নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানিরা বলেন মানুষ জন্মমাত্রই মানুষ নয়,তাকে যোগ্যতা অর্জন করে তবেই মানুষ হিসেবে পরিচয় দিতে হয়।যোগ্যতা আছে কি না জানি না,হয়তো নিতান্তই মূর্খ এক বাঙ্গাল বলেই নিজেকে নির্দ্বিধায় মানুষ হিসেবে পরিচয় দিয়ে ফেলি।

কল্পদ্রুম

আমি আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়

কল্পদ্রুম › বিস্তারিত পোস্টঃ

লেখক হতে কি লাগে!

০৯ ই মে, ২০১৭ রাত ৩:০৭


"A blank piece of paper is God’s way of telling us how hard it to be God."
– Sidney Sheldon

একজন লেখক কিছুটা হলেও স্রষ্টার সৃষ্টির আনন্দ উপভোগ করতে পারেন।সেদিক থেকে একজন লেখকের সম্মান অনেক উপরে।আমাদের আশেপাশের পরিচিত মানুষগুলোর ভিতর খুঁজলে এমন এক দুইজনকে পাওয়া অসম্ভব হবে না যে জীবনের কোন না কোন সময়ে একটু আধটু লেখার চেষ্টা করেননি।
কেউ হয়তো দুই চার লাইন লিখে হঠাৎ করে আবিষ্কার করলেন লেখালেখি কাজটা যথেষ্ট ধৈর্যসাপেক্ষ এবং কষ্টসাধ্য একটা বিষয়।

আবার কেউ কিছুক্ষণ কয়েক পাতা ভর্তি ইচ্ছামত লেখা লেখি করে অবাক হয়ে দেখলেন জীবনে প্রথমবারের মত একটা গল্প কিংবা কবিতা লিখে ফেলেছেন।যদি তাই হয় এর মানে হলো তিনি একজন লেখক হিসেবে পুনর্জন্ম নিলেন।

কিন্তু প্রশ্ন হলো সত্যিকারর্থে একজন লেখক হতে গেলে আসলে কি করতে হয়?এই প্রশ্নটা বোধহয় এইভাবে করলে আরো সহজে উত্তরটা দেওয়া যায়-"লেখক কাকে বলে?"

যে কেউ হয়তো চট করে বলে দেবেন-"যিনি লিখেন তিনিই লেখক।একজন লেখকের অবশ্যই জগতের প্রতি একটা উদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে।"

প্রাচীন গ্রীসে এবং মিসরীয় সভ্যতায় সম্রাটের নিজস্ব লেখক থাকতো।যাদের কাজ ছিলো সম্রাটের জীবদ্দশায় তার জীবনী লেখা।(যাতে সম্রাট জীবদ্দশায় দেখে যেতে পারেন তার নামে কি লেখা হচ্ছে।)এনাদের কিন্তু তেমন কল্পনা শক্তি প্রয়োজন ছিলো না।যেটা প্রয়োজন ছিলো সেটা হলো ভাষাজ্ঞান এবং লেখার ধৈর্য।আবার ফেরদৌসি সুলতান মাহমুদকে উৎসর্গ করে "শাহনামা" লিখেছিলেন।বিশ্বসাহিত্যের এক অমর সাহিত্য যা একই সাথে রূপকথা আর বাস্তব জগতের সমষ্টি।দুটোই ইতিহাসের প্রয়োজনে সৃষ্টি,কিন্তু এখানে দুই ধরণের লেখকদের ভিতর বৈচিত্র‍্য দেখা যাচ্ছে।

কারো মতে একজন লেখককে সমাজের সব শ্রেণীর মানুষের সাথে মিশতে হবে।সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে হবে,মানুষকে বুঝতে হবে।

এই মতের পিছনে যুক্তিও আছে।লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা,জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তার লেখার ভিতর তিনি না চাইলেও চলে আসতে বাধ্য।সেটা গল্প,উপন্যাস কিংবা প্রবন্ধ সাহিত্যের যে শাখাই হোক।ওয়েস্টার্ন লেখকরা ব্যাগ ভর্তি জিনিসপত্র আর একটা নোটবুক নিয়ে সারা দেশ ঘুরে বেড়ান অভিজ্ঞতা অর্জনের জন্য।।আমাদের দেশের লেখকরাও এই কাজ করেছেন।হুমায়ূন আহমেদ একটা মাইক্রোবাস নিয়ে সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন।তারমানে লেখক হতে গেলে বাইরের জগতে প্রবেশ গুরুত্বপূর্ণ।

