই পাথর চিড়েও ঝড়ে ঝর্ণাধারা , লবনাক্ত সেই ঝর্নাও নিঃসঙ্গ শত সহস্র দুপুর বিকেল পার করে , স্পর্শ করতে পারেনা দ্বিমাত্রিক কাউকে !!
আপনার ভালো লেগেছে , সাথে প্রোফাইলে লেখা কথাগুলোও । আমরা সত্যি কি নিজেদের মানুষ বলে দাবী করতে পারি !!!!
শুভ কামনা
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬
কল্পদ্রুম বলেছেন: কবিতার পাশাপাশি আমার প্রোফাইলের লেখা নিয়ে ভালো লাগা জানালেন দেখে কিছুটা অবাক হয়েছি।এজন্য আপনাকে ধন্যবাদ গুণ দুই।☺
মানুষ হিসেবে নিজেকে কেন দাবি করতে পারবো না!সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমি যে ভাব নিয়ে চলাফেরা করি এত সহজে সেটা ছেড়ে দেবো!!!
মানুষের মত দেখতে কিন্তু পশুর মত স্বভাবের কয়েকজনকে দেখে হয়তো নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে পারে।একটু ভালো করে দেখলে দেখবেন,হাত পা চোখের সংখ্যার বিচারে হয়তো আমাদের মিল আছে।কিন্তু আর কোন দিক থেকে ওদের মানুষের সাথে কোন সম্পর্ক নেই।সুতরাং ওসব 'দেখতে মানুষ কিন্তু আসলে পশু'-র জন্য আমাদের অস্তিত্ব নিয়ে সন্দিহান হবার কোন মানে নেই!
আমার কথাগুলো হয়তো গুয়ার্তুমি পর্যায়ের শোনালো।শুভকামনা রইলো আপনার জন্যেও।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সামুতে এই মানের কবিতা এখন তেমন একটা আসে না! একমনে পড়ার মতো একটি কবিতা! (+)
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সামুতে এই মানের কবিতা এখন তেমন একটা আসে না! একমনে পড়ার মতো একটি কবিতা! (+)
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: সামুতে এই মানের কবিতা এখন তেমন একটা আসে না! একমনে পড়ার মতো একটি কবিতা! (+)
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
কল্পদ্রুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি একবার পাঠ করে মন্তব্য করেছি বলেই মনে হয় ।
যাহোক, আবারো পাঠ করলাম ও প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।