কিন্তু ধরা যাক ঘটনা যদি এরকম হয়--হঠাৎ এক গভীর রাতে আপনার ওয়ারড্রবের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ আসছে।আপনি খুব আগ্রহ নিয়ে ওয়ারড্রবটা খুললেন এবং আবিষ্কার করলেন সবসময়ের জামাকাপড়ে ঠাসা হ য ব র ল ওয়ারড্রবের ভিতর একটা বিরাট কালো ওয়ার্ম হোল বসে আছে।আপনি হয়তো ঝুঁকে পড়ে দেখতে গেলেন ঘটনা কি?আর অমনি ওয়ার্ম হোলটা আপনাকে টেনে নিয়ে ফেলল এমন জগতে যার সাথে আপনার বাস্তব জগতের কোন মিলই নাই(কারো কারো মনে চট করে চলে আসতে পারে সি এস লুইসের দি লায়ন,দি উইচ এন্ড দি ওয়ার্ড্রব এর কথা।যদিও এই বর্ণনার সাথে তার সামান্যই মিল আছে।)

একজন লেখকের পক্ষে তার নিজের ঘরের চার দেওয়ালে ভিতর বসে এরকম সম্পূর্ণ একটা জগত সৃষ্টি করা সম্ভব।যেখানে বাস্তবতার কোন ভিত্তি থাকার দরকার নাই।যেখানে আপনার পড়ার টেবিলটা বিনা কারণে আকাশে ভাসতে পারে।কাঠবিড়ালিটা গম্ভীর গলায় উপদেশ দিতে পারে।হ্যারির পটারের জাদুর জগতের কথা বলা ছবি,হোগওয়ার্টসের কুইডিচ ম্যাচ,এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের জাদুর বিড়াল,ম্যাড হ্যাটার,চিরতরুণ পিটার প্যান কিংবা জুল ভার্নের মিস্টেরিয়াস আইল্যান্ড কোন বিরাট তাত্ত্বিক জ্ঞানের সাহিত্য নয় আমাদের অতিপরিচিত জগতের সাথে শুধু কল্পনার রঙ মিশানো মাত্র।

সুতরাং দেখা যাচ্ছে ব্যক্তিজীবনে একজন গর্তজীবী মানুষের জন্যেও আশার আলো দেখা যাচ্ছে।তার পক্ষেও লেখক হওয়া সম্ভব।

সবশেষে যাই হোক,ইতোমধ্যে কেউ যদি সম্পূর্ণ লেখাটা পড়ে ফেলেন এবং লেখক হবার কোন সত্যিকারের উপায় আবিষ্কার করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন।আপনি সত্যিকারের একজন আশাবাদী মানুষ।আর যারা লেখাটা পড়ে এর কূল কিনারা করতে পারেননি তাদের বলবো ভাই চিন্তার কিছুই নাই।আপনিও ঠিক পথেই আছেন।

এই লেখাতে প্রচ্ছন্নভাবে এইটাই বুঝাতে চেয়েছি এই মহাবিশ্ব যেমন অসীম।একজনের লেখকের লেখার বিষয়বস্তুও অসীম।তাই কোন নির্দিষ্ট ছকে লেখকের সংজ্ঞা নির্ধারণ সম্ভব নয়।এই লেখার আদ্যপ্রান্ত একান্তই আমার মত আনাড়ি লেখকের ব্যক্তিগত মতামত।আর এই লেখাটিও আনাড়ি লেখকদের উদ্দেশ্যেই লেখা।এখানে কেউ দ্বিমত পোষণ করলেও করতে পারেন।আর গুরুজনদের উপদেশ তো সবসময় শিরোধার্য বটে।

// খাগের কলম,থেকে ফাউন্টেনপেন;টাইপ রাইটার থেকে এন্ড্রয়েড সব যুগের লেখকরা অমর থাকুক নিজ নিজ লেখনীর মাঝে।অতীত গেছে দূরে,বর্তমান বেঁচে থাকুক সুন্দর ভবিষ্যতের আনন্দে।//

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ ভোর ৪:০৬

উম্মে সায়মা বলেছেন: "A blank piece of paper is God’s way of telling us how hard it to be God."
কথাটা তো বেশ। ভালো লিখেছেন। তবে আমি কিন্তু কূল কিনারা করতে পারিনি :P

০৯ ই মে, ২০১৭ সকাল ৮:২৯

কল্পদ্রুম বলেছেন: জি।এই কথাটা যখনই মনে পড়ে তখনই কিছু লেখার প্রবল ইচ্ছা জাগে।আর হ্যাঁ পূর্ব কথা অনুযায়ী,আপনি ঠিক পথেই আছেন।

২| ০৯ ই মে, ২০১৭ সকাল ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: আজ থেকে দুই বছর আগে লেখক হওয়ার স্বপ্নের ইতি টেনেছি। কোন গল্প বা উপন্যাস লেখা আমাকে দিয়ে হবে না।
তাই এখন শুধুমাত্রই পাঠক

০৯ ই মে, ২০১৭ সকাল ৮:৪২

কল্পদ্রুম বলেছেন: স্বপ্নের ইতি টানা খুবই কষ্টকর।এই কষ্টকর কাজটা কেন করলেন জানি না।একটা কথা।সব লেখকই কিন্তু বড় পাঠক।যে কখনো বই পড়েনি।তার কখনো লিখতে ইচ্ছে করবে না।পড়তে থাকুন।আর শুভকামনা রইলো আপনার লেখক স্বত্তার প্রতি।

৩| ০৯ ই মে, ২০১৭ সকাল ৭:৫৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। +।

০৯ ই মে, ২০১৭ সকাল ৮:৪৩

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ।

৪| ০৯ ই মে, ২০১৭ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: কোন নির্দিষ্ট ছকে লেখকের সংজ্ঞা নির্ধারণ সম্ভব নয,এইটা ভাল বলেছেন।
লেখাটি ভালই লাগল।

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৫৪

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ।নিজের মতামতকে অন্য কেউ সাধুবাদ জানালেই ভালো লাগে।

৫| ০৯ ই মে, ২০১৭ সকাল ৯:২০

মাজুবিবি বলেছেন:
আদর্শ পাঠক হতে কি লাগবে?

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৫৫

কল্পদ্রুম বলেছেন: বেশি কিছু না।একটা মুক্ত মন লাগবে।

৬| ০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা,জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তার লেখার ভিতর তিনি না চাইলেও চলে আসতে বাধ্য।


একমত। লেখালেখি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পেরে উপকৃত হলাম।

ধন্যবাদ ভাই কল্পদ্রুম।

০৯ ই মে, ২০১৭ সকাল ১০:০০

কল্পদ্রুম বলেছেন: আমি লিখেছিলাম গুরুজনদের উপদেশ শিরোধার্য।উপদেশ না দিয়ে উলটো বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন।(এটা অভিযোগ নয়।)

ভালো থাকবেন।

৭| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:২৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর আলোচনা করেছেন। এবং আমি নিঃসন্দেহ একজন ভাল পাঠক :) ;)

০৯ ই মে, ২০১৭ সকাল ১১:০০

কল্পদ্রুম বলেছেন: একজন ভালো পাঠক একজন লেখকের কাছে মণিমুক্তার চেয়েও বেশি দামী।

৮| ০৯ ই মে, ২০১৭ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আজ কি সামুর গতি কম? লিখে কমেন্ট করে মজা পাচ্ছি না।

০৯ ই মে, ২০১৭ বিকাল ৩:২৬

কল্পদ্রুম বলেছেন: আমারও তাই মনে হয়।সকাল থেকে সামুতে ব্রাউজ করতে গিয়ে বিরক্তি লাগছে।

৯| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

লেখক হতে অনেক সাধনা করতে হয়।

০৯ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০

কল্পদ্রুম বলেছেন: দ্বিমত হবার কোন সুযোগ নেই।তবে কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় এনারা জন্মগতভাবে লেখক হবার প্রতিভা নিয়ে জন্মেছেন।তবে যারা সাধনা করেন তাঁরাই যুগান্তরে টিকে থাকেন।

১০| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

১০ ই মে, ২০১৭ সকাল ৭:৪৯

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই মে, ২০১৭ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব উপকারী পোষ্ট আমার জন্য।

বর্তমান বেঁচে থাকুক সুন্দর আগামীর স্বপ্নে বিভোর।

১০ ই মে, ২০১৭ সকাল ৭:৪৯

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

মোঃ জাহিদুল ইসলাম (মোল্লা) বলেছেন: আপনি কি আপনার লিখিত বই পাবলিশ করতে চান?

যদি কোন একটি বিষয়ের উপর আপনার বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে।
আর সেই দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে একটি বই লিখেছেন, অথবা ভাবছেন একটি বই লিখবেন।
কিন্তু আপনি চিন্তিত আছেন এই ভেবে যে, কি ভাবে একটি বই লিখে পাবলিশ করবেন?
কি ভাবে আপনার বইটি পাঠকের কাছে পৌঁছাবেন, ইত্যাদি?
আপনি চাইলে আমাদের ওয়েবসাইট এ আপনার বইটি পাবলিশ করতে পারেন।
আমরা তৈরি করেছি বই পাবলিশ করার সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে থাকবে আপনার লেখা বই।

বিঃ দ্রঃ
১. বই পাবলিশ করার জন্য কোন প্রকার টাকা দেয়ার প্রয়োজন নেই।
২. শুধুমাত্র প্রকৃত লেখকগন যোগাযোগ করবেন।
যোগাযোগের ঠিকানাঃ
ইনফো টেক কম্পিউটার ইনন্সিটিউট
অফিস মহল্লা, কলাপাড়া, পটুয়াখালী, বরিশাল
মোবা- 01721-885144
Only WhatsApp 01304637535
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- techwidely.com

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

কল্পদ্রুম বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন একদিন বই বের হবে সেদিনের আশায় রইলাম।++++

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

কল্পদ্রুম বলেছেন: যদিও এমন কিছু চিন্তায় নেই। তারপরেও আপনাকে আন্তরিক ধন্যবাদ মাইদুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.